কলেজ নির্মাণের জন্য মিলল জমি |
জমি সংক্রান্ত অবলাবস্থা কাটার এক মাসের মধ্যেই নলহাটিতে কারিগরি কলেজ নির্মাণের জন্য জায়গা মিলল। নলহাটি হরিপ্রসাদ হাইস্কুল কর্তৃপক্ষ পাঁচ একর এক শতক জায়গা শুক্রবার রেজিস্ট্রি করে দিল।
এত দিন স্কুলের খেলার মাঠ সংক্রান্ত জটিলতা থাকার জন্য আপত্তি ছিল স্কুল কর্তৃপক্ষের। ১৩ জুলাই স্কুল কর্তৃপক্ষ কারিগরি কলেজ স্থাপনের জন্য মাঠ সংলগ্ন ৬২ শতক জায়গা দিতে তাঁদের অসুবিধা নেই বলে ‘রেজোলিউশন’ কপি তুলে দিয়েছিলেন মহকুমাশাসকের হাতে। শুক্রবার রেজিস্ট্রেশনের সময়ে মহকুমাশাসক, নলহাটি ১ ব্লকের বিডিও, নলহাটি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি, শিক্ষা কর্মাধ্যক্ষ, কারিগরি কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের তত্বাবধায়ত, স্কুলের প্রধান শিক্ষক, স্কুল পরিচালন সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। ইতিমধ্যে ওই কলেজ স্থাপনের জন্য একাধিকবার নাগরিক কনভেনশন, পথসভা, স্কুলে ঘেরাও বিক্ষোভ করেছিল বুদ্ধিজীবী, শিক্ষানুরাগী ও ব্যবসায়ীদের নিয়ে গড়া নলহাটি উন্নয়ন মঞ্চ। এ দিন ওই মঞ্চের সদস্যরাও উপস্থিত ছিলেন।
স্কুল পরিচালন সমিতির সম্পাদক এফ বদিউজ্জামান বলেন, “তিন বছর ধরে জায়গা সংক্রান্ত যে জটিলতা ছিল সর্বসম্মতিক্রমে সেই জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। একটি ভাল কাজের জন্য জায়গা দেওয়া হয়েছে। আমরা চাইব যে উদ্দেশ্যে জায়গাটি দেওয়া হয়েছে, সেই উদ্দেশ্য যেন সফল হয়।” স্কুলের প্রধান শিক্ষক ওয়ালি মোল্লা বলেন, “স্কুলের জায়গা। তাই আমরা চাইব কলেজের নাম ‘নলহাটি হরিপ্রসাদ কারিগরি কলেজ’ রাখা হোক। স্কুলের নতুন ভবনের সংস্কার যাতে হয় এবং নতুন ছাত্রাবাস নির্মাণ হয় সেটা দেখলে ভাল হয়। এর সঙ্গে কলেজটি চালু হলে এলাকার ছাত্রছাত্রীদের ভর্তির জন্য বিশেষ ব্যবস্থা করলে ভাল হয়।” মহকুমাশাসক বিধান রায় বলেন, “জমি দানের জন্য প্রধান শিক্ষক ও স্কুল পরিচালন সমিতির সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাই। নলহাটির মানুষের দাবি পূরণ হওয়ার জন্য আমিও খুশি। আশা করা যায় খুব শীঘ্রই কলেজ নির্মাণের কাজ শুরু হবে।” |