টুকরো খবর
চুক্তি-বিরোধিতা
গোর্খাল্যান্ড টেরিটরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-চুক্তির বিরোধিতা করে আন্দোলনে নামার কথা ঘোষণা করল সারা ভারত যুব লিগ। রবিবার সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠকের পর বাগরাকোটের পার্টি অফিসে আন্দোলনের কথা ঘোষণা করেন যুব লিগের রাজ্য সম্পাদক অনির্বাণ চৌধুরী। তিনি জানান, চুক্তির বিরোধিতা করে ১৩ অগস্ট রাজ্য জুড়ে রাখী উৎসব পালন করবে যুব লিগ। কলকাতা, শিলিগুড়ি, কোচবিহার সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের সমস্ত জেলা ও মহকুমায় রাখীবন্ধন উৎসব পালন করবেন যুব লিগের সদস্যরা। এর পরে তরাই ও ডুয়ার্সে লাগাতার প্রচার অভিযান চালাবে ওই সংগঠন। যুব লিগের রাজ্য কমিটির পক্ষে আবদুর রউফ বলেন “জিটিএ নামের যে চুক্তি হয়েছে তাতে বাংলা ভাগের আশঙ্কা করছি আমরা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০৫ সালের ১৩ অগস্ট বঙ্গভঙ্গের প্রতিবাদে রাখী উৎসব পালন করেন। সেই দিনটিকে শ্রদ্ধা জানিয়ে সংগঠনের পক্ষ থেকে ওই বিশেষ দিনেই বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে আন্দোলন শুরু করব আমরা।” এ দিন বৈঠকে উত্তরবঙ্গের ছয় জেলার যুব লিগের নেতৃত্ব এবং সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আলি ইমরান রমজ উপস্থিত ছিলেন।

সেচমন্ত্রীকে স্মারকলিপি
দাবিপূরণে রাজগঞ্জ ব্লক কংগ্রেসের তরফে সেচমন্ত্রী মানস ভুইয়াঁকে স্মারকলিপি দেওয়া হল। তিস্তা প্রকল্পের কাজ দেখতে শুক্রবার মানসবাবু উত্তরবঙ্গে আসেন। এ দিন শিলিগুড়িতে সেচ দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে তিনি জলপাইগুড়ির তিস্তার ভাঙন দেখতে গৌরীকোণ যাওয়ার পথে জলপাইগুড়ি আর্ট কমপ্লেক্সে এক কর্মিসভায় যোগ দেন। সেখানেই মানসবাবুর হাতে ওই দাবিপত্র দেওয়া হয় বলে ব্লক কংগ্রেস সভাপতি দেবব্রত নাগ জানিয়েছেন। দেবব্রতবাবুর অভিযোগ, বামফ্রন্টের ৩৪ বছর রাজত্বে রাজগঞ্জের মানুষের অনেক দাবি পূরণ হয়নি। অভিযোগ, রাজগঞ্জ তিস্তা কম্যান্ড এলাকা হলেও তিস্তা সেচ প্রকল্প থেকে রাজগঞ্জের চাষিরা ঠিকমতো সেচ পরিষেবা পাচ্ছেন না। তিস্তা প্রকল্পে বহু কৃষক জমি দিলেও অধিকাংশ পরিবারই সরকারি চাকরি পাননি। রাজগঞ্জের আমবাড়ি-ফালাকাটায় রেশম শিল্পে জমি দিয়েও তারাও নানা দাবি থেকে বঞ্চিত। বহু আন্দোলনের পর নামমাত্র কয়েকজনের রেশম শিল্পে চাকরি হলেও তারা সরকারি অন্যান্য কোনও সুযোগ-সুবিধাও পাচ্ছেন না বলে অভিযোগ। দেবব্রতবাবু বলেন, “আমরা আশা করছি, মন্ত্রী মানসবাবু আমাদের রাজগঞ্জের যাবতীয় সমস্যা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।”

সিপিডিআরের শাখা শিলিগুড়ি শহরে
শিলিগুড়িতে শাখা চালু করল কমিটি ফর প্রোটেকশন অব ডেমোক্রেটিক রাইটস (সিপিডিআর)। রবিবার শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলন করে সংগঠনের ওই শাখা চালুর কথা ঘোষণা করে তারা। ১৬ জনের ওই কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন সুমিত পাল। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক তারাপদ দাস। তারাপদবাবু জানান, রাজ্যের বিভিন্ন এলাকায় তাদের সংগঠনের শাখা থাকলেও এতদিন পর্যন্ত উত্তরবঙ্গে তা ছিল না। তিনি বলেন, “এখানকার চা বাগানগুলিতে শ্রমিকেরা দুর্দশায় দিন কাটান। হাসপাতালগুলির একাংশে সুষ্ঠু চিকিৎসা পরিষেবা মেলে না। নানাভাবে বাসিন্দারা বঞ্চিত রয়েছেন। তা জেনে বুঝেও উত্তরবঙ্গে সংগঠনের অভাবে আমরা অসহায়, নিপীড়িত বাসিন্দাদের পাশে থেকে তাঁদের অধিকার রক্ষার লড়াই করতে পারিনি। এবার সংগঠন শক্তিশালী করে সেই কাজ করব।”

