টুকরো খবর |
|
এসএসডিএ’র চেয়ারম্যান শতাব্দী
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
শান্তিনিকেতনের ঐতিহ্য ও পরিবেশ বজায় রেখে ফিল্মসিটি, বৃদ্ধাশ্রম, পর্যটনকেন্দ্র সহ নানাবিধ পরিকল্পনার নেওয়া হবে। সোমবার শ্রীনিকতেন-শান্তিনিকেতন উন্নয়ন (এসএসডিএ) পর্ষদের চেয়ারম্যানের দায়িত্বভার নিয়ে এ কথা ঘোষণা করেন স্থানীয় সাংসদ শতাব্দী রায়। এদিন দুপুরে এসএসডিএ’র কার্যালয়ে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, এসএসডিএ’র নির্বাহী আধিকারিক সুব্রতকুমার হাজরা, স্ট্রেট রুরাল ডেভালাপমেন্ট এজেন্সির চেয়ারম্যান অনুব্রত মণ্ডল সহ জেলার দলীয় বিধায়ক ও নেতৃত্ব উপস্থিত ছিলেন। শতাব্দী রায় বলেন, “এতদিন বীরভূমের সাংসদ ছিলাম। এবার এসএসডিএ’র সাথে যুক্ত হওয়ায় পরিচিতি অন্য মাত্রা পেল। এই এলাকার উন্নয়নে এবার সামিল হতে পারব। এতদিন পর্ষদ কী কী কাজ করেছে এবং তহবিলের অবস্থা দেখে প্রয়োজনীয় উন্নয়নমুখী পরিকল্পনা নেওয়া হবে।” তিনি জানান, এই এলাকায় অনেক ফিল্মের সুটিং হয়েছে। বৃদ্ধাশ্রম তৈরি করার জন্য আর্জি পেয়েছেন। কবিগুরুর জায়গায় বছরভর পর্যটকদের আনাগোনা থাকে। তাই এখানকার পরিবেশ অক্ষুন্ন রেখেই ফিল্মসিটি, বৃদ্ধাশ্রম, পর্যটন কেন্দ্র সহ নানাবিধ আর্থ-সামাজিক উন্নয়নের পরিকল্পনা নেওয়া হবে। সমাজের বিভিন্নস্তরের মানুষজন নিয়ে একটি কমিটি গঠন করা হবে। এলাকার উন্নয়নের বিষয়ে তাঁদের পরামর্শ নেওয়া হবে। তাঁর দাবি, ইতিমধ্যেই এলাকার রাস্তা, জল-সহ নানাবিধ আর্জি নিয়ে এলাকার মানুষের কাছ থেকে তিনি চিঠি পেয়েছেন।
|
সিপিএম সমর্থক ‘খুনে’ নানুরে গ্রেফতার ১০
নিজস্ব সংবাদদাতা • নানুর |
এক সিপিএম সমর্থক খুনে জড়িত থাকার অভিযোগে সোমবার ১০ জন তৃণমূল কর্মী-সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। চলতি বছরের ২৫ এপ্রিল গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় স্থানীয় আটকুলা গ্রামের জয়দেব মাঝি নামে এক সিপিএম সমর্থকের। ওই ঘটনায় ১২১ জন তৃণমূল নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়। তাদের মধ্যে ইতিপূর্বে সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ দিন ধরা হয় আটকুলা গ্রামের আরও ১০ জন তৃণমূল কর্মী-সমর্থককে। পুলিশ জানায়, বাকিদেরও ধরার চেষ্টা চলছে। তৃণমূলের নানুর ব্লক কার্যকরী সভাপতি অশোক ঘোষ বলেন, “আমাদের মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।”
|
বোলপুরে ডাকাতি
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছে বোলপুরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বোলপুরের ১৩ নম্বর ওয়ার্ডে নেতাজিরোডে সোনাপট্টির ওই সোনার দোকানে রবিবার রাতে ডাকাতি হয়। সোমবার সকালে ওই দোকানের মালিক অশোককুমার সাহা বিষয়টি জানতে পারেন। খবর যায় পুলিশে। পুলিশ জানায়, ওই দোকানের মূল গেটের দু’টি তালা কেটে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। পরে দোকানের দরজা কেটে জিনিসপত্র নিয়ে পালায় তারা। দোকানটিকে ঘিরে রেখেছে পুলিশ।
|
নানুরে অস্ত্র-সহ ধৃত
নিজস্ব সংবাদদাতা • নানুর |
তৃণমূলের নাম করে চাঁদা তোলার অভিযোগে আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সুব্রত সরকার। বাড়ি নানুরের দাসকল গ্রামে। পুলিশ জানায়, সোমবার সকালে দাসকল গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় একটি মাস্কেট। তৃণমূল নেতা সুব্রত ভট্টাচার্য জানান, ওই ব্যক্তির সঙ্গে তাঁদের দলের কোনও যোগ নেই। তা সত্বেও দলের নাম করে চাঁদা তুলতেন বলে অভিযোগ রয়েছে।
|
বধূর অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
কীটনাশক খেয়ে মৃত্যু হল এক বধূর। মৃতার নাম চায়না লেট (২১)। বাড়ি নলহাটি থানার বারুনীঘাটায়। অসুস্থ অবস্থায় রবিবার তাঁকে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক কারণে ওই বধূ কীটনাশক খেয়েছেন।
|
জুয়ার ঠেক থেকে ধৃত
নিজস্ব সংবাদদাতা • আদ্রা |
স্টেশনের পাশে সব্জি বাজারের পিছনে জুয়ার ঠেকে অভিযান চালিয়ে ৬ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। রঘুনাথপুরের এসডিপিও দ্যুতিমান ভট্টাচার্যের নেতৃত্বে রবিবার অভিযান চালায় পুলিশ। ধৃতদের সোমবার রঘুনাথপুর আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিন জেলহাজতে রাখার নির্দেশ দেন। ঠেক থেকে পাঁচটি বাইক, গাড়ি আটক করেছে পুলিশ। |
|