টুকরো খবর |
|
আধিকারিককে হুমকি, ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
নাগপুরের একটি বেসরকারি সংস্থার এক আধিকারিককে হুমকি ও তোলা চাওয়ার অভিযোগে সোমবার পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃত মানস রায় ও রাখহরি অধিকারির বাড়ি যথাক্রমে সগরভাঙা ও দুর্গাপুর স্টেশন বাজার এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি হাইকোর্টের রায়ে নির্দিষ্ট অর্থের বিনিময়ে লিক্যুইডেটরের অধীনে থাকা রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত অপথ্যালমিক গ্লাস লিমিটেড (বিওজিএল) কারখানার দখল পায় নাগপুরের একটি বেসরকারি সংস্থা। সংস্থার স্থানীয় আধিকারিক ওম ঝাওয়ারের অভিযোগ, ২২ জুলাই দুর্গাপুরের একটি হোটেল থেকে বেরোনোর সময় কয়েকজন এসে তাঁর কাছে নগদ টাকা চায়। অন্যথায় কারখানা চালু করতে দেওয়া হবে না বলে হুমকি দেয়। পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি।
|
পাটের খেত থেকে মিলল মহিলার দেহ
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
পাট খেত থেকে উদ্ধার হল এক মহিলার দেহ। সোমবার বিকেলে পূর্বস্থলী ১ ব্লকের সমুদ্রগড় পঞ্চায়েতের হাটসিমলা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতার নাম বিমলা মান্ডি (৪০)। বাড়ি ওই এলাকাতেই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেল থেকে ওই আদিবাসী বধূ নিখোঁজ ছিলেন। তাঁর বাড়ির লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ করলেও হদিস মেলেনি। এ দিন দুপুরে স্থানীয় কয়েক জন বাসিন্দা পাট খেতের মাঝামাঝি জায়গায় মৃতদেহটি দেখতে পান। এর পরেই তাঁরা পূর্বস্থলী থানায় খবর দেন। বিকেলে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। মৃতার জামা-কাপড় ছেঁড়া ছিল। এ দিন সন্ধ্যা পর্যন্ত মৃতের পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের না হলেও প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ধর্ষণ করে খুন করা হয়েছে ওই মহিলাকে। পূর্বস্থলী থানা সূত্রে জানা গিয়েছে, মৃতদেহটি মঙ্গলবার কালনা মহকুমা হাসপাতালে ময়না-তদন্তের জন্য পাঠানো হবে।
|
বধূ ‘হত্যা’, ধৃত স্বামী-সহ তিন
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
বধূ হত্যার অভিযোগে সোমবার ফরিদপুর (লাউদোহা) থানার পুলিশ মৃতার স্বামী, শাশুড়ি ও জাকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, এ দিন বনগ্রামের পশ্চিমপাড়ায় রেখা দাস (২৮) নামে এক বধূর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। মৃতার ভাই শান্তনু দাস রেখাদেবীর স্বামী, শ্বশুর, শাশুড়ি, ভাসুর ও জায়ের বিরুদ্ধে অভিযোগ করেন। তাঁর অভিযোগ, “সকালে দিদির স্বামী মানস দাস আমাকে ফোন করে জানান, দিদির শরীর ভালো নেই। তখনই উখড়া থেকে বনগ্রামে চলে আসি। দেখি, দিদি অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে আছেন।”
|
জানলার শিক ভেঙে লুঠপাট
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
জানলার শিক ভেঙে আসানসোল উত্তর থানার সেন র্যালে এলাকার একটি বাড়িতে ঢুকে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। সোমবার সকালে এই চুরির বিষয়টি টের পেয়ে বাড়ির কর্তা কৃষানু দাসগুপ্ত পুলিশের কাছে অভিযোগ করে। তিনি পুলিশকে জানান, সোমবার ভোরে ঘুম থেকে উঠে তাঁরা দেখেন ঘরের একটি জানালার একাধিক শিক ভাঙা। নগদ টাকা সহ একাধিক জিনিস চুরি গিয়েছে। আসানসোল উত্তর থানার পুলিশ তদন্তের কাজ শুরু করেছে বলে জানিয়েছে।
|
অবৈধ লোহা ও কয়লা বাজেয়াপ্ত
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
অবৈধ লোহার ডিপোয় হানা দিয়ে লোহা ও কয়লা আটক করল পুলিশ। তবে কাউকে গ্রেফতার করা হয়নি। জামুড়িয়ার ওসি মাধব মণ্ডল জানান, রবিবার গভীর রাতে শ্রীপুরের একটি অবৈধ লোহার ডিপোয় হানা দিয়ে প্রায় ২০ টন লোহা বাজেয়াপ্ত করেন তাঁরা। এর পরে বেনালির একটি জঙ্গল থেকে পাচার করার জন্য মজুত করা ১৫ টন কয়লা বাজেয়াপ্ত করা হয়। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ। |
|