|
|
|
|
|
নড়বড়ে রক্ষণ সামলাতে
স্টোরির ভরসায় ব্যারেটো
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
|
প্রস্তুতি ম্যাচ খেলার জন্য ‘শক্তিশালী’ সবুজ-মেরুন দল খুঁজে বেড়ানো স্টিভ ডার্বি ভাইচুংদের সিকিম ইউনাইটেডদের সামনে পেতে পারেন। ২৫ ও ২৭ অগস্ট। তবে জাতীয় দলের হয়ে ইংল্যান্ড যাওয়ার জন্য ভাইচুং, রেনেডি তখন হয়তো থাকছেন না।
মোহনবাগান কোচ চাইছেন ১৭ সেপ্টেম্বর যুবভারতীতে ফেডারেশন কাপ খেলতে নামার আগে অন্তত পাঁচটি অনুশীলন ম্যাচ খেলতে। আজ শনিবার একই মাঠের অংশীদার সি এফ সি-র সঙ্গে মরসুমের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবেন ডার্বির ছাত্ররা। কিন্তু ওই ম্যাচে দলের চার জন সিনিয়র ফুটবলার ওকোলি ওডাফা, হোসে ব্যারেটো, সংগ্রাম মুখোপাধ্যায় এবং শিল্টন পালকে বিশ্রাম দিচ্ছেন। “ইস্টবেঙ্গল আমাদের সঙ্গে ম্যাচ খেলবে না। আমি বেশ কয়েকটি বিদেশি টিমের সঙ্গে যোগাযোগ করেছিলাম। কিন্তু প্রচুর টাকা লাগবে ওদের আনতে। সেটা সম্ভব নয়। আমার ইচ্ছে ছিল ফেড কাপ শুরুর আগে ধাপে ধাপে শক্তিশালী কয়েকটি দলের বিরুদ্ধে খেলা। কিন্তু তা হচ্ছে না। যাদের পাওয়া যাবে তাদের সঙ্গেই খেলতে হবে,” অনুশীলনের পর বলছিলেন ডার্বি।
কোন ফুটবলারের ক্ষমতা কতটা এবং ফর্মেশন তৈরির জন্যই প্রস্তুতি ম্যাচের উপর জোর দিচ্ছেন ওডাফা-ব্যারেটোদের নতুন কোচ। আপাতত ঠিক করেছেন, তিরিশ মিনিট করে তিনটে ভাগে কাল সবাইকে খেলাবেন। ক্লাবের ভিতর বিখ্যাত গোল টেবিলের উপর রাখা বোর্ডে তিনটি টিমে কারা খেলবেন এবং কী ফর্মেশনে তা-ও ঠিক করে লিখে দিয়েছেন শুক্রবার সকালে। দেখা গেল মূলত দু’টো ফর্মেশন সেখানে। ৩-৪-২-১ এবং ৪-২-৩-১।
প্রথম একাদশে রক্ষণে স্টপারে সাইমন স্টোরির সঙ্গে আনোয়ার আর রাকেশ। মাঝমাঠে সুরকুমার, প্রদীপ, মুরলি আর স্নেহাশিস। সামনে অসীম এবং লিমা। একমাত্র স্ট্রাইকারে জাগতার সিংহ। সাংবাদিকদের সামনে এসে বললেন, “ওডাফা-ব্যারেটোকে যখন বিশ্রাম দিচ্ছি তখন জাগতারকে স্ট্রাইকারে নব্বই মিনিট খেলাব। প্রদীপের জ্বর। কাল দেখব। না হলে ওর জায়গায় অন্য কেউ খেলবে। সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে দেখব।”
কথা শুনলেই বোঝা যায়, দিন পনেরো অনুশীলনের পরও তিনি দলের সব ফুটবলারের নাম এবং পজিশন সম্পর্কে সড়গড় হতে পারেননি। তাঁর দলের এক নম্বর (!) লেফট ব্যাক মোহনরাজ আবার ক্লাবকে না জানিয়ে হাঁটুর অস্ত্রোপচার করিয়ে ফেলেছেন। দু’মাস বিশ্রামে থাকতে হবে তাঁকে। অর্থাৎ ফেড কাপে তিনি নেই। মোহনরাজকে শো-কজ করা হয়েছিল। সম্ভবত দু’মাসের মাইনে কাটা যাবে তাঁর। কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে, চোট থাকা সত্ত্বেও কেন মোহনরাজকে দলে নেওয়া হল?
ফেড কাপে মোহনরাজ নেই। মোহনবাগানের যে টিম হয়েছে তাতে রক্ষণ নিয়ে সংশয় রয়েই যাচ্ছে। হোসে ব্যারেটো অবশ্য বলছেন, “স্টোরি এসে গেছে। ও যদি দাঁড়িয়ে যায় তা হলে রক্ষণে ভারসাম্য এসে যাবে।” নিজেকে এই বয়সেও ঝকঝকে করে রাখতে প্রাক-মরসুম অনুশীলনে চমকে দিচ্ছেন ব্যারেটো। ওডাফা কেন, দলের কোনও জুনিয়রও যা কখনও ভাবেন না সেটাই করছেন তিনি। সপ্তাহে তিন দিন দু’বেলা অনুশীলন করছেন। সকালে কোচের কাছে, বিকেলে একা। এ দিন তাঁকে দেখা গেল জিমে। কঠোর পরিশ্রমের মধ্যে নিজেকে রাখলেও কোথায় খেলবেন তা নিয়ে তিনি এখনও অন্ধকারে। |
|
|
|
|
|