টুকরো খবর

১৫ অগস্ট গরম হতে পারে বোর্ডের সভা
ভারতীয় দলের এক নম্বর টেস্ট নম্বর নিয়ে যখন টানাটানি চলছে, ইংল্যান্ডের মাটিতে মহেন্দ্র সিংহ ধোনির তখন সেপ্টেম্বরের বার্ষিক সাধারণ সভার আগে শেষ বারের মতো ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকল বোর্ড। সভা বসছে ১৫ অগস্ট। অনেকের মতে, বার্ষিক রিপোর্টের মতো গতানুগতিক ব্যাপারগুলো বোর্ডের বৈঠকে ওঠার কথা। আগামী মাসে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় প্রেসিডেন্ট পদে মেয়াদ ফুরোচ্ছে প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরের। বোর্ডে প্রেসিডেন্ট হিসাবে মনোহরের এটাই শেষ ওয়ার্কিং কমিটি বৈঠক। কিন্তু গতানুগতিক ব্যাপারগুলোর ফাঁকে ধোনিদের পারফরম্যান্স নিয়ে আলোচনার সম্ভাবনা উঁকিঝুঁকি মারছে। গত এপ্রিলের ওয়ার্কিং কমিটিতে বিশ্বকাপ জেতার জন্য টিম ইন্ডিয়া-র প্রত্যেক সদস্যের আর্থিক পুরস্কার এক কোটি থেকে বাড়িয়ে দু’কোটি করে দেয় বোর্ড। শুধু তাই নয়, টিমের নতুন কোচ হিসাবে নিযুক্ত করা হয় ডানকান ফ্লেচারকে। কিন্তু ঘটনা হচ্ছে, তার পর থেকে ধোনিদের পারফরম্যান্স গ্রাফ নিম্নমুখী। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ জিতলেও, সেটাকে মোটেই দুরন্ত বলা যাবে না। তার পর ইংল্যান্ড। যেখানে আপাতত দু’টো টেস্ট খেলে দু’টোতেই হেরেছে ভারত। জাহির খান, হরভজন সিংহ, যুবরাজ সিংহের মতো ভারতীয় টিমের একাধিক অপরিহার্য ক্রিকেটার চোট পেয়ে ছিটকে গিয়েছেন গোটা সিরিজ থেকে। প্রশ্ন উঠছে, ধোনির অধিনায়কত্ব নিয়েও। তাই পরিস্থিতির বিচারে মনে করা হচ্ছে, ভারতীয় টিমের পারফরম্যান্স নিয়েও আলোচনা হতে পারে ১৫ অগস্টের বৈঠকে।

সাইনার সামনে অজানা চোই
অপ্রত্যাশিত ভাবে প্রথম ম্যাচেই বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অজানা প্রতিপক্ষের চ্যালেঞ্জ সামলাতে হচ্ছে সাইনা নেহওয়ালকে। চোই ম্যাগি এক নম্বর আইরিশ প্লেয়ার হলেও সাইনা এই প্রথম তাঁর মুখোমুখি হবেন। প্রথম রাউন্ডে বিশ্বের ৫৩ নম্বর চোই তাঁর চেয়ে ২২ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশীয় মেয়ে ফিরদাসারিকে এক গেম পিছিয়ে থেকেও ১৩-২১, ২৪-২২, ২১-১৩ পয়েন্টে হারিয়ে ওয়েম্বলি ইন্ডোর এরিনা-তে উদ্বোধনী ম্যাচেই অঘটন ঘটান। প্রথম রাউন্ড ‘বাই’ পাওয়া সাইনা বিশ্ব অভিযান শুরু করছেন বুধবার। প্রথম দিনই পুরুষ সিঙ্গলসে ভারতের অজয় জয়রাম অঘটন ঘটিয়ে জাপানের ১৫ নম্বর বাছাই ও গতবারের অল ইংল্যান্ড রানার্স কেনিচি টাগো-কে স্ট্রেট গেমে ২১-১২, ২১-১৯ হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছন।

ইমাজির্ং-এ জয় মনোজদের

বাংলার মনোজ তিওয়ারির ব্যাট আর ইংল্যান্ডে আসন্ন ওয়ান ডে সিরিজে ধোনির ভারতীয় দলে নির্বাচিত বিনয় কুমারের পেস বোলিংয়ের দাপটে ভারতের ইর্মাজিং টিম ৯ উইকেটে হারাল নিউজিল্যান্ড ‘এ’ দলকে।
তিন দিনের ম্যাচে মনোজ প্রথম ইনিংসে অসাধারণ ১৮৮ রান করেছিলেন। এ দিন কিউয়িদের দ্বিতীয় ইনিংসে বিনয় কুমার ৩৩ রানে চার উইকেট নিয়ে বিপক্ষকে ২৩৯ রানে অল আউট করেন। জেতার জন্য ১০৮ রানের টার্গেটে ভারতীয়রা এক উইকেট হারিয়ে পৌঁছে যায়। প্রথম ইনিংসে ভারতীয় দল ৪০৪ রান করার পর নিউজিল্যান্ড ‘এ’ ২৭২ রানে অল আউট হয়ে ফলোঅন করেছিল। টুর্নামেন্টে ভারতীয় দলের এখন দু’ম্যাচে ৯ পয়েন্ট। তাদের শেষ ম্যাচ অস্ট্রেলিয়ান ইন্সস্টিটিউট অব স্পোর্টসের বিরুদ্ধে ১১-১৩ অগস্ট।

