|
|
|
|
|
|
|
ঋণের ঊর্ধ্বসীমা বাড়াল মার্কিন কংগ্রেস |
মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারি আয়ব্যয়ের প্রস্তাবে কংগ্রেস অর্থাৎ আইনসভার অনুমোদন দরকার হয়। এক সময় সরকারের প্রত্যেকটি ঋণ নেওয়ার প্রস্তাব কংগ্রেসকে দিয়ে পাশ করিয়ে নিতে হত। প্রথম মহাযুদ্ধের সময় নতুন নিয়ম হল কংগ্রেস মোট ঋণের মাত্রা বেঁধে দেবে, তার মধ্যে থাকতে পারলে সরকারকে আলাদা করে ঋণের জন্য অনুমতি নিতে হবে না। সেই থেকে নিয়মিত ঋণের সীমা বাড়ানো হয়ে আসছে, অনেক সময়েই বছরে একাধিক বার। সর্বশেষ সীমাটি ছিল ১৪ লক্ষ ৩০ হাজার কোটি ডলার। এই সীমার মধ্যে থেকে ২ অগস্ট অবধি নির্ধারিত খরচ টানা যেত, তার পরেই দরকার হত ঋণের পরিমাণ বাড়ানোর।
অথচ কিছুতেই সেই ঋণ বাড়ানোর নীতিতে আইনসভার অনুমোদন মিলছিল না। মার্কিন কংগ্রেসের দুই সভা: সেনেট এবং প্রতিনিধিসভা (হাউস অব রিপ্রেজেন্টেটিভস)। প্রথমটিতে এখন ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠ, দ্বিতীয়টিতে রিপাবলিকানরা। দুই দলই চায়, বাজেটের ঘাটতি কমানো হোক। কিন্তু রিপাবলিকানরা কর বাড়ানোর বিরোধী, তাঁরা চান সামাজিক নিরাপত্তা বা চিকিৎসার মতো সামাজিক খাত সহ নানা ক্ষেত্রে সরকারি ব্যয় কমিয়ে ঘাটতি কমানো হোক। সামাজিক ব্যয় কমানোয় ডেমোক্র্যাটদের ঘোর আপত্তি, তাঁদের প্রস্তাব সম্পন্ন শ্রেণির নাগরিকদের কাছে কর আদায় বাড়ানো হোক। দু’তরফের মতানৈক্যে ঘোর সংকট দেখা দিয়েছিল।
শেষ পর্যন্ত আপস হয়েছে। ঋণের সীমা অন্তত ২ লক্ষ ১০ হাজার কোটি টাকা বাড়ানো হবে। সরকারি ঘাটতি কমানো হবে আগামী দশ বছরে অন্তত ২ লক্ষ ৪০ হাজার কোটি টাকা। কী ভাবে? বেশির ভাগটাই ঠিক করবে কংগ্রেসের দুই সভার বারো জন প্রতিনিধি নিয়ে গঠিত এক কমিটি। দুই দলের সমানসংখ্যক সদস্য থাকবেন সেই কমিটিতে। |
|
|
চিনে আবার উইগুর সমস্যা। উইগুর বিচ্ছিন্নতাবাদীরা নাকি বেজিং-কে আবারও জেরবার করে দিচ্ছে। উইগুররা চিনের উত্তর-পশ্চিম প্রান্তে জিনজিয়াং প্রদেশের অধিবাসী। তার পূর্বে মঙ্গোলিয়া, পশ্চিমে কাজাকিস্তান, কিরঘিজস্তান ও তাজিকিস্তান, দক্ষিণে পাক-অধিকৃত কাশ্মীর ও তিব্বত। সমাজ-সংস্কৃতির দিক দিয়ে এরা একেবারেই চিনাদের মতো নয়, বরং মধ্য-এশীয় দেশগুলির মতো, ধর্মে মুসলিম, তুর্ক প্রজাতীয়। ১৯৪৯ সাল থেকে কমিউনিস্ট চিন জিনজিয়াং অধিকার করে অন্যতম প্রদেশ বানিয়ে নেয়। স্বাধীন দেশ হিসেবে স্বীকৃত হওয়ার জন্যই ১৯৯০ থেকে চলছে উইগুর আন্দোলন, যা প্রায়শ ব্যাপক হিংসাত্মক আকার নেয়। তবে চিনা রাষ্ট্রের দমননীতিও এ ক্ষেত্রে মারাত্মক। সম্প্রতি চিন তার বন্ধু পাকিস্তানের বিরুদ্ধেও উইগুর বিচ্ছিন্নতাবাদীদের মদত দেওয়ার তীব্র অভিযোগ তুলেছে। |
|
