টুকরো খবর |
|
ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
ট্রাক্টর ধাক্কা মারায় সাইকেল আরোহী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাতে ঘটনাটি ঘটে রায়গঞ্জ থানার পানিশালী এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মহম্মদ মজিদ (৩৫)। তাঁর বাড়ি স্থানীয় মুড়িডাঙ্গিতে। এ দিন নিজের কাজ সেরে সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় একটি ট্রাক্টর একটি মোটর বাইককে পাশ কাটাতে গিয়ে ওই সাইকেল আরোহী ব্যক্তিকে ধাক্কা মেরে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
|
অনিয়মের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
জেলা হাসপাতাল কর্তৃপক্ষের নামে অনিয়মের অভিযোগ তুলে চিকিৎসা পরিষেবা উন্নয়নে আন্দোলনে নামার হুমকি দিল কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। রবিবার শহরে সরকারি বাস স্ট্যান্ড এলাকায় সংগঠনের সম্মেলন হয়। সংগঠনের জেলা সম্পাদক সুযশ মুখোপাধ্যায় এই দিন বলেন, “হাসপাতাল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনে সমস্যার কথা জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। এক মাসে ব্যবস্থা নেওয়া না-হলে হাসপাতাল অচল করে দেওয়া হবে।” সমিতির অভিযোগ, হাসপাতালের কিছু নার্স বিধি মেনে কাজ করছেন না। গ্রুপ ডি এবং সাফাই কর্মীর অভাবে পরিষেবা ব্যাহত হচ্ছে। হাসপাতালের সুপার অরবিন্দ তান্ত্রি জানান, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
|
উদ্বিগ্ন পুরকর্তারা
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
পুরসভা এলাকায় যানজট বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন প্রশাসন ও পুরসভার কর্তারা। বুধবার সরেজমিনে শহরের পরিস্থিতি ঘুরে দেখেন জেলাশাসক, পুর-চেয়ারম্যান ও আধিকারিকেরা। কোচবিহারের জেলাশাসক স্মারকী মহাপাত্র বলেন, “যান বেড়েছে। যানজটের সমস্যার কথাও শুনছি। সে সব দেখতেই বেরিয়েছিলাম। খুব সমস্যা মেটাতে বৈঠক ডাকা হবে।”
|
পথ দুর্ঘটনায় জখমের মত্যু
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
বিয়ের অনুষ্ঠান সেরে বাড়িতে ফেরার পথে ট্রাকের ধাক্কায় জখম মহিলার মৃত্যু হল হাসপাতালে। শনিবার মালদহের রতুয়ার গোঁসাইপুরে পুখুরিয়া-মাদিয়া রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় মৃতার ৩ বছরের শিশুও জখম হয়। দু’জনকেই আড়াইডাঙা হাসপাতালে ভর্তি করানো হয়। রাতে মহিলার মৃত্যু হয়। মৃতার নাম বিভা চৌধুরী (৩৫)। বাড়ি বিহারের কাটিহার আমদাবাদে।
|
কোচবিহারে টাওয়ার ক্লক বসবে পুজোয় |
রাজাদের আমলে কোচবিহারের বাসিন্দাদের সময় জানাতে কামান দেগে তোপধ্বনির রেওয়াজ ছিল। মদনমোহন বাড়িতেও প্রতি ঘন্টায় বিশালাকার ঘণ্টা বাজানো হত। হেরিটেজ শহর কোচবিহারের বাসিন্দাদের সময় জানাতে এ বার পুজোর মধ্যে ‘টাওয়ার ক্লক’ চালুর তোড়জোড় শুরু করেছে পুরসভা। ঐতিহ্য আর আধুনিকতার মিশেল ওই ঘড়ি বাসিন্দাদের কাছে যেন পুজোর উপহার। কোচবিহার পুরসভার চেয়ারম্যান বীরেন কুণ্ডু বলেন, ‘‘টাওয়ার ক্লক তৈরির কাজ অনেকটা এগিয়েছে। কিন্তু প্রয়োজনীয় যন্ত্রপাতির সরবরাহে সমস্যা হওয়ায় এখনও তা চালু করা যায়নি। পুজোর মরসুমে সেটি চালুর চেষ্টা হচ্ছে।”
|
বিষক্রিয়ায় মৃত্যু |
বিষক্রিয়ায় এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে ঘটনাটি ঘটে রায়গঞ্জের খরমুজাঘাটে। মৃতের নাম মনোজ দাস (৩০)। এ দিন বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন ওই যুবক। রায়গঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
|
ধৃত দুই |
বন্ধ ও ছুটির দিনে বাড়ি থেকে মদ বিক্রির অভিযোগে এক ব্যবসায়ী ও তার ছেলেকে গ্রেফতার করল পুলিশ। শনিবার ঘটনাটি ঘটে বালুরঘাট শহরের বিশ্বাসপাড়ায়। ধৃতদের নাম নিতাই ওরফে অমলা সাহা ও তার ছেলে হরিদাস সাহা। |
|