বিদ্যুৎ আসেনি
স্বাধীনতার ৬০ বছর পেরিয়ে গেলেও উত্তর দিনাজপুরের করণদিঘির রানিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের তফসিলি জাতি ও উপজাতি অধ্যুষিত বাগিন্দর গ্রামে বিদ্যুৎ পৌঁছায়নি। শুধু বিদ্যুৎ নয়, রাস্তাঘাটও বেহাল। বিপিএল এবং ১০০ দিনের কাজের প্রকল্পের সুবিধাও বাসিন্দারা পাচ্ছেন না বলে অভিযোগ। পঞ্চায়েত, প্রশাসনকে জানিয়েও লাভ হচ্ছে না। জেলাশাসক সুনীল কুমার দণ্ডপাট বলেন, “সমস্যার কথা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।” জেলা পরিষদের সভাধিপতি মোক্তার আলি সর্দার একই ভাবে বলেন, “রাজীব গাঁধী গ্রামীণ বিদ্যুৎ যোজনা প্রকল্পে ওই এলাকায় বিদ্যুদায়নের ব্যবস্থা করা হচ্ছে। বাসিন্দাদের সমস্ত অভিযোগ খতিয়ে দেখে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির সঙ্গে কথা বলা হচ্ছে।” বাগিন্দর গ্রামে ১২৫টি পরিবারের বসবাস। তাঁরা সকলেই তফশিলি জাতি ও উপজাতির সম্প্রদায়ভুক্ত। অধিকাংশই কৃষিকাজ এবং দিনমজুরি করে সংসার চালান। ১০০টি পরিবারের সদস্যদের নাম বিপিএল তালিকায় রয়েছে। গ্রামের পড়ুয়ারা প্রতিদিন প্রায় ১০ কিলোমিটার দূরের করণদিঘির বিভিন্ন প্রাথমিক, মাদ্রাসা এবং হাই স্কুলে পড়াশুনো করতে যায়। বাসিন্দাদের অভিযোগ, প্রায় ২৬ বছর আগে এলাকায় বিদ্যুতের খুঁটি বসেছে। তবে কাজ এখনও শেষ হয়নি। বাঙিটোলা হয়ে করণদিঘিগামী একমাত্র রাস্তাটি কয়েক বছর ধরে বেহাল হয়ে পড়েছে। পরপর দুর্ঘটনার জেরে ওই রাস্তায় গাড়ি চলাচলও বন্ধ হয়ে গিয়েছে। সাইকেলই ভরসা এখন বাসিন্দাদের। সব চেয়ে বেশি সমস্যায় পড়ুয়া এবং রোগীরা ২০১০ সালের এপ্রিল মাস পর থেকে ১০০ দিনের প্রকল্পে কাজ পাচ্ছেন না বলে বাসিন্দাদের অভিযোগ। অনেকে আবার সেই সময় পুকুর খনন এবং মাটি কাটার কাজ করলেও মজুরি পাননি বলে অভিযোগ। এ ছাড়া অন্ত্যোদয়, অন্নপূর্ণা প্রকল্পের সুযোগ মিলছে না বলে অভিযোগ। পেশায় চাষি স্থানীয় বাসিন্দা জ্যাঠা মুর্মু, বিজয় মণ্ডল এবং মনিকা মুর্মুরা বলেন, “স্বাধীনতার ৬০ বছর পরেও গ্রামের কোনও উন্নয়ন হয়নি। সরকারি সমস্ত মহলে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। এবার কাজ না হলে আমরা অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক অবরোধ করব।” বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধান উর্মিলা দাস বলেন, “বিদ্যুৎ, রাস্তঘাট সংষ্কারের ক্ষমতা পঞ্চায়েতের নেই। পঞ্চায়েত সমিতি, ব্লক প্রশাসনকে জানানো হয়েছে। বাসিন্দারা অন্য সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন না তা দেখছি।” বামফ্রন্ট পরিচালিত করণদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি শঙ্কর হেমব্রম বলেন, “সমস্যার কথা জেলা পরিষদ এবং জেলা প্রশাসনের কর্তাদের জানানো হয়েছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.