সিঙ্গুরে দুর্ঘটনা, দু’জনের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • সিঙ্গুর |
তারকেশ্বরে পুজো দিয়ে গাড়িতে ফেরার সময়ে সিঙ্গুরে একটি পথ দুর্ঘটনায় মৃত্যু হল নদিয়ার তাহেরপুরের দুই যুবকের। আহত চালক-সহ সাত জন। তাঁরা সকলেই তাহেরপুরেরই বাসিন্দা। সোমবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে হুগলি জেলার সিঙ্গুরের রতনপুর মোড়ের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। মৃতদের নাম বিজয় বিশ্বাস (২৮) এবং বাংলা বিশ্বাস (৩৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ছোট ট্রাক ভাড়া করে এ দিন তাহেরপুর থেকে ৮ জন তারকেশ্বরে পুজো দিতে এসেছিলেন। ফেরার সময়ে তাঁরা টাটাদের প্রকল্প দেখার জন্য কিছু ক্ষণের জন্য ট্রাকটি থামান। পিছন থেকে একটি সরকারি বাস এসে ট্রাকটিতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই বিজয় এবং বাংলার মৃত্যু হয়। আহতদের সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয় চালককে। বাকিদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানান্তরিত করানো হয় শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে। মৃতদের দেহগুলিও ময়না-তদন্তের জন্য ওই হাসপাতালে আনা হয়। বাসটি আটক করেছে পুলিশ। চালক পলাতক। |
তৃণমূল কর্মীকে মারধর আরামবাগে
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মারধর করা হল এক ব্যক্তিকে। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে আরামবাগের নারায়ণপুর গ্রামে। শেখ ইরফান নামে ওই ব্যক্তিকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১০ জনের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। ইরফানের দাবি, সদ্য সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া কয়েক জনই তাঁর উপরে হামলা চালিয়েছে। পকেটে থাকা ৫ হাজার টাকাও লুঠ হয়েছে বলে তাঁর দাবি। অন্য দিকে, প্রধান অভিযুক্ত গোষ্ঠ মালিকের বক্তব্য, “রাস্তাঘাটে দেখা হলেই ইরফান আমাদের বলছে সিপিএমের হার্মাদ। দীর্ঘ দিন ধরে তৃণমূল করছি। মিথ্যা রটনার প্রতিবাদ করা হয়েছে।” অন্য দিকে, সোমবার সন্ধ্যায় খানাকুলের বন্দাইপুর থেকে দু’টি ওয়ানশটার এবং একটি পাখিমারা বন্দুক পাওয়া যায়। তৃণমূলের লোকজন সেগুলি উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন। |
বালকের দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা, • গোঘাট |
সোমবার সকালে হুগলির গোঘাটের আসলহরি গ্রামে এক বালকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম চিন্ময় ঘোষ (১০)। বাড়ির লোকের উপরে অভিমানে সে সিলিং পাখার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় বলে প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে। ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই ওই বালককে আরামবাগ মহকুমা হাসপাতালে আনা হলেও চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। |
জলে ডুবে মৃত যুবক
নিজস্ব সংবাদদাতা • খানাকুল |
স্নান করতে নেমে তলিয়ে যাওয়া এক যুবকের মৃতদেহ সোমবার সকালে উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে খানাকুলের কিশোরপুর গ্রামে। পুলিশ জানায়, মৃত হারাধন সিংহ (৩২) থাকতেন ওই গ্রামেই। রবিবার দুপুরে পুকুরে স্নানে নেমে তলিয়ে যান। |