|
|
|
|
আন্দোলনে বিপর্যস্ত মণিপুর |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
পৃথক জেলা কমিটির আন্দোলনে অচল মণিপুরে গোদের উপর বিষফোড়া হয়ে দাঁড়ালো ইউনাইটেড নাগা কাউন্সিলের অনির্দিষ্টকালীন অবরোধ। কাল রাত একটা থেকে মণিপুরবাসী নাগারা অবরোধ শুরু করেছেন। এতদিনের আন্দোলন ছিল সদর পার্বত্য জেলা কমিটি গঠনের দাবিতে। এ বার, নাগা অধ্যুষিত পার্বত্য মণিপুরকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে তথা সদর পার্বত্য জেলা গড়ার বিরোধিতা করে শুরু হয়েছে জোরদার আন্দোলন। সদর পার্বত্য স্বতন্ত্র জেলা গঠনের দাবি নিয়ে এ ব্যাপারে গঠিত কমিটি ৩৯ ও ৫৩ নম্বর জাতীয় সড়কে প্রায় এক মাস ধরে অর্থনৈতিক অবরোধ চালিয়েছে। ফলে ইম্ফল-সহ রাজ্যের বিভিন্ন অংশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাল দেখা দিয়েছে। সম্প্রতি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন সদর পার্বত্য জেলা কমিটির প্রতিনিধিরা। পৃথক জেলা গঠনের ব্যাপারে রাষ্ট্রপতির আশ্বাস মেলার পরে রাজ্যের মানুষ হাঁফ ছেড়েছিলেন। কিন্তু, স্বস্তি মিলল না। ‘সদর হিল’ পৃথক জেলা ঘোষণা করার প্রতিবাদ জানিয়ে এ বার বিক্ষোভে মণিপুরবাসী নাগারা। সেনাপতি, উখরুল, তামেংলং ও চান্ডেল জেলা মিলিয়ে প্রায় হাজার দশেক নাগা মিছিল করে পার্বত্য মণিপুরকে পৃথক করার বিরোধিতা জানান। মুখ্যমন্ত্রীর কাছে এই নিয়ে স্মারকলিপিও জমা পড়েছে। কেবল পার্বত্য মণিপুরই নয়, পৃথক জিরিবাম জেলা গঠনেরও বিরোধিতা করছে ইউনাইটেড নাগা কাউন্সিল। ইউএনসি ছাড়াও, আনসাম ও অন্যান্য নাগা ছাত্র সংগঠনগুলিও পৃথক জেলা গঠনের বিপক্ষে মঞ্চ গড়েছে। মণিপুরবাসী নাগাদের বক্তব্য, পার্বত্য মণিপুর ও নাগা অধ্যুষিত এলাকাগুলিতে তাঁদের জন্মগত অধিকার রয়েছে। ওই ভূখণ্ডে তাঁরা বরাবরই নিজেদের রীতিনীতি মেনে চলেন। সেই পরম্পরা বিনষ্ট করা, বা নাগাদের বিচ্ছিন্ন করার চেষ্টা করলে আগুন জ্বলবে। নাগাদের মত না নিয়ে কোনও এলাকা বিচ্ছিন্ন করার চেষ্টা মেনে নেওয়া হবে না। |
|
|
|
|
|