ফুলবাড়িতে আইটি-হাব হবে
গামী দুই বছরের মধ্যে শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়িতে তথ্য প্রযুক্তি হাব গড়ে তুলতে উদ্যোগী শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। রবিবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব এবং এসজেডিএ’র চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য এ কথা জানিয়েছেন। তাতে প্রায় ৩ হাজার কর্মসংস্থানের সুযোগ মিলবে বলে তাঁরা দাবি করেছেন। প্রকল্পের কাজ করবে ভিডিওকন সংস্থা। প্রায় ২০০ কোটি টাকা খরচে প্রথম দফায় ওই কাজ হবে। এসজেডিএ সূত্রে জানা গিয়েছে, ফুলবাড়ি এলাকায় ২০০৮ সালেই তাদের তরফে ওই প্রকল্পের জন্য সংস্থাটিকে ২৫ একর জায়গা দেওয়া হয়েছিল। তবে কাজ না হওয়ায় এতদিন তা পড়েইছিল। এদিন এসজেডিএ’র চেয়ারম্যান, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে ভিডিওকনের অন্যতম কর্তা গৌতম সেনগুপ্ত ও দুই আধিকারিকের আলোচনা হয়। সিদ্ধান্ত হয়েছে ২ বছরের মধ্যে প্রথম ফেজের কাজ সম্পূর্ণ করা হবে। তাতে ওই পরিমাণ কর্ম সংস্থানের সুযোগ তৈরি হবে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “প্রকল্পের জন্য জায়গা নিয়ে দীর্ঘদিন তা ফেলে রাখা যাবে না জানিয়ে দেওয়া হয়েছিল। কোনও সমস্যা থাকলে তাদের জানাতে বলা হয়। তবে এ বার তারা কাজ শুরু করেছে। সেখানে বহু লোকের কর্মসংস্থানের সুযোগ হবে।” এসজেডিএ’র প্রাক্তন চেয়ারম্যান অশোক ভট্টাচার্য জানান, জমির চরিত্র বদলের মতো বিভিন্ন পদ্ধতি মেনে কাজ এগোতে দেরি হয়েছে। এসজেডিএ’র চেয়ারম্যান রুদ্রনাথবাবু জানান, এত দিন ওই কাজ না-হওয়াটা দুঃখজনক। কেন তা হয়নি না ভেবে দ্রুত ওই কাজ করতে তাঁরা উদ্যোগী। তিনি বলেন, “এসজেডিএ এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতর এই ব্যাপারে সচেষ্ট হয়েছে। ৩টি পর্যায়ে প্রকল্পটি সম্পূর্ণ হবে। ১ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। তার মধ্যে ২ বছরের মধ্যে ২০০ কোটি টাকা ব্যয়ে প্রথম দফার কাজ সম্পূর্ণ হলে ৩ হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।” ভিডিওকন নিজেদের তথ্যপ্রযুক্তি কেন্দ্র যেমন গড়ে তুলবে তেমনই অন্যান্য সংস্থার জন্য তারা পরিকাঠামো গড়ে দেবে। তাতে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে অন্য সংস্থাগুলিও এখানে আসতে উৎসাহী হবে। তথ্য প্রযুক্তি কেন্দ্রগুলিতে ২৪ ঘন্টাই কাজ চলে। সে ক্ষেত্রে শহর থেকে কর্মীদের যাতায়াতের সুবন্দোবস্ত প্রয়োজন। তথ্য প্রযুক্তির ওই কেন্দ্র গড়ে ওঠার সঙ্গে সেই সব ব্যবস্থা করে ফেলে হবে বলে আশ্বস্ত করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। মাটিগাড়ায় চালু হওয়া ‘কাঞ্চন’ খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট লোকসানে চলায় তা অধিগ্রহণ করে ভিডিওকন। কাঞ্চনের কর্মীদের প্রশিক্ষণ দিয়ে টিভি, রেডিও তৈরির ইউনিট চালু করার কথা ছিল। কিন্তু এখনও তা চালু হয়নি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জানান, এই ব্যাপারেও কথা হয়েছে। কাঞ্চনের ইউনিটও দ্রুত চালু হবে বলে কর্তৃপক্ষ তাঁকে জানিয়েছেন। এসজেডিএ কর্তৃপক্ষের দাবি, তথ্যপ্রযুক্তি হাবের পুরো প্রকল্পটি গড়ে উঠলে ২০২০ সালের মধ্যে প্রায় ২০ হাজার লোকের কর্মসংস্থান হবে। মাটিগাড়ায় ইতিমধ্যে তথ্যপ্রযুক্তি কেন্দ্র চালু করেছে অপর একটি সংস্থা। বিশেষ করে এ ধরনের আইটি হাব শহরের উন্নয়নের মানচিত্র অনেকটাই বদলে দিতে সাহায্য করবে বলে তাঁরা আশাবাদী। ফুলবাড়িতে ইতিমধ্যেই ওই প্রকল্পের পরিকাঠামো গড়ে তুলতে সীমানা-প্রাচীর দেওয়ার কাজ শুরু করেছে সংস্থাটি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.