দুবরাজপুরে বাস-ট্রাকের মুখোমুখি ধাক্কা, আহত ৪০ |
সরকারি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে জখম হলেন ৪০ জন। শুক্রবার সকাল সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে দুবরাজপুর থানা এলাকার তরুলিয়া মোড়ের কাছে, পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়কে।
আহত বাসযাত্রীদের মধ্যে বেশ কয়েক জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হলেও বাকি আহতদের মধ্যে অনেকেই সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। দুবরাজপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছেন এক জন। সদর হাসপাতালের সুপার মানবেন্দ্র ঘোষ বলেন, “৬ জন মহিলা-সহ মোট ২৮ জন এই হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের কয়েক জনের আঘাত গুরুতর হলেও এক জন বাসযাত্রীর অবস্থা আশঙ্কাজনক। প্রয়োজনে তাঁকে অন্যত্র রেফার করা হতে পারে।” |
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার সিউড়ি-কলকাতা রুটের একটি বাস এ দিন সকাল ৬টায় সিউড়ি ছেড়ে কলকাতা যাচ্ছিল। দুবরাজপুর পাওয়ার হাউস থেকে প্রায় ছ’কিলোমিটার দূরে তরুলিয়া মোড়ের কাছে উল্টো দিক থেকে আসা দশ চাকার একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। দু’টি গাড়িরই বাঁদিক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় বাসিন্দা শহিদ ফারুক, শেখ কুরবানরা আহতদের বের করে হাসপাতালে পাঠানোর কাজে পুলিশকে সাহায্য করেন। বাসের মূল দরজাটি দুর্ঘটনায় বেঁকে যাওয়ায় ‘ইমার্জেন্সি’ দরজা দিয়ে যাত্রীদের উদ্ধার করা হয়। বাস চালকের পিছনের সিটে বসে থাকা যাত্রী, আহত শ্যামাচরণ দাসের কথায়, “আমরা বাড়ি মহম্মদবাজারে। সিউড়িতে ভাড়া থাকি। কাজে কলকাতা যাচ্ছিলাম। তরুলিয়া ঝোকার আগেই একটা ট্রাক এসে পড়ল বাসের একেবারে সামনে। চালক নিয়ন্ত্রণ রাখতে পারলেন না। ধাক্কায় ছিটকে পড়লাম।”
সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রুমা মুখোপাধ্যায় তাঁর বছর ছয়েকের মেয়ে ও বাবা-মাকে নিয়ে কলকাতায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। রুমাদেবী কথা বলার মতো অবস্থায় নেই। তাঁর খুড়তুতো দাদা রমারঞ্জন চট্টোপাধ্যায় বলেন, “বোন কন্ডাক্টরের পিছনের সিটে বসেছিল। শনিবার ওর দুবাই যাওয়ার কথা ছিল। খুবই চোট পেয়েছে। কানের একটা অংশ ছিঁড়ে গিয়েছে। কয়েকটা দাঁতও ভেঙেছে।” ওই হাসপাতালেই চিকিৎসাধীন বাসটির কন্ডাক্টর বামাপদ চৌধুরী জানান, একটি গাড়িতে পাশ কাটিয়ে যেতে গিয়েই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এই দুর্ঘটনার জেরে রাজ্য সড়কে ঘণ্টা দেড়েক যান চলাচল বিঘ্নিত হয়। পরে ক্রেন দিয়ে বাস ও ট্রাকটিকে সরিয়ে নেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ জানায়, ট্রাকটি ভাগলপুর থেকে কলকাতা যাচ্ছিল। ট্রাকের খালাসিও মারাত্মক জখম অবস্থায় সিউড়ি হাসপাতালে ভর্তি। চালকের খোঁজ নেই। |