টুকরো খবর

কমেছে সমুদ্রে তেল মেশার পরিমাণ
জুহুর সমুদ্র সৈকতে ছড়িয়ে পড়েছে তেল। পিটিআই
জাহাজ থেকে জলে তেল মেশার পরিমাণ গতকালের থেকে অনেক কমেছে বলে উপকূলরক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে। কেন্দ্রীয় পরিবেশ ও বন মন্ত্রী জয়ন্তী নটরাজনও সমুদ্রের জলে তেল মেশার ঘটনায় উদ্বেগের কিছু নেই বলে দাবি করেছেন। তবে জাহাজ থেকে এখনও অল্প পরিমাণে তেল সমুদ্রে মিশছে। ‘সমুদ্র পাহাড়ি’ ও ‘আইসিজিএস সংকল্প’ নামে দুটি সেনা জাহাজ এখনও রাসায়নিক ছড়িয়ে জলে মেশা তেলকে নষ্ট করার কাজ করে চলছে। মহারাষ্ট্র সরকারের তরফে আবার জানানো হয়েছে, জুহুর সমুদ্রতটে যে তেল ছড়িয়েছে তার জন্য পানামার জাহাজ এমভি রাক দায়ী নয়। স্থানীয় কোনও কারণে এই তেল ছড়িয়েছে।

কড়াকড়িতে শব্দ কমেছে জল্পেশে
শ্রাবণী উৎসবে রাতভর তারস্বরে মাইক বাজানো পুরোপুরি বন্ধ করতে পারল না পুলিশ ও প্রশাসন। রবিবার রাতে শব্দের তাণ্ডব অনেকটাই কম ছিল। এ দিন সন্ধ্যা থেকে পুলিশকে সঙ্গে নিয়ে জল্পেশ মন্দিরে ঢোকার মুখে ইন্দিরা মোড়ে ক্যাম্প করে মাইক বন্ধের অভিযানে নামে প্রশাসন। তাঁদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্থানীয় বিধায়ক অনন্তদেব অধিকারী এবং বিবাদী সঙ্ঘের সদস্য একদল যুবক। ময়নাগুড়ির জয়েন বিডিও রাজীব দত্ত চৌধুরী বলেন, “দীর্ঘদিনের অভ্যেস একদিনে বন্ধ হবে না জেনেই আমরা অভিযানে নেমেছি। দেড় থেকে দু’লক্ষ মানুষের ভিড়ে মাইক বন্ধ করতে গিয়ে যেন সমস্যার সৃষ্টি না হয় সেটাও দেখতে হচ্ছে। তবে প্রথম দিনে ভক্তরা যে ভাবে সাড়া দিয়েছেন তাতে আমরা আশাবাদী।” স্থানীয় বিধায়ক বলেন, “অনেকেই বলার চেষ্টা করছেন ধর্মীয় উৎসবে মাইক বন্ধ করা নিয়ে প্রশাসন বাড়াবাড়ি করছেন। এটা ঠিক কথা নয়। শব্দ বিধি মেনে চলার জন্য আদালতের নির্দেশ রয়েছে। সেটা প্রত্যেকে মেনে চলতে বাধ্য।” আইসি বিশ্বানাথ হালদার বলেন, “রবিবার মাইকের ব্যবহার কম ছিল। অনেকে ভিড়ের সুযোগ নিয়ে মেলা মাঠে ঢুকে মাইক চালু করেছেন। পরের দিন সেটাও দেখা হবে।”

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু স্ত্রী-হাতির
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি স্ত্রী-হাতির মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে কার্বি আংলং জেলার তারাডুবি এলাকায়। বনবিভাগ সূত্রে জানা গিয়েছে, গোণ্ডকা জঙ্গল থেকে বেরিয়ে এসে হারমেন এলাকার একটি বাগানে কলা গাছ খেতে গিয়েছিল ওই স্ত্রী-হাতিটি। কলা গাছের উপরেই বিদ্যুৎবাহী একটি তার পড়েছিল। তাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।

ময়াল সাপ উদ্ধার
একটি অজগর সাপকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিলেন বাসিন্দারা। সোমবার ঘটনাটি ঘটে মালবাজার মহকুমার বাতাবাড়ি ফার্ম এলাকায়। এদিন ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে একটি ডোবায় মাছ ধরার সময় অজগর সাপটিকে উদ্ধার করে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, ৭ ফুট লম্বা সাপটিকে গরুমারা জঙ্গলে ছাড়া হবে।

সাপের ছোবলে মৃত্যু
সাপের ছোবলে মৃত্যু হল এক কিশোরীর। পুলিশ জানায়, মৃতার নাম চিন্তামনি লেট (১৪)। বাড়ি মাড়গ্রাম থানার ফুলিডাঙায়। শনিবার সন্ধ্যায় তাকে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

সাপ উদ্ধার

একটি অজগর সাপকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিলেন বাসিন্দারা। সোমবার ঘটনাটি ঘটে মালবাজার মহকুমার বাতাবাড়ি ফার্ম এলাকায়।

Previous Story


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.