টুকরো খবর

বাড়িতে চুরি
দিনে-দুপুরে চুরির ঘটনা ঘটল বাঁকুড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বেলা সাড়ে ১০টা নাগাদ এই চুরির ঘটনা ঘটেছে জুনবেদিয়ার রাধাবল্লভপল্লির বাসিন্দা অজিত কুণ্ডুর বাড়িতে। অজিতবাবু জানান, এ দিন তিনি তাঁর স্ত্রীকে নিয়ে প্রতাপবাগানে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। তাঁর ছেলে সুভাষবাবু ব্যবসার কাজে বাইরে ছিলেন। ফিরে দেখেন বাড়ির মূল দরজার তালা ভাঙা। ঘরের ভিতরে আলমারির দরজা ভাঙা। আলমারির মধ্যে থাকা সোনার গয়না, নগদ টাকা চুরি হয়ে গিয়েছে। এ দিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুলিশ তদন্ত করছে। পড়শিরা ভিড় জমিয়েছেন। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে। কেউ ধরা পড়েনি।

আলোচনাসভা
রবীন্দ্রনাথের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে রবীন্দ্র ভাবনা শীর্ষক একটি আলোচনাসভা হয়েছে রঘুনাথপুরে। রবিবার জিডিল্যাং হাইস্কুলের শতবার্ষিকী ভবনে এই আলোচনাসভা হয়। রবীন্দ্র সার্ধশতজন্মবর্ষ পূর্তি উদ্যাপন কমিটির উদ্যোগে কবির প্রয়াণ দিবস উপলক্ষে রবি ও সোমবার একাধিক অনুষ্ঠানের আয়োজন করেছে। রবিবার সকালে আলোচনাসভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সারা বাংলা সার্ধশত রবীন্দ্রজন্মবর্ষ উদ্যাপন কমিটির সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক শ্রুতিনাথ চক্রবর্তী, রঘুনাথপুরের এসডিপিও দ্যুতিমান ভট্টাচার্য-সহ বিশিষ্টজনেরা। আজ, সোমবার অনুষ্ঠানের পাশাপাশি জিডিল্যাং হাইস্কুলে রবীন্দ্রনাথের আবক্ষমূর্তির উন্মোচন হবে।

সচেতনতা নিয়ে
নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে জেলাযুব কনভেনশন হয়েছে পুরুলিয়ায়। শনিবার শহরের বিকাশস্মৃতি ভবনে এই কনভেনশনে উপস্থিত ছিল জেলার ২০টি ব্লকের ৩০০টি ক্লাবের তরুণ-তরুণীরা। ছিলেন রাজ্যের স্বনির্ভর ও স্বনিযুক্তি দফতরের মন্ত্রী শান্তিরাম মাহাতো। নেহেরু যুবকেন্দ্রের সহঅধিকর্তা সুমন ভট্টাচার্য জানিয়েছেন, খেলাধুলার পাশাপাশি যুবক-যুবতীরা যাতে সমাজসেবামূলক কাজে সমানভাবে যোগ দেয় সে ব্যাপারে সচেতনতা প্রসারের লক্ষ্যে আলোচনা হয়েছে। বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংগঠনগুলিকে ফুটবল ও ভলিবল দিয়েছেন মন্ত্রী।

নাগরিক-কমিটি
পুলিশ ও নাগরিকদের মধ্যে সুসম্পর্ক বৃদ্ধির উদ্দেশ্যে জেলাস্তরে একটি নাগরিক কমিটি গঠিত হয়েছে। রবিবার এই উপলক্ষে বাঁকুড়ার পুলিশ লাইনে একটি বৈঠক হয়েছে। উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার প্রণব কুমার-সহ বাঁকুড়া, বিষ্ণুপুর, খাতড়ার তিন এসডিপিও-সহ বিশিষ্টজনেরা।

সাংস্কৃতিক অনুষ্ঠান
রবীন্দ্রনাথের জন্মের সার্ধ শতবর্ষ উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল তালড্যাংরায়। রবিবার তালড্যাংরা কমিউনিটি হলে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল তৃণমূলের শিক্ষা সেল। এ দিন সকাল ১০টায় শুরু হয়ে চার ঘন্টা অনুষ্ঠান চলে। অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি, কবিতা পাঠ প্রভৃতির আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে যোগ দিয়েছিল বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। পাশাপাশি, সংবর্ধনা দেওয়া হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ২২ জন কৃতি ছাত্রছাত্রীকে।

সম্মেলন
তৃণমূল শিক্ষা সেলের বাঁকুড়া সদর মহকুমা স্তরের সম্মেলন অনুষ্ঠিত হল বড়জোড়ার হাট আশুড়িয়ায়। রবিবার এই সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল শিক্ষা সেলের জেলা সভাপতি গৌতম গরাই-সহ ছাতনা বড়জোড়া এবং শালতোড়ার বিধায়কেরা। এ ছাড়াও ছিলেন বাঁকুড়ার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান রিঙ্কু বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের জেলা কার্যকরি সভাপতি অরূপ চক্রবর্তী।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.