|
|
|
|
নয়া প্রদর্শনী কক্ষ জাতীয় গ্রন্থাগারে, সায় মন্ত্রকের |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
জাতীয় গ্রন্থাগারের হেরিটেজ ভবনের একাংশকে প্রদর্শনী কক্ষ হিসাবে ব্যবহার করার জন্য কেন্দ্রের কাছে প্রস্তাব দিলেন গ্রন্থাগার কর্তৃপক্ষ। আজ বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী কুমারী শৈলজার সঙ্গে বৈঠক করেন জাতীয় গ্রন্থাগারের অধিকর্তা স্বপন চক্রবর্তী। বৈঠকে হেরিটেজ ভবন সংক্রান্ত কমিটির প্রস্তাবগুলি নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা হয়।
সংস্কৃতি মন্ত্রক সূত্রের খবর, হেরিটেজ ভবনের যে অংশের পুনর্গঠন শেষ হয়েছে, সেখানে একটি প্রদর্শনী কক্ষ গড়ে তোলার বিষয়ে ইতিবাচক সাড়া মিলেছে। স্বপনবাবু বলেন, “৮ সেপ্টেম্বর থেকে ‘ট্রেজারস অফ এনসিয়েন্ট চায়না’ শীর্ষক এক প্রদর্শনী ওই অংশে শুরু হওয়ার কথা। ভারত ও চিনের সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির আওতায় ইতিমধ্যেই দিল্লি, মুম্বই ও হায়দরাবাদে ওই প্রদর্শনী হয়ে গিয়েছে। এ বার কলকাতার পালা।”
জাতীয় গ্রন্থাগারের হেরিটেজ ভবন মেরামতি ও পুনর্গঠনের দায়িত্বে রয়েছে প্রত্নতত্ত্ব দফতর। বর্তমানে হেরিটেজ ভবনের প্রায় ১ লক্ষ ১৮ হাজার বর্গফুট আয়তনে মেরামতির কাজ চলছে। কাজ শেষ হওয়ার কথা ২০১২ সালের মধ্যে। আজ স্বপনবাবু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিজি গৌতম সেনগুপ্তের সঙ্গেও আলোচনায় বসেন। গৌতমবাবু বলেন, ‘‘আগামী মাসে যে অংশে প্রদর্শনী হবে, তার পুনর্গঠনে বেশি জোর দেওয়া হচ্ছে।” জাতীয় গ্রন্থগারের হেরিটেজ ভবন ‘ভাষা ভবন’ নামেই পরিচিত। সেখানে ভাষার ক্রমবিকাশের ইতিহাসকে আকর্ষণীয় ভাবে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে বিশেষ প্রকল্প নিতে চাইছেন কর্তৃপক্ষ। অনুভূতি প্রকাশের ধ্বনি নির্ভর মাধ্যম থেকে ভাষার বিকাশ কী ভাবে হল, সে কাহিনিকে প্রাণবন্ত করে তুলে ধরার চেষ্টা হবে। গোটা দেশে এমন প্রচেষ্টা এই প্রথম বলে জানান গ্রন্থাগার কর্তৃপক্ষ। |
|
|
|
|
|