ফিরেই বাংলাদেশকে হারাল জিম্বাবোয়ে
ছয় বছর পর টেস্ট ক্রিকেটে ফিরে এসেই জিম্বাবোয়ে ১৩০ রানে হারাল বাংলাদেশকে। ২০০৫-এর পর থেকে দেশের ক্রিকেট বোর্ড ও সরকারের মধ্যে তীব্র মতানৈক্যের ধাক্কায় এত দিন টেস্ট ক্রিকেটের বাইরে ছিল ডানকান ফ্লেচার, অ্যান্ডি ফ্লাওয়ারদের দেশ। প্রত্যাবর্তন সিরিজের একমাত্র টেস্ট ম্যাচে জিম্বাবোয়ে দু’ইনিংসে করে ৩৭০ ও ২৯১-৫ ডিঃ। বাংলাদেশ প্রথম ইনিংসে ৮৩ রানে পিছিয়ে পড়ার পর দ্বিতীয় ইনিংসে জেতার জন্য ৩৭৫ রান তুলতে নেমে আজ শেষ দিন ২৪৪ রানে অল আউট হয়। সাকিব আল হাসানের দলের সর্বোচ্চ রান ওপেনার তামিম ইকবালের ৪৩। জিম্বাবোয়ের সফলতম বোলার পেসার জার্ভিস (৪-৬১)। দু’ইনিংসে ৭১ ও ১০৫ নট আউট থেকে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জিম্বাবোয়ে অধিনায়ক ব্রেন্ডান টেলর।

বাসুদেব এখন কোচ
কুড়ি বছরের ফুটবলার জীবনে শেষ পর্যন্ত ইতি টানলেন বাসুদেব মণ্ডল। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডানে চুটিয়ে খেললেও কখনও অধিনায়ক হননি। তবে জাতীয় দলে অধিনায়ক হয়েছেন। তাঁর সমসাময়িক দুলাল বিশ্বাস খেলা চালিয়ে গেলেও ভারতীয় ফুটবলের সর্বকালের অন্যতম সেরা মিডফিল্ডার বাসুদেব অবসর নিয়ে এখন কোচ। প্রিমিয়ার ডিভিসনের ক্লাব ভবানীপুরের সহকারি কোচের দায়িত্ব নিলেও ওই ক্লাবের অনূর্ধ্ব ১৯ দলের পূর্ণ দায়িত্বে তিনি। সোমবার ইস্টবেঙ্গলের ফুটবলার পরিচিতির অনুষ্ঠানে অতিথি বাসুদেব বললেন, “ছোটদের কোচিং করাতে বেশি আগ্রহী। অনূর্ধ্ব ১৯ দল নিয়েই সাফল্য পেতে চাই।” গতবার এ এফ সি ‘সি’ লাইসেন্স করার আবেদন করেছিলেন। পরীক্ষা দিতে পারেননি। এ বার আবার অবেদন করেছেন।

সুযোগ পেলেন ভাইচুংরা
পাকিস্তানের বিরুদ্ধে আবার খেলার সুযোগ পেলেন ভাইচুং-রেনেডিরা। এ আই এফ এফ বৃহস্পতিবার সিদ্ধান্ত নিল, ইংল্যান্ডে পাকিস্তানের বিরুদ্ধে একটি ম্যাচ খেলবে ভারত। ইংল্যান্ড ও স্কটল্যান্ডের যুব দলের সঙ্গে আর একটি খেলা হবে। এ দিকে ইন্ডিয়ান অ্যারোজের নাম পাল্টে হল পৈলান অ্যারোজ। টিডি হিসেবে চূড়ান্ত হয়ে গেল সুখবিন্দর সিংহের নাম।

মেন্ডিসের বিশ্বরেকর্ড
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সেরা বোলিং করলেন অজন্তা মেন্ডিস। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এ দিন ৪ ওভারে ১৬ রান দিয়ে ৬ উইকেট নিয়ে ‘ম্যান অব দ্য ম্যাচ’ এই স্পিনার-ই। আগের রেকর্ড ছিল পাকিস্তানের উমর গুলের (৫-৬)। অস্ট্রেলিয়াকে (১৪৯-৯) ৮ রানে হারিয়ে শ্রীলঙ্কা (১৫৭-৯) টি-টোয়েন্টি সিরিজ জিতল ২-০।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.