আত্রেয়ী নদীতে ডুবে মৃত্যু হল মা, মেয়ে ও ভাগ্নির। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে বালুরঘাটের পতিরাম এলাকায়। এলাকার একটি নদী ঘাটের কাছে ওই ৩ জনের দেহ ভাসতে দেখে বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ জানায়, মৃতেরা হল রাধা সিংহ (৩৬), তাঁর মেয়ে রিঙ্কি সিংহ (১২) এবং ভাগ্নি দীপালি সিংহ (৮)। পতিরামের বর্ষাপাড়া এলাকার বাসিন্দা তাঁরা। বৃহস্পতিবার বিকেলে ওই নদী ঘাটে গিয়ে তাঁরা নিখোঁজ হয়। এ দিন সকালে দেহ তিনটি ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানান। পেশায় পরিচারিকা রাধা দেবীর মেয়েও মালদহে একটি বাড়িতে পরিচারিকার কাজ করে। দীপালির বাবা বিমলবাবু বলেন, “বিকেলে রাধা নদীর পাড়ে কাপড় কাঁচতে গিয়েছিল। ওর সঙ্গে রিঙ্কি এবং দীপালিও গিয়েছিল। সন্ধ্যার পরেও ওরা বাড়ি না-ফেরায় খোঁজাখুজি করি। কোনও হদিস পাইনি।” প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, মেয়ে এবং ভাগ্নি নদীতে ডুবে গেলে বাঁচানোর চেষ্টা করেন রাধা দেবী। কিন্তু শেষ রক্ষা হয়নি। জলে ডুবে তিন জনেরই মৃত্যু হয়।
|
মালদহের হরিশ্চন্দ্রপুরের ট্যাংটাঘাট প্রাথমিক স্কুলে তালা ঝুলছেই। শুক্রবারও তালা না খোলায় শিক্ষক সহ পড়ুয়াদের ফিরে যেতে হয়। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা বেনিয়মের অভিযোগ তুলে বুধবার স্কুলে তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ অভিভাবকরা। এ দিকে তিন ধরে ওই স্কুলে পঠনপাঠন ব্যাহত হওয়ায় নড়েচড়ে বসেছে গ্রাম শিক্ষা কমিটি। এ ব্যপারে সব খতিয়ে দেখে বিডিওকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসনও। মালদহের অতিরিক্ত জেলাশাসক তরুণ সিংহরায় বলেন, “বিডিওকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।” স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্কুলে দেড় মাস ধরে সমস্ত ছাত্রী, তফশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের ছাত্রদের পোশাক কেনার জন্য সর্বশিক্ষা মিশনের টাকা পড়ে থাকলেও বিলি করা হয়নি। মিডডেমিলের রান্নাও নিয়মিত হয় না। ভালুকা পঞ্চায়েতের সদস্য গ্রাম শিক্ষা কমিটির সভাপতি জরিনা বিবি এ দিন বলেন, “অবস্থা স্বাভাবিক করার জন্য অভিভাবকদের সঙ্গেএই বিষয়ে কথা বলা হচ্ছে।”
|
স্কুল ছাত্রী দুই বোন পুলিশের সাব ইন্সপেক্টরের গাড়ির ধাক্কায় জখম হওয়ায় উত্তেজনা ছড়াল মাথাভাঙায়। শুক্রবার বিকেলে বেলতলা মোড় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই দুই ছাত্রী সাইকেলে বাড়ি ফেরার পথে উল্টো দিক থেকে আসা সাব ইন্সপেক্টরের গাড়িটি ধাক্কা মারে বলে অভিযোগ। জখম হন মেখলিগঞ্জ থানার সাব ইন্সপেক্টর তপন দাসও। প্রথমে তিনজনকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হলেও পরে দুই ছাত্রীকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাসিন্দাদের অভিযোগ, গাড়ি জোরে চালানো হচ্ছিল। তার জেরে দুর্ঘটনা ঘটে। গাড়িতে বেশ কিছু বোতলও পাওয়া গিয়েছে। বিকেল ৪টে থেকে দেড় ঘণ্টা বাসিন্দারা রাস্তা অবরোধ করে রাখেন। খবর পেয়ে মাথাভাঙার মহকুমা পুলিশ আধিকারিক সীতারাম সিংহ পরিস্থিতি সামাল দেন। মহকুমা পুলিস আধিকারিক বলেন, “ওই সাব ইন্সপেক্টর গাড়ি নিয়ে তুফানগঞ্জে সাক্ষী দিয়ে ফিরছিলেন। দুর্ঘটনায় তিনি জখম হন। গাড়ি থেকে উদ্ধার বোতলের ছবি তুলে রাখা হয়েছে।”
|
চার বছরের বন্দি দশা থেকে মুক্তি পেল ১৫ বছরের নীলকান্ত রায়, ১৬ বছরের রুবেল ওরাঁয়ের মতো ১২ কিশোর ও তরুণ। বাংলাদেশি ওই কিশোর ও তরুণদের শুক্রবার দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত হয়ে পরিবারের লোকেদের হাতে তুলে দিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা স্পার। দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর আধিকারিক, কারা বিভাগ এবং মহকুমা প্রশাসনের উদ্যোগে এদিন তাদের ফিরিয়ে দেওয়া হয়। কাজের খোঁজে অবৈধ ভাবে এদেশে ঢুকে ধরা পড়েছিল ওই ১২ জন। সাজার মেয়াদ শেষ হওয়ার পরেও গত এক বছর ধরে তাঁরা জেলে আটক ছিল। ওই স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা হয়। স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য সুরজ দাস বলেন, “স্বাধীনতা দিবসের আগে ওদের ফেরাতে পেরে ভাল লাগছে।”
|
জলপাইগুড়ি সঙ্গে হলদিবাড়ি ব্লককে সংযোজনের দাবি তুলে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন পুরসভার চেয়ারম্যান গৌরাঙ্গ নাগ। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন তিনি। তিনি বলেন, “প্রশাসনিক কারণে সরকার ৪ জেলা বিভাজনের সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে আছে জলপাইগুড়ি জেলা। হলদিবাড়ি ব্লককে যাতে জলপাইগুড়ির সঙ্গে যুক্ত করা হয়, সে ব্যপারে আবেদন করেছি।” তিনি জানান, হলদিবাড়ি থেকে মহকুমা শহর মেখলিগঞ্জ ৭০ কিমি। জেলা শহর কোচবিহারের ১৫০ কিমি। এতে অসুবিধেয় পড়তে হয়। তুলনায় জলপাইগুড়ি ২৫ কিমি দূরে হওয়ায় সেখানে কাজকর্মে সুবিধে হবে বলে তিনি দাবি করেন।
|
সিটু অফিস দখলের অভিযোগ উঠল তৃণমূলের শ্রমিক সংগঠনের বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটে কালিয়াগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায়। দু’পক্ষই অভিযোগ করে।
|
ট্রেনে চাকায় কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে পঞ্জাবিপাড়া এবং কিসানগঞ্জ স্টেশনের মাঝে ঘটনাটি ঘটে। মৃতের বয়স বছর তিরিশেক। |