ব্যারাকপুরের ব্যস্ত রাস্তার উপরেই প্রায় এক ঘণ্টা ধরে পড়ে থাকল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দেহ। এই নিয়ে রবিবার রাতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কী ভাবে ওই ব্যক্তির মৃত্যু হল, তা নিয়ে শুরু হয় জল্পনা। রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ব্যারাকপুরের এস এন ব্যানার্জি রোডে মৃতদেহটি পড়ে ছিল বলে পুলিশি সূত্রের খবর। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, কোনও গাড়ির ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। গভীর রাত পর্যন্ত পুলিশ মৃতের নাম ও পরিচয় জানতে পারেনি।
|
একটি বাড়ির জলের ট্যাঙ্কের নীচ থেকে ৩৫০ গ্রাম হেরোইন উদ্ধার করল পুলিশ। রবিবার সকালে, বারাসতের হৃদয়পুরে। পুলিশ জানায়, বাড়ির মালিকের নাম দেবোপম বিশ্বাস। পেশায় ক্রিকেট খেলোয়াড় দেবোপমবাবু রেলে কর্মরত। পুলিশের অনুমান, ওই বাড়িতে বাইরের কেউ মাদকদ্রব্য রেখে যায়। উদ্ধার হওয়া হেরোইনের দাম প্রায় ৩৫ লক্ষ টাকা বলে জানায় পুলিশ। এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।
|
কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসাধীন থাকা ভাঙড়ের নারায়ণপুর পঞ্চায়েতের মৌলিমুকুন্দ মেটিয়াপাড়ার বাসিন্দা আয়েশা খাতুনের (১৭) মৃত্যু হল শনিবার রাতে। তাকে শুক্রবার রাতে ওই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পরে তাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে ডালাপুকুর-পদ্মপুকুর গ্রামের বাসিন্দা, তার ‘প্রেমিক’ সরিফুল আলি মোল্লা এবং তাঁর দুই ভাই সফিজুল-মফিজুলকে পুলিশ শনিবারই গ্রেফতার করেছিল। পুলিশ জানায়, ময়না-তদন্তের পরে দেহটি আয়েশার পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হবে।
|
ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া চার সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ভাঙড়ের বৈরামপুর থেকে হাফিজুল ঢালি, আলি হোসেন লস্কর, বাবলু মোল্লা এবং সিরাজুল মোল্লা নামে ওই চার জনকে ধরা হয়। প্রথম দু’জনের বাড়ি যথাক্রমে কেএলসি থানা এলাকার উশপাড়া এবং শ্যাওড়াদাঁড়িয়ায়। বাকি দু’জন ভাঙড়ের তালদিঘির বাসিন্দা। পুলিশ জানায়, ধৃতদের কাছ থেকে ১টি গুলিভর্তি পাইপগান, ৩ রাউন্ড গুলি, ৯টি তাজা বোমা এবং একটি চোরাই মোটরবাইক উদ্ধার করা হয়েছে। ডাকাতির উদ্দেশ্যে প্রায় ১০ জনের একটি দল জড়ো হয়েছিল। ওই চার জন ধরা পড়লেও বাকিরা পালায়। ধৃতদের শনিবার আলিপুর আদালতে তোলা হয়। বিচারক ৪ জনকেই ১২ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।
|
গাছ চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। রবিবার সকালে, ব্যারাকপুর-বারাসত রোডে দেবপুকুরে। মৃতের নাম মানিক দাস (৬২)। পুলিশ জানায়, পেশায় মাছ ব্যবসায়ী মানিকবাবু এ দিন সাইকেল করে আসছিলেন। সে সময়ে একটি বট গাছ তাঁর উপরে পড়ে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মানিকবাবুকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার জেরে ওই রাস্তায় দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়।
|
এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর মসজিদবাটি এলাকায় রাস্তার ধারে বছর চল্লিশের ওই ব্যক্তির দেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ জানায়, মৃতের দেহে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। মৃতদেহটি ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে। |