বিষয়: কুইজ কনটেস্ট
যে সিকিয়োরিটি পাসটি নিয়ে সব জায়গায় যেতে পারি, সেটি সঙ্গে নিতে ভুলে গিয়েছিলাম, তাই এক ভূতপূর্ব প্রধানমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা কুইজমাস্টারকে কিছুতেই স্টুডিয়োতে ঢুকতে দিচ্ছিলেন না। এক অতিথি কুইজমাস্টার ‘সেলেব্রিটি রাউন্ড’-এ যে চারটি প্রশ্ন করবেন, অনুষ্ঠানের দু’দিন আগে তার রিহার্সাল দেওয়ার জন্য জোর করছিলেন। এক প্রাক্তন ক্রিকেটার অনুষ্ঠানের আসার জন্য টাকা চেয়েছিলেন এবং তাঁকে সবিনয়ে জানানো হয়েছিল যে, সেই দাবি মানা সম্ভব নয়। আমরা তাঁকে চকলেট খাওয়াতে চেয়েছিলাম। এই সব স্মৃতি টেলিভিশনে ‘ক্যাডবেরি কুইজ কনটেস্ট’-এর তেরোটা বছরের ভাণ্ডার থেকে তুলে আনা। সুসংবাদটা হচ্ছে এই যে, তোমাদের প্রিয় কুইজ-এর অনুষ্ঠানটি টিভিতে ফিরে আসছে। প্রতি রবিবার সকাল সাড়ে দশটায়। শুরু আগামী ১৪ অগস্ট।
জানো কি
১) এখনও পর্যন্ত ভারতের একমাত্র মহিলা অর্থমন্ত্রীর নাম কী?
২) উদয় কুমার কোন জাতীয় প্রতীক-চিহ্নের কল্পনা এবং অলঙ্করণ করেছেন?
৩) নিভি এবং গোণ্ড কায়দায় কী পরা হয়?
৪) ভারতের কোন বিখ্যাত পর্যটন কেন্দ্রে ‘লঘু সম্রাট’ এবং ‘ধ্রুব ভেদ’ নামক যন্ত্র দেখতে পাওয়া যায়?
৫) বিদ্যাধর ভট্টাচার্য ভারতের কোন রাজধানী শহরের পরিকল্পনা করেন?
৬) ভারতে বীরত্বের জন্য যে সব মেডেল দেওয়া হয়, তার কোনটিতে ইন্দ্রের বজ্র আঁকা থাকে?
৭) এ কালের এক প্রসিদ্ধ রত্নকে অনেকে পুরাণে বর্ণিত কোন বিখ্যাত মণি বলে মনে করেন?
৮) গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের একটি পেনসিল স্কেচ করেছিলেন এক বিদেশি শিল্পী। কে তিনি?
৯) ভারতের কোন বিখ্যাত ইমারত সত্তর কোটি ইট এবং ত্রিশ লক্ষ ঘন ফুট পাথর দিয়ে তৈরি?
১০) উপকথা অনুসারে, রাজা অমরশক্তির ছেলেদের জন্য কোন গল্প সংগ্রহ লেখা হয়েছিল?
১১) পুরীর জগন্নাথের মূর্তি নির্মাণ করতে কোন গাছের কাঠ ব্যবহার করা হয়?
১২) আদিতে অজমেঢ়-এর কচ্ছবয়াহাদের মালিকানাধীন জমিতে ইউনেসকো-র কোন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গড়ে উঠেছিল?
১৩) রাজস্থানের কর্ণী মাতা মন্দিরে কোন জন্তুদের পবিত্র বলে মনে করা হয়?
১৪) ভারতের কোন ন্যাশনাল পার্কে থাবা চিহ্নের সংখ্যা দেখে বিশ্বের প্রথম বাঘসুমারি পরিচালনা করা হয়?
১৫) ভারতে কোন বিশেষ দিনের সন্ধ্যেবেলায় ‘পদ্ম’ পুরস্কার ঘোষিত হয়?
১৬) মাদাম তুসোর মোম মিউজিয়মে প্রথম কোন ভারতীয় খেলোয়াড়ের মোমের মূর্তি বসানো হয়?
১৭) লখনউ-এর কোন বিখ্যাত কারুশিল্পে মুররি, বাখিয়া, জালি, টেপচি, টপ্পা, ধুম ও কাটাও সহ মোট ছত্রিশ ধরনের সেলাই ব্যবহার করা হয়?
