টুকরো খবর
|
যৌনকর্মীদের বাসা ফিরিয়ে দিল হাইকোর্ট |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
একটি খুনের মামলায় রানাঘাটের মহকুমা বিচারকের নির্দেশে শান্তিপুরের চিত্তরঞ্জন দাস রোডের সব যৌনকর্মীকে বাড়িছাড়া হতে হয়েছিল। কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্যামল চক্রবর্তী শুক্রবার নিম্ন আদালতের সেই রায় খারিজ করে দেন। তিনি জানিয়ে দেন, খুনের মামলার বিচারে নিম্ন আদালতের বিচারক স্বতঃপ্রণোদিত হয়ে এক্তিয়ারের বাইরে গিয়েছেন। যৌনকর্মীরা যেখানে ছিলেন, সেখানেই থাকতে পারবেন। রানাঘাটের মহকুমা বিচারকের নির্দেশে পুলিশই ওই যৌনকর্মীদের বাড়িছাড়া করেছিল। যৌনকর্মীরা আস্তানা হারানোয় তাঁদের ছেলেমেয়েদের স্কুল যাওয়া বন্ধ হয়ে যায়। তাদের তরফে হাইকোর্টে মামলা করা হয়। বলা হয়, খুনের মামলার জন্য যৌনকর্মীদের বাড়ি থেকে উচ্ছেদ করা যায় না। সকলের শিক্ষার অধিকার আইনের পরে যৌনকর্মীদের সন্তানদের পড়াশোনা বন্ধ করে দেওয়া যায় না। আবেদনকারীদের আইনজীবী অরুণাভ ঘোষ বলেন, কোনও মহিলা স্বেচ্ছায় যৌনকর্মী হলে ‘ইম্মরাল ট্রাফিক অ্যাক্ট’-এ তাঁদের ধরা যায় না বা উচ্ছেদ করা যায় না। এ দিনের রায়ের পরে তিনি বলেন, যৌনকর্মীরা নিজেরা অবর্ণনীয় কষ্ট সহ্য করেও সন্তানদের লেখাপড়া শেখাতে চান।
|
১৯ দফা দাবি বন্দিদের চিঠি |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
মানবাধিকার কর্মী তাপস চক্রবর্তীর মাধ্যমে বন্দিমুক্তি রিভিউ কমিটির কাছে ১৯ দফা দাবিতে চিঠি পাঠালেন কৃষ্ণনগর সংশোধনাগারের রাজনৈতিক বন্দিরা। তাঁদের পক্ষে চিঠিটি লিখেছেন মাওবাদী নেতা চণ্ডী সরকার। ইউএপিএ বাতিলের পাশাপাশি সিপিআই (মাওবাদী)’র উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি করা হয়েছে। মাওবাদী সংগঠনকে প্রকাশ্য কার্যকলাপের সুযোগ দেওয়ার এবং জঙ্গলমহল থেকে যৌথবাহিনী প্রত্যাহারেরও দাবি জানানো হয়েছে। সমস্ত রাজনৈতিক বন্দির অবিলম্বে নিঃশর্ত মুক্তি চাওয়া হয়েছে। এ ছাড়া ২০১০-এর ৯ অগস্ট লালগড়ের জনসভায় মাওবাদী নেতা আজাদকে ভুয়ো সংঘর্ষে হত্যা করা হয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং অভিযোগ করেছিলেন মনে করিয়ে দিয়ে আজাদ-মৃত্যুর বিচারবিভাগীয় তদন্তের দাবিও জানিয়েছেন বন্দিরা। এ ছাড়া উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য জঙ্গলমহলে ‘স্বশাসিত পর্ষদ গঠন’-এর কথাও তোলা হয়েছে। মুখ্যমন্ত্রী আদিবাসী যুবকদের নিয়ে ‘সালওয়া জুড়ুম’ ধাঁচে যে বাহিনী গঠনের কথা বলেছেন বা থানা থেকে গরিবদের চাল বিলির প্রস্তাব দিয়েছেন তা বাতিলের দাবি জানানো হয়েছে। এ ছাড়া বন্দিমুক্তি কমিটি ৭৮ জনের নাম মুক্তির জন্য সুপারিশ করার পরেও কোন যুক্তিতে ২৬ জনের নাম বাদ দেওয়া হয়েছে, সে নিয়েও সরকারের জবাব চাওয়া হয়েছে চণ্ডীবাবুদের চিঠিতে।
|
স্থায়ীকরণের দাবি |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
|
কৃষ্ণনগরে পার্শ্বশিক্ষকদের বিক্ষোভ। নিজস্ব চিত্র। |