অনেক স্মার্টফোনই এখন অ্যান্ড্রয়েড ব্যবহার করছে। এটি এক ধরনের অপারেটিং সিস্টেম। ২০০৫ সালে গুগল এই সফ্টওয়্যার কোড বাজারে ছাড়ে। নেক্সাস এস, এইচ টি সি, এল জি, স্যামসাং, সোনি এরিকসন-এর টাচফোন সিরিজে অ্যান্ড্রয়েড পরিষেবা পাওয়া যায়। এর মূল বৈশিষ্ট্য অত্যাধুনিক ইউজার-ইন্টারফেস। ৩০০টিরও বেশি অ্যান্ড্রয়েড ডিভাইসে দু’লাখেরও বেশি অ্যাপ্লিকেশন আছে। যেমন ডিজিট্যাল ক্যামেরা, গেমিং, নোটপ্যাড, একাধিক ভাষার ডিকশনারি, ই-বুক পড়ার সুবিধা, গুগল ম্যাপ, ট্র্যাফিকের খবর, এম পি থ্রি ও ফোর, ওজিজি, জেপেগ ইত্যাদি সব ধরনের মিডিয়া ফাইল চালানোর সুবিধা, অ্যানড্রয়েড মার্কেট, রেন্ট মুভিজ ইত্যাদি ইত্যাদি। এদের অনেকগুলোই এক সঙ্গে ব্যবহার করা যায়। একই ফোনে তুমি হয়তো ভিডিয়ো কল করছ কাউকে, নেটবান্ধবরা হাজারো সাইটে সারা ক্ষণ অনলাইন দেখছে তোমাকে, মেসেজ বা মেল করলেই স্ক্রিনের এক কোণে ফুটে উঠছে। (ওয়াই ফাই ও থ্রিজি পরিষেবার জন্য সব জায়গায় ওয়্যারলেস ইন্টারনেট পাওয়া যায়।) একই সময়ে ফোন লাইব্রেরি থেকে পছন্দমতো গান বেছে অ্যামপ্লিফায়ারে বাজাচ্ছ। গান-ছবি, ভিডিয়ো, সিনেমা যত খুশি ডাউনলোড করে জমানো যায়, মেমরি বিস্তর।
তবে অ্যাপ্লিকেশন-এর ইউজার বেস (সংখ্যা) হিসাব করলে আইওএস (যে অপারেটিং সিস্টেম অ্যাপ্ল-এর আই ফোন বা আই প্যাড ব্যবহার করে) অ্যানড্রয়েডের থেকে অনেক এগিয়ে। আইওএস-এর অ্যাপস্টোর থেকে পাঁচ লাখেরও বেশি অ্যাপ্লিকেশন ডাউনলোড করা যায়। আইওএস ‘প্রোপ্রাইটরি সিস্টেম’, অ্যানড্রয়েড ‘ওপেন সোর্স’ ব্যবহার করা যায় অবাধে। |
|
নরওয়ে |
গত ২২ জুলাই জোড়া সন্ত্রাসবাদী হামলায় কেঁপে উঠল নরওয়ে। রাজধানী অসলোয় হল ভয়ঙ্কর বিস্ফোরণ। আর অসলোর উত্তর-পশ্চিমে ইউটোয়া দ্বীপে ক্ষমতাসীন লেবার পার্টির যুব শিবিরে অ্যান্ডার্স বেরিং ব্রেইভিক নামক এক ব্যক্তি এলোপাথাড়ি গুলি চালালেন। দুটি ঘটনায় মৃতের সংখ্যা এখনও পর্যন্ত একশো ছুঁই ছুই।
|
সুখ |
রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে সিদ্ধান্ত উন্নয়ন এবং অগ্রগতির একটি মাপকাঠি হিসেবে এ বার থেকে ‘হ্যাপিনেস’ বা ‘সুখ’ও বিবেচিত হবে। এই বৈপ্লবিক সংযোজন নিয়ে এল ভূটান।
|
এনএকেব্রাউন |
ভারতের নতুন এয়ার চিফ মার্শাল (বিমানবাহিনী প্রধান) হতে চলেছেন নরম্যান অনিল কুমার ব্রাউন।
|
মূল্যবৃদ্ধি |
মূল্যবৃদ্ধির হারে রাশ টানতে ফের সুদ বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক। গত পনেরো মাসে এই নিয়ে এগারো বার। এর ফলে রেপো রেট (স্বল্পকালীন মেয়াদে ব্যাঙ্কগুলি রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে যে সুদে ঋণ পায়) ৭.৫ থেকে বাড়িয়ে ৮ শতাংশ করা হল। আর রিজার্ভ রেপো রেট (যে সুদে রিজার্ভ ব্যাঙ্ক ব্যাঙ্কগুলির স্বল্পমেয়াদি আমানত রাখে) ৬.৫ থেকে ৭ শতাংশ করা হল।
|
ইন্দিরা |
ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীকে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা’ দেওয়া হল।
|
ভারত |
• আগামী মাসে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবে ভারত। ১৯ বছর পর এই দায়িত্ব পেল অস্থায়ী সদস্য ভারত। • মহারাষ্ট্রে গরিব চাষীদের ধার দিয়ে সাহায্য করার জন্য নীলিমা মিশ্র এবং সৌর বিদ্যুৎ নিয়ে বৈপ্লবিক কাজ করার জন্য হরিশ হান্ডে ২০১১ সালের রামন ম্যাগসাইসাই পুরস্কার পাচ্ছেন। |
|
|
|
|
|