১৮)
মহাত্মা গাঁধীর ছবি দেওয়া নোটের সিরিজে কাঞ্চনজঙ্ঘা পর্বতের ছবি থাকে কত টাকার নোটে?
১৯) কোন ভারতীয় বিজ্ঞানী ১৯০৭ সালে ইন্ডিয়ান সিভিল সার্ভিসে উত্তীর্ণ হয়ে কলকাতার অ্যাসিসট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট জেনারেল পদে নিযুক্ত হয়েছিলেন?
২০) খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে গণ্ডার এবং অন্যান্য প্রাণী হত্যা নিষিদ্ধ করে কে প্রথম বন্যপ্রাণী সংরক্ষণকে আইনি রূপ দিয়েছিলেন?
২১) ভারতে প্রথম কোন ট্রেনে যাত্রী মনোরঞ্জনের জন্য এল সি ডি টিভি লাগানো হয়েছে?
২২) কথিত আছে, ভারতের এক জন বিখ্যাত রানির নামে শৈল শহর রানিখেত-এর নামকরণ করা হয়েছে। কোন রানি?
২৩) বিশ্বের কোন ভৌগোলিক অঞ্চল থেকে বিশ্বের কুড়ি শতাংশ অক্সিজেন সৃষ্টি হয়?
২৪) গুয়াহাটি শহরের কোন মন্দির নীলাচল পাহাড়ের ওপর অবস্থিত?
২৫) কোন পাখিকে জনমত যাচাইয়ের মাধ্যমে ব্রিটেনে জাতীয় পাখি হিসেবে মনোনীত করা হয়েছে?
২৬) কোন মহাজাগতিক আবিষ্কারের জন্য আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংগঠন (ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমিকাল ইউনিয়ন) এডগার উইলসন পুরস্কার দিয়ে থাকে?
২৭) ‘তখ্ত-ই-তউস’ আমাদের কাছে কী নামে পরিচিত?
২৮) ১৮৪৪ সালে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ভারতে কোন পানীয় দ্রব্যের আবিষ্কারের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছিলেন?
২৯) মানব দেহে কোন ধাতু সবচেয়ে বেশি পাওয়া যায়?
৩০) পৃথিবীতে কোন ছোঁয়াচে রোগ সবচেয়ে বেশি হয়?
৩১) ১৮৭৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ১৭৪,৪৬৫ নম্বরের যে পেটেন্টটি জারি হয়েছিল সেটি পরে বিশ্বের ‘সবচেয়ে মূল্যবান পেটেন্ট’ হিসেবে চিহ্নিত হয়। কেন?
৩২) ‘ফেস ট্র্যাকিং’ সফটওয়্যারের সাহায্যে করা অ্যামস্টারডাম বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা অনুসারে বিশ্বের কোন বিখ্যাত মুখ ৮৩ শতাংশ খুশি, ৯ শতাংশ বিরক্ত, ৬ শতাংশ ভীত এবং ২ শতাংশ ক্রুদ্ধ বলে জানা গিয়েছিল?
৩৩) কোন প্রাকৃতিক ঘটনা দেখতে আকাশে যে দিকে সূর্য তার উল্টো দিকে বিয়াল্লিশ ডিগ্রি ওপরে তাকাতে হবে?
৩৪) ১৯৬৫ সালে ভারতে প্রথম কোন ইউনেসকো হেরিটেজ সাইটে সন-এ-লুমিয়ের (লাইট অ্যান্ড সাউন্ড) শো হয়েছিল?
৩৫) কর্নাটকের কোন প্রাক্তন ক্রিকেটারভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি এক দিনের ক্রিকেটে ম্যাচ রেফারি হয়েছেন?
৩৬) ৩০৩ নিব-এর পেন ব্যবহার করে প্রেম বিহারি নারায়ণ রায়জাদা নিজের হাতে সুন্দর করে ভারতের কোন গুরুত্বপূর্ণ নথিটি লিখেছিলেন?
৩৭) মানবদেহের কোন অঙ্গ সবচেয়ে বেশি দান করা হয়?
৩৮) ভারতের কোন রাজ্যের বাসিন্দারা প্রথম ‘আধার কার্ড’ (ভারতীয়দের জন্য বিশেষ পরিচয়পত্র) পেয়েছেন?
৩৯) প্রতি বছর ভারতের কোন স্থানে সব থেকে বেশি চুল দান করা হয়?
