|
|
|
|
আজ প্রিমিয়ার লিগের প্রথম দিনেই নামছে আর্সেনাল ও লিভারপুল |
ওয়েঙ্গারকে আরও ধাক্কা দিয়ে ফাব্রেগাস বার্সাতেই |
নিজস্ব প্রতিবেদন |
প্রিমিয়ার লিগে খেলতে নামার আগে বড় দুঃসংবাদটি পেলেন আর্সেনাল ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার এবং দলের লক্ষ লক্ষ অনুরাগী।
তাদের আট বছরের পুরনো মুখ, বর্তমান অধিনায়ক শনিবার বার্সেলোনার হয়ে আত্মপ্রকাশ করছেন। রবিবারই রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে খেলতে পারেন সুপার কাপে।
প্রিমিয়ার লিগ শুরুর আগে বিশেষজ্ঞরা আর্সেনালকে একেবারে পাত্তা দিচ্ছেন না। অধিকাংশেরই ধারণা, দুই ম্যাঞ্চেস্টার এবং চেলসিই লিগ জেতার ক্ষেত্রে ফেভারিট। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হ্যাটট্রিক থামাতে সিটি ও চেলসিই পারে বলে মনে করছেন তাঁরা। ফাব্রেগাস দল ছাড়ায় আর্সেনালের অবস্থা খুব খারাপ হবে বলে বিশেষজ্ঞরা বলে দিচ্ছেন। |
|
বিশ্বকাপের পরের সেই ছবি এত দিনে বাস্তব। |
ফাব্রেগাস শেষ মুহূর্তে মত বদলাতে পারেন বলে আশায় ছিলেন আর্সেনালের সমর্থক ও কর্তারা। কিন্তু সব আশায় জল ঢেলে দিলেন ফাব্রেগাস। এবং আবার বড় প্রশ্ন চিহ্নটি তুলে দিলেন। ভাল খেলেও বছরের পরে বছর ট্রফি হীন থেকে লাভ কী? ফাব্রেগাস আর্সেনাল ছাড়তে এত মরিয়া ছিলেন যে নিজের পকেট থেকে বিশাল অর্থ দিয়েছেন। তিনিও ট্রফি না জিততে পেরে হতাশ হয়ে পড়েছিলেন।
শনিবার প্রিমিয়ার লিগের প্রথম দিনে সবচেয়ে বড় আকর্ষণ আর্সেনাল বনাম নিউ ক্যাসল ইউনাইটেড এবং লিভারপুল বনাম স্যান্ডারল্যান্ড। যে দুটি দলের সঙ্গে ভারতীয় শিল্পপতিরা জড়িয়ে রয়েছেন, তারাও নামছে শনিবার। ভেঙ্কিস সংস্থার ব্ল্যাকবার্ন রোভার্স সিদ্ধান্ত নিয়েছে, তারা এ বার ফুটবলারদের জার্সিতে কোনও শিল্প সংস্থার লোগো লাগাবে না। ব্যবহার করবে প্রিন্স চার্লসের প্রতিষ্ঠিত চ্যারিটেবল সংস্থার লোগো। ব্ল্যাকবার্নের প্রতিপক্ষ আজ উলভারহ্যাম্পটন। আর লক্ষ্মী মিত্তলদের কুইন্স পার্ক রেঞ্জার্স খেলবে বোল্টনের সঙ্গে।
ফাব্রেগাসের পাশাপাশি আর্সেনালের সেরা প্রতিশ্রুতিমান তারকা সমীর নাসরিও দল ছাড়তে চলেছেন। প্রথম ম্যাচে ওয়েঙ্গারের মিডফিল্ড খুব খারাপ। জ্যাক উইলশের, আবু দিয়াবি, থিও ওয়ালকটের চোট সারেনি। ডেনিলসন লোনে চলে গিয়েছেন তাঁর পুরনো ক্লাব সাও পাওলোতে খেলতে। এই অবস্থায় রবিন ভান পার্সি ভরসা।
লিভারপুলের ম্যানেজার কিংবদন্তি ফুটবলার কেনি ড্যাগ্লিশ তাঁর সেরা তারকা স্টিভন জেরারের চোট নিয়ে বিব্রত। কিন্তু এ বার তিনি অনেক ফুটবলারকে সই করিয়েছেন। নিউ ক্যাসলের হোসে এনরিকে সই করলেন এ দিনই। রোমার ব্রাজিলিয়ান কিপার দোনি লিভারপুলের বড় ভরসা। অ্যাস্টনভিলার ডাউনিং, স্যান্ডারল্যান্ডের হেন্ডারসন, ব্ল্যাকপুলের অ্যাডামস সই করেছেন। কারা চমকে দেন, সেটাই দেখার। লিভারপুলের বিপক্ষ স্যান্ডারল্যান্ড এ বার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের দুই পুরনো মুখ জন ওশিয়া এবং ব্রাউন। তবে ওশিয়া চোটের জন্য খেলতে পারবেন না।
এ বারের লিগের অন্য তিন দাবিদার ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, চেলসি ও ম্যাঞ্চেস্টার সিটির মধ্যে প্রথম দুটি দল খেলবে রবিবার। দুটো দলেরই খেলা বিপক্ষের মাঠে। ম্যান ইউনাইটেডের প্রতিপক্ষ ওয়েস্ট ব্রম। চেলসির প্রতিপক্ষ স্টোকস। রবিবার এই দুটিই খেলা। সাম্প্রতিক কালে সবচেয়ে সাড়া জাগানো দল ম্যাঞ্চেস্টার সিটি সোয়ানসির সঙ্গে খেলবে ঘরের মাঠে। সিটি কোচ মানচিনি এ দিন যা ইঙ্গিত দিলেন, তাতে কার্লোস তেভেজ বহু নাটকের পরেও থেকে যেতে পারেন দলে। সে ক্ষেত্রে তেভেজ-আগুয়েরো জুটি কিন্তু প্রিমিয়ার লিগের সবচেয়ে ভয়ঙ্কর ফরোয়ার্ড জুটি হয়ে দাঁড়াবে।
দেখার ব্যাপার, ই পি এল এ বার ম্যাঞ্চেস্টার-ময় হয়ে দাঁড়ায় কি না। |
|
|
|
|
|