সংঘর্ষে আহত দু’দলের ছ’জন
বাড়ির উপর দিয়ে তার টেনে নিয়ে গিয়ে পড়শিকে বিদ্যুতের সংযোগ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সিপিএম-তৃণমূল সংঘর্ষের ঘটনা ঘটল। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে ধূপগুড়ি ব্লকের মাগুরমারী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়নাতলি গ্রামে। ওই ঘটনায় উভয় পক্ষের মোট ৬ জন জখম হয়েছেন। তাঁদের ধূপগুড়ি হাসপাতালে এনে প্রাথমিক চিকিসা করে ছেড়ে দেওয়া হয়। সম্প্রতি গ্রামে বিদ্যুতের খুঁটি পুঁতে বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ হচ্ছিল। এক জন সিপিএম সমর্থকের বাড়ির উপর দিয়ে তার প্রতিবেশী তৃণমূলের এক সমর্থকের বাড়িতে বিদ্যুৎ নিয়ে যাওয়া নিয়ে বেশ কিছু দিন ধরে উত্তপ্ত ছিল গ্রাম। রবিবার দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

চা বাগান চালু করানোর চেষ্টা
ফাঁসখাওয়া চা বাগানের অচলাবস্থা কাটাতে উদ্যোগী হল শ্রম দফতর। নেশাগ্রস্ত অবস্থায় চা বাগানের এক শ্রমিক শুক্রবার এক ম্যানেজারের উপরে হামলার চেষ্টা করেন বলে অভিযোগ। রাতে মালিকপক্ষ বাগান ছেড়ে চলে যান। ওই ঘটনায় বিপাকে বাগানের সাতশো শ্রমিক ও কমর্চারী। আলিপুরদুয়ারের সহকারী জেলা শ্রম আধিকারিক সুমন্ত শেখর রায় বলেন, “ফাঁসখাওয়া বাগানের অচলাবস্থা কাটাতে শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দ্রুত ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হবে।” তৃণমূল টি ওয়ার্কার্স ইউনিয়ন জেলা সভাপতি জোয়াকিম বাক্সলা বলেন, “এ ব্যাপাকে আমরা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছি।”

সম্মেলনে দাবি
পঞ্চায়েত কর্মীদের ‘সরকারি কর্মী’ হিসেবে মর্যাদা দেওয়ার দাবি উঠল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের কালচিনি ব্লক সম্মেলনে। রবিবার স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের জেলা সম্পাদক সঞ্জীব চট্টোপাধ্যায় জানান, পঞ্চায়েত কর্মীদের প্রভিডেন্ট ফান্ড, সার্ভিস বুক নেই। তাঁরা পঞ্চায়েত কর্মী হিসেবে গণ্য হন না।

ঝুলন্ত দেহ উদ্ধার
দিদির বিয়ের রাতে ঝুলন্ত দেহ উদ্ধার হল বোনের। শনিবার ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার ২ ব্লকের শোভাগঞ্জ বাঁশ বাগান এলাকায়। পুলিশ জানায়, মৃতার নাম কৃষ্ণা কর (১৯)। শোওয়ার ঘর থেকে কৃষ্ণার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ঘরের চালের বাটামের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ছিল কৃষ্ণার দেহ। তিনি মানসিক অবসাদে ভুগছিলেন।

শিক্ষা সেল গঠন
শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জনশীল শর্মার নেতৃত্বে শনিবার ফাঁসিদেওয়াতে শিক্ষা সেল কমিটি গঠন করা হল। সংগঠনের আহ্বায়ক হরিদাস রায় জানান, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি প্রভাবিত ৯ জনের ওই কার্যকরী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে যতীন্দ্রনাথ গোস্বামী ও সুরত সিংহ। কোষাধ্যক্ষ হয়েছেন সিকেন্দ্রনাথ রায়। হাজির ছিলেন স্থানীয় তৃণমূল নেতা পলাশ বিশ্বাস-সহ অন্যান্যরা।

মহিলাদের নিয়ে শিবির
মহিলাদের সচেতনতামূলক শিবির করল আদিবাসী বিকাশ পরিষদ। রবিবার বিকাশ পরিষদের কালচিনি অঞ্চলিক কমিটির সভাপতি রাজেশ বারলা জানান, পরিষদের উদ্যোগে সামাজিক সচেতনামূলক প্রচার করতে এদিন একটি শিবিরের আয়োজন হয়। নারী-শিশুপাচার, পরিবার পরিকল্পনা, জনস্বাস্থ্য, পঞ্চায়েত ব্যবস্থা, কুসংস্কার-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

দুর্ঘটনায় মৃত্যু
ছোট গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে ইসলামপুর থানার মাদারিপুর এলাকায়। পুলিশ জানায়, মৃতের নাম বিনোদ জৈন (৫০)। বাড়ির ইসলামপুরের এনএস রোডে। কলতাহারে ওই ব্যক্তি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার সময়ে ছোট গাড়িটি ধাক্কা মারে বলে অভিযোগ।

ধৃত দুষ্কৃতী
মোটর সাইকেল চুরির ঘটনায় জড়িত সন্দেহে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে ফাঁসিদেওয়া পুলিশ। রবিবার ফাঁসিদেওয়া এলাকা থেকে তাকে ধরে পুলিশ। পুলিশ জানায়, ধৃত সুব্রত সাহার বাড়ি ভক্তিনগর থানা এলাকায়। তার নামে একাধিক মোটর সাইকেল চুরির অভিযোগ রয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.