৪০) মানবদেহের কোন অঙ্গ অন্যান্য অঙ্গের তুলনায় বেশি তাপ উৎপাদন করে?
৪১) ‘প্ল্যাঙ্ক থিয়োরি’র ওপর সত্যেন্দ্রনাথ বসুর গবেষণামূলক রচনা ১৯২৪ সালে জার্মান ভাষায় অনুবাদ করেন কোন বিখ্যাত বিজ্ঞানী?
৪২) পাউরুটি বানাতে সাধারণত কোন তরল পদার্থ ব্যবহার করা হয়?
৪৩) নালন্দা বিশ্ববিদ্যালয়ে কোন বিদেশি পর্যটককে ‘মোক্ষদেব’ নামে ডাকা হত?
৪৪) ইংরেজি ভাষায় ১৭০০ শব্দ সৃষ্টি করার কৃতিত্ব কোন ইংরেজ নাট্যকারের?
৪৫) ফুটবল বিশ্বকাপে কত নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সবচেয়ে বেশি গোল করেছেন?
৪৬) পুরাণ অনুসারে জরাসন্ধের রাজ্য থেকে ছত্রিশটি চর্মকার পরিবার দক্ষিণে অধিবাসী হন। এই সূত্রে ভারতের কোন রাজ্যের নামকরণ হয়েছে?
৪৭) কোন ইয়োরোপীয় শহর ১৭৭টি দ্বীপ, ১৫০ খাল এবং ৪০০ সেতু নিয়ে তৈরি?
৪৮) অবধি বিরিয়ানিতে নবাব ওয়াজিদ আলি শাহ কোন সবজি যোগ করেছিলেন?
৪৯) ভারতে জাতীয় টিকাকরণ দিবসে কোন রোগ প্রতিরোধের জন্য শিশুদের টিকা লাগানো হয়?
৫০) পুরাণ অনুসারে রাজা জনক তাঁর চিত্রকরদের রামচন্দ্র ও সীতার বিয়ের ছবি আঁকতে বলেছিলেন। সেই ছবি থেকে কোন ধরনের চিত্রশিল্পের জন্ম হয়?
উত্তর
১) ইন্দিরা গাঁধী। ২) ভারতীয় টাকার চিহ্ন। ৩) শাড়ি। ৪) যন্তর মন্তর (জয়পুর)। ৫) জয়পুর। ৬) পরম বীর চক্র।
৭) কোহিনুর। ৮) উইলিয়াম রথেনস্টাইন। ৯) রাষ্ট্রপতি ভবন। ১০) পঞ্চতন্ত্র। ১১) নিম। ১২) তাজমহল।
১৩) ইঁদুর। ১৪) পালামৌ ন্যাশনাল পার্ক। ১৫) ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। ১৬) সচিন তেন্ডুলকর।
১৭) চিকন। ১৮) ১০০ টাকা। ১৯) সি ভি রমণ। ২০) সম্রাট অশোক।
২১) শতাব্দী এক্সপ্রেস (মুম্বই-আমদাবাদ)।২২) রানি পদ্মিনী। ২৩) অ্যামাজন রেন ফরেস্ট।
২৪) কামাখ্যা মন্দির। ২৫) ইয়োরোপিয়ান রবিন। ২৬) ধুমকেতু।
২৭) ময়ূর সিংহাসন। ২৮) চা। ২৯) ক্যালসিয়াম। ৩০) সাধারণ সর্দি-কাশি।
৩১) এটি ছিল অ্যালেজান্ডার গ্রাহাম বেল-এর আবিষ্কৃত ইলেকট্রিক টেলিফোন-এর পেটেন্ট।
৩২) মোনাসিলা। ৩৩) রামধনু। ৩৪) লাল কেল্লা। ৩৫) জাভাগল শ্রীনাথ। ৩৬) ভারতের সংবিধান।
৩৭) কিড্নি। ৩৮) মহারাষ্ট্র। ৩৯) তিরুমল তিরুপতি দেবস্থানম। ৪০) লিভার। ৪১) অ্যালবার্ট আইনস্টাইন।
৪২) জল। ৪৩) হিউয়েন সাং। ৪৪) উইলিয়াম শেক্সপিয়র। ৪৫)৪৬) ছত্তীসগঢ়। ৪৭) ভেনিস।
৪৮) আলু। ৪৯) পোলিয়ো। ৫০) মধুবনি চিত্রকলা।
Previous Item Next Item


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.