টুকরো খবর

মিনিবাসের ধাক্কায় অটোর তিন আরোহী জখম হওয়ার ঘটনায় রবিবার দুপুরে উত্তেজনা ছড়াল পার্ক সার্কাসে। আহতদের নাম গোলাম মোস্তাফা (৫৮), সাজিয়া ইকবাল (২০) এবং রুহি পরভিন (৩৫)। তাঁদের ন্যাশনাল মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, রুহির আঘাত গুরুতর। পুলিশ জানায়, দুর্ঘটনার পরে চালক বাস নিয়ে পালান। এর পরেই স্থানীয়েরা প্রায় আধ ঘণ্টা রাস্তা অবরোধ করেন। পরিস্থিতি সামলাতে পুলিশের সঙ্গে র্যাফ-ও নামে। পুলিশ সূত্রে খবর, পৌনে একটা নাগাদ পার্ক সার্কাস মোড়ের কাছে সুরাবর্দি অ্যাভিনিউয়ে একটি মিনিবাসের ধাক্কায় দুমড়ে যায় ওই অটোটি। চালক গোলাম মোস্তাফা-সহ তিন জন আহত হন। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তা দিয়ে প্রায়ই বেপরোয়া ভাবে যান চলাচল করে। তাঁদের বক্তব্য, এ দিন দুর্ঘটনার পরে মোড়ের কাছে দাঁড়ানো পুলিশকর্মীরা দ্রুত ব্যবস্থা নিলে বাসটিকে ধরা যেত। এ প্রসঙ্গে এক পুলিশকর্তা জানান, ওই এলাকায় অধিকাংশ অটোই বেপরোয়া ভাবে চলে। এ ক্ষেত্রে পুলিশ তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছয় বলেই তাঁর দাবি।

মেট্রোর নিত্যযাত্রীদের পাশাপাশি এ বার সাধারণ যাত্রীরাও স্মার্ট কার্ডের সুবিধা পাবেন। মেট্রোর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ জানান, ১৮ অগস্ট থেকে যে সব স্মার্ট কার্ড বিক্রি হয়েছে, তার মেয়াদ হবে এক বছর। তবে ‘মাল্টি-রাইড’-এর স্মার্ট কার্ডগুলি এই আওতায় পড়বে না। পাশাপাশি মেট্রো জানায়, যাঁরা ১৮ অগস্টের আগে স্মার্ট কার্ড কিনেছেন, তাঁরা এখন রিচার্জ করলেই কার্ডের মেয়াদ এক বছর হয়ে যাবে। কর্তৃপক্ষের দাবি, পুজোয় যাঁরা মেট্রোয় চড়বেন, তাঁদের লাইনে দাঁড়াতে হবে না। আগে থেকেই কার্ড কিনে রাখতে পারবেন। এর ফলে স্মার্ট কার্ডের বিক্রি বাড়বে বলেও মেট্রোর আশা।

আদালতের আদেশ সত্ত্বেও স্ত্রীকে খোরপোষের টাকা দিতে না-পারায় জেল হাজতে যেতে হল স্বামীকে। আলিপুর আদালত স্বামীকে ১৪ দিন জেল হাজতের নির্দেশ দিয়েছে। তিলজলার বাসিন্দা কালী নস্করের আইনজীবী রতন পাঠক জানান, কালীদেবীর স্বামী স্বপনবাবু রিয়েল এস্টেটের ব্যবসায় যুক্ত। ২০০৬-এর ৯ ডিসেম্বরের পর থেকে স্ত্রী কালী নস্কর তাঁর মেয়েকে নিয়ে বাপের বাড়িতে থাকতে বাধ্য হন। মেয়েটি এখন তৃতীয় শ্রেণিতে পড়ে। ২০০৯-এর ২৭ এপ্রিল কালীদেবী খোরপোষ চেয়ে মামলা করেন। আদালত মাসিক মোট ৬ হাজার টাকা খোরপোষ দিতে নির্দেশ দেয় স্বপনবাবুকে। তার পরেও স্বপনবাবু খোরপোষ দেননি।

ঠাকুরপুকুরের নস্করপাড়ায় বাড়ির সামনে থেকে বছর দশেকের একটি বালক রবিবার সকালে নিখোঁজ হয়ে গিয়েছে। বহু খোঁজাখুঁজি সত্ত্বেও রাত পর্যন্ত তার সন্ধান মেলেনি। পুলিশ জানায়, নিখোঁজ বালকটির নাম শম্ভু নস্কর। তার বাবা অশোক নস্কর পেশায় রিকশাচালক। তিনি পুলিশকে জানিয়েছেন, এ দিন সকালে বাড়ির কাছেই খেলছিল শম্ভু। কিন্তু তার পর থেকে আর তার খোঁজ মেলেনি। সারা দিন পাড়ায়, আত্মীয়স্বজনের বাড়ি এবং অন্যান্য সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজি চলে। কোথাও শম্ভুর হদিস না-পেয়ে অশোকবাবু শেষ পর্যন্ত ঠাকুরপুকুর থানায় অভিযোগ করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে বালকটির সন্ধানে নেমেছে পুলিশ।

কর্তব্যে অবহেলার দায়ে তিন কর্মীকে শো-কজ করলেন সিটিসি কর্তৃপক্ষ। কাজ না করার দায়ে সাম্প্রতিক কালে ওই সংস্থায় কোনও কর্মীর বিরুদ্ধে এ রকম ব্যবস্থা নেওয়া নজিরবিহীন। সংস্থা সূত্রে খবর, রাজাবাজার ডিপো থেকে ছাড়া টি-১ রুটের একটি বাস পরিষ্কার না-করেই রাস্তায় বার হচ্ছিল। সিটিসি-র চেয়ারম্যান শান্তিলাল জৈন রবিবার এ কথা জানিয়ে বলেন, “সদুত্তর না পেলে ওঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.