|
|
|
|
দুর্ঘটনায় মৃত্যু চার জনের |
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর ও ময়ূরেশ্বর |
শনিবার গভীর রাত থেকে রবিবার বিকেল ৩টে পর্যন্ত পথ দুর্ঘটনায় বীরভূমে চার জনের মৃত্যু হয়েছে। মৃতেরা হলেন, সঞ্জয় বাগদি (৩৫), শেখ নইমুদ্দিন (২০), শেখ নাসিম (৩০) এবং নুর মহম্মদ মোল্লা (৩৫)।
রবিবার বিকেল ৩টে নাগাদ দুবরাজপুর থানা এলাকার বিরোধী মোড়ে, পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়কে ইলামবাজারমুখী একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে একটি ডাম্পারের মুখোমুখি ধাক্কা লাগে। গুরুতর জখম দু’টি গাড়ির পাঁচ জন। দুর্ঘটনার তীব্রতা এত বেশই ছিল যে, কে কোন গাড়ির চালক বা খালাসি সেটা নির্দিষ্ট করে বলতে পারেনি পুলিশ। ঘটনার পরে তিন জনকে দুবরাজপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং বাকি দু’জনকে সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু দুবরাজপুর হাসপাতালে নিয়ে যেতে না যেতেই মৃত্যু হয় শেখ নাসিমের। সম্ভবত তিনি ডাম্পারের চালক ছিলেন। দুবরাজপুর থেকে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় নুর মহম্মদ মোল্লার। আর সিউড়ি সদর হাসপাতালেই মৃত্যু হয় শেখ নইমুদ্দিনের। এই দুর্ঘটনার জেরে প্রায় তিন ঘণ্টা ওই রাস্তায় যানচলাচল ব্যহত হয়। দু’টি গাড়িকে পুলিশ আটক করেছে।
অন্য দিকে, শনিবার গভীর রাতে ময়ূরেশ্বর থানার মল্লারপুর হাসপাতাল পাড়ায় পানাগড়-মোরগ্রাম সড়কে আর একটি দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন রাতে বৃষ্টির জন্য রাস্তা লাগোয়া একটি ছউনিতে আশ্রয় নিয়েছিলেন মল্লারপুরের বাসিন্দা সঞ্জয় বাগদি। সেই সময় একটি ট্রাক ওই ছাউনির ভিতরে ঢুকে পড়ে। ট্রাকে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সঞ্জয়বাবুর। পুলিশ চালক-সহ ট্রাকটিকে আটক করেছে। |
|
|
|
|
|