বৃষ্টি উপেক্ষা করেই রবীন্দ্র-স্মরণ
প্রবল বর্ষণ উপেক্ষা করেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭১তম প্রয়াণ দিবস স্মরণ হল পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে।
সোমবার সকালে মূল অনুষ্ঠানটি হয় জেলা পরিষদ প্রাঙ্গণে। স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে শোভাযাত্রা বেরোয় তমলুক শহরে। জেলা পরিষদ প্রাঙ্গণে রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের জলসম্পদ উন্নয়নমন্ত্রী সৌমেন মহাপাত্র। ছিলেন জেলা পরিষদের সভাধিপতি গান্ধী হাজরা, সহ-সভাধিপতি মামুদ হোসেন, জেলাশাসক অর্চনা, তমলুকের পুরপ্রধান দেবিকা মাইতি-সহ প্রশাসনিক আধিকারিকেরা। বিকেলবেলা তমলুক রাজ ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এ ছাড়াও জেলার বিভিন্ন প্রান্তে রবীন্দ্র-স্মরণে নানা অনুষ্ঠানের আয়োজন ছিল এ দিন। শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির উদ্যোগে অনুষ্ঠান হয় কৃষ্ণগঞ্জ কৃষি শিল্প বিদ্যালয় প্রাঙ্গণে। কোলাঘাট ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কবিগুরুর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন জাতীয় শিক্ষক নির্মল মাইতি। তমলুকে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ প্রাঙ্গণেও অনুষ্ঠানের আয়োজন ছিল। বহির্বিভাগে রবীন্দ্র স্মরণে অনুষ্ঠানের আয়োজন করেন তমলুক জেলা হাসপাতাল কর্তৃপক্ষও।
ছাতা মাথায় বাইশে শ্রাবণের প্রভাতফেরি। তমলুক শহরে পার্থপ্রতিম দাসের ছবি।
রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস স্মরণে নানা অনুষ্ঠানের আয়োজন ছিল এগরা, পটাশপুর, ভগবানপুরেও। সোমবার এগরা মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে এগরা ২ ব্লকের বালিঘাই যুব সঙ্ঘ পাঠাগারে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন এগরার মহকুমাশাসক রত্নেশ্বর রায়, মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক উৎপল পাল প্রমুখ। পটাশপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেস শিক্ষা সেল এলাকার মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের মানপত্র ও শিক্ষোপকরণ দিয়ে সংবর্ধনা জানায়। আশপাশের স্কুলের শিক্ষক-ছাত্রছাত্রীরা ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক জ্যোতির্ময় কর। ভগবানপুর ১ ব্লক যুব কল্যাণ দফতরের উদ্যোগে ও পঞ্চায়েত সমিতির পরিচালনায় কাজলাগড় এনএসবিসিএম হাইস্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা হয়। নানা অনুষ্ঠানের আয়োজন করেছিল ভগবানপুরের তেথিবাড়ি রবীন্দ্র পাঠচক্র ও বাজকুল মনীষীচর্চা পরিষদও।
কবিগুরুর প্রয়াণ দিবস উপলক্ষে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পষর্দের পক্ষ থেকে দিঘার অমরাবতী পার্কে অনুষ্ঠানের আয়োজন করা হয় সোমবার। সঙ্গীত, আবৃত্তি ছাড়াও আলোচনাসভার আয়োজন ছিল। উপস্থিত ছিলেন পষর্দের প্রশাসক সৌমেন পাল, হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী-সহ পর্ষদের আধিকারিকেরা। নানা অনুষ্ঠানের আয়োজন ছিল রামনগর ১ ব্লক অফিসেও। উপস্থিত ছিলেন ব্লক উন্নয়ন আধিকারিক রানা বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত দাস প্রমুখ। কাঁথির দিঘলপত্র অ্যাকাডেমিও রবি ঠাকুরের তিরোধান দিবস স্মরণে অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানে আলোচনাসভায় যোগ দেন অধ্যাপক অমলেন্দু বিকাশ জানা, দিলীপ দাস, শিবনাথ হাঁসদা, অঞ্জলি রায়, সুদশর্ন খাটুয়া প্রমুখ। রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন দীপক রক্ষিত।
দিনভর অনুষ্ঠানের আয়োজন করেছিল হলদিয়া মহকুমার মহিষাদলের রবীন্দ্র পাঠাগারও। রবীন্দ্রনাথ ও আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মরণে পাঠাগার পত্রিকার বিশেষ সংখ্যা প্রকাশিত হয়। ‘সকলের কথা’ পত্রিকার উদ্যোগে মহিষাদল রাজবাড়ির গোলাপবাগ মহলে জড়ো হয়েছিলেন এলাকার শিল্পী-সাহিত্যিকেরা। রবীন্দ্র স্মরণে অনুষ্ঠানের আয়োজন করেছিল হলদিয়া পুরসভা, সাংস্কৃতিক সংস্থা মুক্তধারা, ব্রাইট ফিউচার ক্লাব। এই উপলক্ষে দুঃস্থদের বস্ত্র বিতরণ করে হলদিয়া থানা। হলদিয়া টাউনশিপ তদন্তকেন্দ্রেও অনুষ্ঠানের আয়োজন ছিল।
Next Story


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.