দোকানে যাওয়ার পথে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম হলেন বনগাঁর এক যুবক। শনিবার রাতে ঘটনাটি ঘটে চাঁপাবেড়িয়া এলাকায়। আহত গোপাল কুণ্ডু নামে ওই যুবককে প্রথমে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে কলকাতার আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করানো হয়।
প্রাথমিক তদন্তের পরে এসডিপিও (বনগাঁ) বিমলকান্তি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দুষ্কৃতীরা অন্য কাউকে গুলি করে খুন করতে চেয়েছিল। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই যুবকের গায়ে লাগে। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। গোপালেরও অনুমান, দুষ্কৃতীরা তাঁকে মারতে আসেনি। |
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপাল কাগজের বাক্স বিক্রির ব্যবসা করেন। চাঁপাবেড়িয়া এলাকাতেই থাকেন। শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ তিনি রাস্তার ধারে নিজের মোটরবাইক রেখে একটি দোকান থেকে ব্যবসার টাকা আনতে যাচ্ছিলেন। সেই সময়ে আরও কয়েকটি বাইকে কয়েক জন দুষ্কৃতী ওই এলাকায় এসে কয়েক রাউন্ড গুলি চালায়। গোপালের পেটের বাঁ দিক দিয়ে একটি গুলি ঢুকে বেরিয়ে যায়। অন্য কেউ অবশ্য গুলিবিদ্ধ হননি। যাওয়ার সময়ে দুষ্কৃতীরা গোপালের বাইকটিও নিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুষ্কৃতীদের একটি বাইক উদ্ধার করেছে পুলিশ। গোপাল বলেন, “আমার পাশে এক যুবক হাঁটছিলেন। মনে হয় দুষ্কৃতীরা তাঁকে খুন করতে এসেছিল। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়।” এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। পুলিশ টহল বাড়ানো হয়। রবিবার এলাকায় গিয়ে বনগাঁ উত্তর কেন্দ্রের তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। নিরাপত্তার আশ্বাস দেন। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই দুষ্কৃতীরা এলাকা দখলের লড়াই চালাচ্ছে। সেই কারণেই এ দিন গুলি চালানো হয়েছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। |