|
|
|
|
উচ্চশিক্ষায় বেসরকারি লগ্নি চান মনমোহন |
নিজস্ব সংবাদদাতা |
উচ্চশিক্ষা ও গবেষণায় বেসরকারি বিনিয়োগকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। জোর দিলেন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে শিল্পের ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তোলার উপরে। রবিবার সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের হীরক জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠানে তিনি বলেন, “গবেষণাগারের জ্ঞান সমাজের সব স্তরে পৌঁছনো দরকার। সরকার এই প্রক্রিয়াকে উৎসাহ দিচ্ছে। এ ব্যাপারে বেসরকারি সংস্থাগুলিও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।”
দু’দিনের সফরে রবিবার কলকাতায় এসেছেন প্রধানমন্ত্রী। সাহা ইনস্টিটিউটের অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা ন্দ্যোপাধ্যায়,
রাজ্যপাল এম কে নারায়ণন, কেন্দ্রীয় পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়।
মৌলিক গবেষণা ও নতুন নতুন বিষয়ে ভাবনাচিন্তা করার উপরে এ দিন জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “এটা দুঃখজনক যে ভারতীয়দের পেটেন্টের সংখ্যা অত্যন্ত কম। উন্নত দেশগুলির তুলনায় তো বটেই, উন্নয়নশীল কিছু দেশের থেকেও এ ব্যাপারে আমরা পিছিয়ে। মৌলিক গবেষণায় উৎসাহ দেওয়ার জন্য পুরস্কার দেওয়া দরকার।” বিদেশের গবেষণা প্রতিষ্ঠানগুলির সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করার উপরে জোর দেন তিনি। শুধু প্রধানমন্ত্রীই নন। প্রণববাবুও দেশে গবেষণা ও পেটেন্টের সংখ্যা কম বলে উদ্বেগ প্রকাশ করেন। যথেষ্ট গবেষণার সুযোগ তৈরির উপরে জোর দেন অর্থমন্ত্রী।
মুখ্যমন্ত্রী এ দিন সাহা ইনস্টিটিউটকে সব রকম সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, “মেঘনাদ সাহা, সত্যেন্দ্রনাথ বসু, প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র বসুর মতো বিজ্ঞানী একটা সময় এই সমাজকে কোথায় নিয়ে গিয়েছিলেন। কিন্তু রাজনীতিকরণের অন্তঃসারশূন্য দুর্ভিক্ষের ছায়া উন্নয়নের পথকে নষ্ট করেছে।” |
|
|
|
|
|