যে সিকিয়োরিটি পাসটি নিয়ে সব জায়গায় যেতে পারি, সেটি সঙ্গে নিতে ভুলে গিয়েছিলাম, তাই এক ভূতপূর্ব প্রধানমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা কুইজমাস্টারকে কিছুতেই স্টুডিয়োতে ঢুকতে দিচ্ছিলেন না। এক অতিথি কুইজমাস্টার ‘সেলেব্রিটি রাউন্ড’-এ যে চারটি প্রশ্ন করবেন, অনুষ্ঠানের দু’দিন আগে তার রিহার্সাল দেওয়ার জন্য জোর করছিলেন। এক প্রাক্তন ক্রিকেটার অনুষ্ঠানের আসার জন্য টাকা চেয়েছিলেন এবং তাঁকে সবিনয়ে জানানো হয়েছিল যে, সেই দাবি মানা সম্ভব নয়। আমরা তাঁকে চকলেট খাওয়াতে চেয়েছিলাম। এই সব স্মৃতি টেলিভিশনে ‘ক্যাডবেরি কুইজ কনটেস্ট’-এর তেরোটা বছরের ভাণ্ডার থেকে তুলে আনা। সুসংবাদটা হচ্ছে এই যে, তোমাদের প্রিয় কুইজ-এর অনুষ্ঠানটি টিভিতে ফিরে আসছে। প্রতি রবিবার সকাল সাড়ে দশটায়। শুরু আগামী ১৪ অগস্ট। |
১৫) ভারতে কোন বিশেষ দিনের সন্ধ্যেবেলায় ‘পদ্ম’ পুরস্কার ঘোষিত হয়?
১৬) মাদাম তুসোর মোম মিউজিয়মে প্রথম কোন ভারতীয় খেলোয়াড়ের মোমের মূর্তি বসানো হয়?
১৭) লখনউ-এর কোন বিখ্যাত কারুশিল্পে মুররি, বাখিয়া, জালি, টেপচি, টপ্পা, ধুম ও কাটাও সহ মোট ছত্রিশ ধরনের সেলাই ব্যবহার করা হয়?
১৮) মহাত্মা গাঁধীর ছবি দেওয়া নোটের সিরিজে কাঞ্চনজঙ্ঘা পর্বতের ছবি থাকে কত টাকার নোটে?
১৯) কোন ভারতীয় বিজ্ঞানী ১৯০৭ সালে ইন্ডিয়ান সিভিল সার্ভিসে উত্তীর্ণ হয়ে কলকাতার অ্যাসিসট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট জেনারেল পদে নিযুক্ত হয়েছিলেন?
২০) খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে গণ্ডার এবং অন্যান্য প্রাণী হত্যা নিষিদ্ধ করে কে প্রথম বন্যপ্রাণী সংরক্ষণকে আইনি রূপ দিয়েছিলেন?
২১) ভারতে প্রথম কোন ট্রেনে যাত্রী মনোরঞ্জনের জন্য এল সি ডি টিভি লাগানো হয়েছে?
২২) কথিত আছে, ভারতের এক জন বিখ্যাত রানির নামে শৈল শহর রানিখেত-এর নামকরণ করা হয়েছে। কোন রানি?
২৩) বিশ্বের কোন ভৌগোলিক অঞ্চল থেকে বিশ্বের কুড়ি শতাংশ অক্সিজেন সৃষ্টি হয়?
২৪) গুয়াহাটি শহরের কোন মন্দির নীলাচল পাহাড়ের ওপর অবস্থিত?
২৫) কোন পাখিকে জনমত যাচাইয়ের মাধ্যমে ব্রিটেনে জাতীয় পাখি হিসেবে মনোনীত করা হয়েছে?
২৬) কোন মহাজাগতিক আবিষ্কারের জন্য আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংগঠন (ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমিকাল ইউনিয়ন) এডগার উইলসন পুরস্কার দিয়ে থাকে?
২৭) ‘তখ্ত-ই-তউস’ আমাদের কাছে কী নামে পরিচিত?
২৮) ১৮৪৪ সালে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ভারতে কোন পানীয় দ্রব্যের আবিষ্কারের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছিলেন?
২৯) মানব দেহে কোন ধাতু সবচেয়ে বেশি পাওয়া যায়?
৩০) পৃথিবীতে কোন ছোঁয়াচে রোগ সবচেয়ে বেশি হয়?
৩১) ১৮৭৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ১৭৪,৪৬৫ নম্বরের যে পেটেন্টটি জারি হয়েছিল সেটি পরে বিশ্বের ‘সবচেয়ে মূল্যবান পেটেন্ট’ হিসেবে চিহ্নিত হয়। কেন?
৩২) ‘ফেস ট্র্যাকিং’ সফটওয়্যারের সাহায্যে করা অ্যামস্টারডাম বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা অনুসারে বিশ্বের কোন বিখ্যাত মুখ ৮৩ শতাংশ খুশি, ৯ শতাংশ বিরক্ত, ৬ শতাংশ ভীত এবং ২ শতাংশ ক্রুদ্ধ বলে জানা গিয়েছিল? |
১) ইন্দিরা গাঁধী। ২) ভারতীয় টাকার চিহ্ন। ৩) শাড়ি। ৪) যন্তর মন্তর (জয়পুর)। ৫) জয়পুর। ৬) পরম বীর চক্র। ৭) কোহিনুর। ৮) উইলিয়াম রথেনস্টাইন। ৯) রাষ্ট্রপতি ভবন। ১০) পঞ্চতন্ত্র। ১১) নিম। ১২) তাজমহল। ১৩) ইঁদুর। ১৪) পালামৌ ন্যাশনাল পার্ক।
১৫) ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস।
১৬) সচিন তেন্ডুলকর।
১৭) চিকন। ১৮) ১০০ টাকা।
১৯) সি ভি রমণ।
২০) সম্রাট অশোক।
২১) শতাব্দী এক্সপ্রেস (মুম্বই-আমদাবাদ)।২২) রানি পদ্মিনী। ২৩) অ্যামাজন রেন ফরেস্ট। ২৪) কামাখ্যা মন্দির।
২৫) ইয়োরোপিয়ান রবিন।
২৬) ধুমকেতু। ২৭) ময়ূর সিংহাসন।
২৮) চা।
২৯) ক্যালসিয়াম।
৩০) সাধারণ সর্দি-কাশি। ৩১) এটি ছিল অ্যালেজান্ডার গ্রাহাম বেল-এর আবিষ্কৃত ইলেকট্রিক টেলিফোন-এর পেটেন্ট। ৩২) মোনাসিলা।
৩৩) রামধনু।
৩৪) লাল কেল্লা।
৩৫) জাভাগল শ্রীনাথ।
৩৬) ভারতের সংবিধান। ৩৭) কিড্নি।
৩৮) মহারাষ্ট্র।
৩৯) তিরুমল তিরুপতি দেবস্থানম।
৪০) লিভার।
৪১) অ্যালবার্ট আইনস্টাইন। ৪২) জল।
৪৩) হিউয়েন সাং।
৪৪) উইলিয়াম শেক্সপিয়র।
৪৫) ৯
৪৬) ছত্তীসগঢ়।
৪৭) ভেনিস। ৪৮) আলু।
৪৯) পোলিয়ো।
৫০) মধুবনি চিত্রকলা। |