স্থায়ীকরণের দাবিতে শুক্রবার কৃষ্ণনগরে সর্বশিক্ষা মিশনের দফতরের সামনে বিক্ষোভ দেখালেন কয়েকশো পার্শ্ব শিক্ষক। এ দিন তাঁরা সহকারী প্রকল্প আধিকারিকের কাছে স্মারকলিপিও জমা দিয়েছেন তাঁরা। পশ্চিমবঙ্গ পার্শ্বশিক্ষক সমিতির কার্যকরী সম্পাদক বিকাশ বিশ্বাস বলেন, “অন্য জেলায় পার্শ্বশিক্ষকদের স্থায়ীকরণের কাজ শুরু হলেও আমাদের জেলায় এ ব্যাপারে কোনও উদ্যোগই নেওয়া হয়নি।” সহকারী প্রকল্প আধিকারিক রমেশচন্দ্র মণ্ডল বলেন, “এই বিষয়ে ১৮ অগস্ট নিয়োগ কমিটির বৈঠক আছে। সেই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পার্শ্বশিক্ষকদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
|
গ্রামে ঢুকল জল |
নিজস্ব সংবাদদাতা • কালীগঞ্জ |
ভাগীরথীর বাঁধ ভেঙে যাওয়ায় কালীগঞ্জের জলমগ্ন কয়েকটি গ্রাম। ভাগীরথীর মাটির বাঁধে বৃহস্পতিবারই ফাঁটল দেখা গিয়েছিল। সেখান দিয়েই জল বের হচ্ছিল। স্থানীয় রাজারামপুর ঘোড়াইক্ষেত্র পঞ্চায়েত মাটি দিয়ে সেই ফাঁটল মেরামতির চেষ্টা করেছিল। কাজ হয়নি। বৃহস্পতিবার থেকে ওই পঞ্চায়েতের চর-চাকুন্দি, চর চোয়াডাঙা, দয়ারামপুর, চর বিষ্ণুপুরের কয়েকশো পরিবার জলবন্দি। রাজারামপুর ঘোড়াইক্ষেত্র পঞ্চায়েতের তৃণমূলের প্রধান সুব্রত মুখোপাধ্যায় বলেন, “রিং বাঁধ ভেঙে যাওয়ায় এলাকার দেড়শোর বেশি পরিবার জলবন্দি।” কালীগঞ্জের বিডিও রশ্মি দাস বলেন, “এলাকা ঘুরে দেখেছি। প্রশাসন সহযোগিতা করবে।”
|
ভাঙচুর, গ্রেফতার ২ |
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
বেলডাঙা এসআরএফ কলেজে ছাত্র পরিষদ এবং এসএফআইয়ের ছাত্রদের সংঘর্ষের ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। কলেজ কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে কলেজেরই বিএ প্রথম বর্ষের ছাত্র রাকেশ শেখ এবং তৃতীয় বর্ষের ছাত্র হাসিবুর রহমানকে বেলডাঙায় বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। বেলডাঙার ওসি বিশ্ববন্ধু চট্টরাজ বলেন, “কলেজের সম্পত্তি নষ্ট করা এবং শিক্ষকদের উপর হামলার অভিযোগে ওই দুই ছাত্রকে গ্রেফতার করা হয়েছে।”
|
অস্বাভাবিক মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক তাঁত শ্রমিকের। মৃত অশোক দাসের (৩২) বাড়ি শান্তিপুর পুরসভায়। শুক্রবার বেলা ১২টা নাগাদ ঘরের ভিতর তাঁর দেহ ঝুলতে দেখেন বাড়ির লোক। পরে পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, মানসিক অবসাদের জেরে গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই যুবক।
|
যুবকের মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • খড়গ্রাম |
কান্দির খড়গ্রামের ঝিল্লি গ্রামে অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক যুবকের। নাম বাঘ লেট (৩৯)। পেশায় দিনমজুর ওই যুবকের দুই ছেলেমেয়ে আছে। শুক্রবার সকালে পুলিশ তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে।
|
দেহ উদ্ধার |
নিজের বাড়ির বারান্দা থেকে উদ্ধার হয়েছে হারিসা বেওয়া (৬০) নামে এক বৃদ্ধার মৃতদেহ। ঘটনাটি রঘুনাথগঞ্জের তেঘরি গ্রামের। পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোরে বাড়ির কাজ করতে গিয়ে বারান্দায় হারিসার দেহ ঝুলতে দেখেন পরিবারের লোক। প্রাথমিক তদন্তে অনুমান, পারিবারিক অশান্তির জেরে গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই মহিলা। |
|