|
|
|
|
আফজলের ফাঁসি নিয়ে চাপে চিদম্বরম, হুমকি হুরিয়তের |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
এক দিকে কাশ্মীরে নতুন করে অশান্তি ছড়ানোর আশঙ্কা, অন্য দিকে দলের মধ্যে সমালোচনা। যৌথ চাপের মুখে সংসদ হামলার প্রধান আসামি আফজল গুরুর ফাঁসির বিষয়টি নিয়ে পরিস্থিতি লঘু করতে নামলেন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম।
দু’দিন আগেই সরকার সংসদে জানিয়েছে, আফজল গুরুর প্রাণদণ্ড মার্জনার আবেদনের বিষয়ে তাদের মতামত রাষ্ট্রপতি প্রতিভা পাটিলের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, আবেদন খারিজের সুপারিশই সরকার করেছে। কিন্তু তার পর কংগ্রেসের মধ্যেই প্রশ্ন উঠেছে, বিষয়টি ঘোষণার এটাই কি ঠিক সময়? রমজান মাস চলছে। এই সময় এই ঘোষণায় উপত্যকায় অশান্তি ছড়াতে পারে। বস্তুত এর পরেই মীরওয়াইজ উমর ফারুক, সৈয়দ আলি শাহ গিলানির মতো হুরিয়ত নেতারা আজ হুমকি দিয়ে বলেছেন, আফজল গুরুর ফাঁসি হলে উপত্যকায় আগুন জ্বলে যাবে। সেনা দিয়েও তা ঠেকানো যাবে না।
এ ব্যাপারে প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম আজ বলেন, “এটা ঠিকই যে প্রাণদণ্ড মার্জনার আবেদন বিবেচনা করে স্বরাষ্ট্র মন্ত্রক সেটি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে। কিন্তু এটা সাংবিধানিক প্রক্রিয়া। স্বরাষ্ট্র মন্ত্রক এই কাজ করতে বাধ্য। অবশ্যই মনে রাখতে হবে, প্রাণদণ্ড মার্জনার আবেদন নিয়ে রাষ্ট্রপতি এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি।”
সরকারি সূত্রে বলা হচ্ছে, ‘চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি’ বলে চিদম্বরম রাজনৈতিক বার্তাই দিতে চেয়েছেন। দলের মধ্যে তো বটেই, উপত্যকার হুরিয়ত নেতাদের উদ্দেশেও এই বার্তা। সরকারের অন্য একটি সূত্রে এ কথাও বলা হচ্ছে, প্রাণদণ্ড মার্জনার আবেদন স্বরাষ্ট্র মন্ত্রক যে খারিজ করেছে তা ঘোষণা করতে চায়নি সরকার। কিন্তু সংসদে এ ব্যাপারে বিরোধী শিবির থেকে প্রশ্ন করা হয়। সরকার সে ক্ষেত্রে প্রকৃত পরিস্থিতি জানাতে বাধ্য। |
|
|
|
|
|