|
|
|
|
গ্রেফতার দুই ছিনতাইকারী |
নিজস্ব সংবাদদতা • জলপাইগুড়ি |
জলপাইগুড়ি কোতোয়ালি থানার দশদরগা এলাকায় রবিবার সকালে এক ব্যবসায়ীর হাত থেকে ব্যাগ ছিনিয়ে পালাতে গিয়ে ধরা পড়েছে দুই দুষ্কৃতী। পুলিশ সুত্রে জানা গিয়েছে, এদিন সকালে দশদরগা এলাকায় একটি দোকানে দাঁড়িয়ে থাকা ব্যবসায়ীর হাত থেকে ব্যাগ টেনে মোটর সাইকেল চড়ে দুই দুষ্কৃতী পালিয়ে যায়। দুষ্কৃতীরা বেলাকোবার দিকে পালিয়ে গিয়েছে খবর পেয়েই সিআই সদর পিনাকী মজুমদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী বেলাকোবা জুড়ে তল্লাশি শুরু করে। বেলাকোবার রাস্তায় বসানো হয় নাকা তল্লাশি। সেই তল্লাশিতেই ধরা পড়ে যায় দুই দুষ্কৃতী। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃত দুজনেই ওড়িশার বাসিন্দা। রানিনগরের কাছে একটি এলাকায় যাযাবরের দল ঘাঁটি গেড়েছে বলে পুলিশ জানিয়েছে। ধৃত দুই দুষ্কৃতী সেই দলেই ছিল বলে পুলিশ জানতে পেরেছে। যাযাবর দলটিকে রাজগঞ্জ থানায় এনে জেরা করছে পুলিশ। পুলিশ সুপার আনন্দ কুমার এদিন রাজগঞ্জ থানায় গিয়ে ধৃতদের জেরা করেন। সুপার বলেন, “দুজনে ওড়িশার বাসিন্দা। ওড়িশার একটি মোটর বাইক ব্যবহার করেই তারা ছিনতাই চালায়। একটি যাযাবর দল সম্প্রতি এলাকায় ঘাঁটি গেড়েছিল। এই দুই যুবকও সেই দলেই ছিল। দলটিকে এলাকা থেকে তুলে থানায় নিয়ে আসা হয়েছে। তাদেরও জেরা করা হচ্ছে।” পুলিশ সুত্রে জানানো হয়েছে, যে ব্যগটি ছিনতাই করা হয়েছিল তাতে নগদ টাকা বা সোনাদানা কিছুই ছিল না। কিছু নথি ছিল। সেই ব্যাগটিকেও উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি বেলাকোবার একটি সোনার দোকানে ঢুকে দিনে দুপুরে পাঁচ দুষ্কৃতী লক্ষাধিক টাকার সোনার অলঙ্কার লুট করে গুলি ছুঁড়ে, বোমা ফাটিয়ে পালিয়ে যায়। সেই দলের তিন জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। এই যাযাবর দলের সঙ্গে সেই ঘটনার কোনও যোগাযোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। |
|
|
|
|
|