|
|
|
|
|
|
|
নোটিস বোর্ড |
|
|
|
রামকৃষ্ণ সারদা মিশন মার্তৃ ভবন হসপিটাল-এর স্কুল অব নার্সিং-এ জেনারেল নার্সিং ও মিডওয়াইফরি কোর্সে ভর্তির জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে। কোর্সের মেয়াদ সাড়ে তিন বছর। যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ। যোগাযোগ: ২৪৬৪-৪৯৩৭/ ২৪৬৬-৮২০৭।
হুইসলিং উডস ইন্টারন্যাশনাল স্কুল অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন মিডিয়া ও কমিউনিকেশন-এ দু’বছরের পূর্ণ সময়ের স্নাতকোত্তর প্রোগ্রাম চালু করেছে। ওয়েবসাইট: www.whistlingwoods.net.
সত্যজিৎ রায় ফিল্ম এবং টেলিভিশন ইনস্টিটিউট, কলকাতা কয়েকটি বিষয়ে তিন বছরের স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য আবেদন জমা নিচ্ছে। কোর্সগুলি: ১) নির্দেশনা ও চিত্রনাট্য, ২) চলচ্চিত্রায়ন, ৩) সম্পাদনা ও ৪) ধ্বনিবিজ্ঞান। যোগ্যতা: যে কোনও বিষয়ে স্নাতক। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৪ অগস্ট। ওয়েবসাইট: www.srfti.gov.in
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত ইন্ডিয়ান ইকনমিক সার্ভিস/ ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল সার্ভিস পরীক্ষা হবে ৩ ডিসেম্বর। যোগ্যতা: ইন্ডিয়ান ইকনমিক সার্ভিস-এর ক্ষেত্রে প্রার্থীকে ইকনমিক্স/ অ্যাপ্লায়েড ইকনমিক্স/ বিজনেস ইকনমিক্স/ ইকনোমেট্রিক্স-এ স্নাতকোত্তর হতে হবে। আর ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল সার্ভিস-এর ক্ষেত্রে স্ট্যাটিসটিক্স/ অ্যাপ্লায়েড স্ট্যাটিসটিক্স/ ম্যাথমেটিকাল স্ট্যাটিসটিক্সে স্নাতকোত্তর পাশ করতে হবে। অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৯ অগস্ট। আর অফলাইনে আবেদন জমা দিতে হবে ৫ সেপ্টেম্বরের মধ্যে। বিশদে জানতে দেখতে হবে ওয়েবসাইট www.upsc.gov.in.
রূপকলা কেন্দ্র বিভিন্ন বিষয়ে দু’বছরের পূর্ণ সময়ের স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স করাবে। বিষয়গুলি: ১) ডেভেলপমেন্ট কমিউনিকেশন, ২) ডিরেকশন, ৩) মোশন পিকচার ফটোগ্রাফি, ৪) এডিটিং, ৫) সাউন্ড ডিজাইন, ৬) অ্যানিমেশন ক্রিয়েশন অ্যান্ড ডিরেকশন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১০ অগস্ট। ফোন: ২৩৫৭-৫৭৪৩/ ২৩৫৭-৫৮৪০।
দিল্লি স্কুল অব কমিউনিকেশন-এ দু’বছরের ডুয়াল কোয়ালিফিকেশন প্রোগ্রাম করানো হচ্ছে। কোর্সগুলি হল পোস্ট ডিপ্লোমা প্রোগ্রাম ইন কমিউনিকেশন ও মাস্টার অব মাস কমিউনিকেশন। ওয়েবসাইট: www.dsc.edu.in |
|
|
|
|
|