|
|
|
|
কলকাতা হয়ে ওয়েস্ট ইন্ডিজে মেহতাব-নবিরা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা ও নয়াদিল্লি |
যাবতীয় জল্পনা-কল্পনাকে উড়িয়ে দিয়ে ওয়েস্ট-ইন্ডিজ যাচ্ছেন ভারতীয় ফুটবলাররা। তাঁদের যেতে হচ্ছে ঘুরপথে। দিল্লি থেকে কলকাতা এসে, আবার দুবাই হয়ে। লন্ডনের রাস্তায় বেরোবেন না বলেই এই ভোগান্তি।
লন্ডন দিয়ে অবশ্য যেতেই হচ্ছে। তবে নবি-মেহতাবদের লন্ডনের রাস্তায় বেরোতে হচ্ছে না। দিল্লি থেকে লন্ডন গেলে নামতে হত হিথরো বিমানবন্দরে। তার পরে বাসে যেতে হত গ্যাটউইক বিমানবন্দরে। এ বার দুবাই থেকে গিয়ে ফুটবলাররা নামছেন সরাসরি গ্যাটউইক। বিমানবন্দর থেকে বেরোতে হবে না। এ জন্যই এত কাণ্ড। কলকাতা এসে আবার উড়ে যাওয়া। দুপুর থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত কলকাতা বিমানবন্দরেই থাকার কথা আর্মান্দো কোলাসোদের। গ্যাটউইক বিমানবন্দর থেকে ব্রিজটাউনে গিয়ে নামবেন। তার পর সেখান থেকে চার্টাড-ফ্লাইট ধরে নামবেন সেন্ট কিটসে।
ভারতীয় দলের বার্বেডোজের বিরুদ্ধে প্রথম ম্যাচ ১৭ অগস্ট। ত্রিনিদাদ-টোবাগোর বিরুদ্ধে ২১ অগস্ট, গায়নার বিরুদ্ধে ২৪ অগস্ট। কোচ আর্মান্দো কোলাসো ফেডারেশন কর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এত দৌড়ঝাঁপ করে সফর যে হচ্ছে, এটাই ভাল ব্যাপার।” সুনীল ছেত্রী বলছিলেন, “সব সময় ফিফা ক্রমপর্যায়ে উপরে থাকা দলের সঙ্গে খেলার সুযোগ পাওয়া যায় না। এই সুযোগটা কাজে লাগাতে পুরো দল তাকিয়ে রয়েছে।” বৃষ্টির জন্য দিল্লিতে ভাল প্র্যাক্টিস হল না। দল কাটাল জিম ও সুইমিং পুলে। আর্মান্দো বলছিলেন, “আমি কখনও জাতীয় দলের ফুটবলারদের এত ভাল খেলতে দেখিনি। দলের অনেক প্রতিভা রয়েছে। দরকার শক্তিশালী দলের বিরুদ্ধে খেলে তৈরি হওয়া।” |
|
|
|
|
|