জমি নিয়ে সংঘর্ষের জেরে সিপিএম সমর্থক কিছু পরিবারকে ঘরছাড়া করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের বুধাখালি গ্রাম পঞ্চায়েতের ফটিকপুর গ্রামে। স্থানীয় সিপিএম নেতৃত্বের অভিযোগ, এ ব্যাপারে পুলিশকে জানানো হলেও ঘরছাড়া ওই সিপিএম সমর্থক পরিবারগুলিকে গ্রামে ফেরানোর ব্যাপারে কোনও ব্যবস্থা নেয়নি তারা। তাঁদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল বিধায়ক মণ্টুরাম পাখিরা বলেন, “এই সংঘর্ষের জন্য সিপিএমই দায়ী। ওরাই আমাদের সমর্থকদের উপরে হামলা করে।” ঘরছাড়াদের প্রসঙ্গে তাঁর বক্তব্য, “আমি চাই না আমার এলাকার কেউ ঘরছাড়া থাকুক। আমাদের দলের কর্মীদেরও বলে দিয়েছি কোনওরকম গোলমাল না করতে।”
কাকদ্বীপের মহকুমাশাসক রাহুল মজুমদার বলেন, “এলাকার সিপিএম নেতৃত্ব থেকে ঘরছাড়াদের বিষয়ে আমাকে জানানো হয়েছিল। কিন্তু যাঁরা ঘরছাড়া তাঁরা এমন কোনও অভিযোগ করেননি। তবু বিষয়টি সম্পর্কে পুলিশকে বিস্তারিত খোঁজ নিতে বলেছি।” |
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন দশেক আগে কাকদ্বীপের বুধাখালি গ্রাম পঞ্চায়েতের ফটিকপুর গ্রামে নয় একর জমির দখলকে কেন্দ্র করে সিপিএম এবং তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয়পক্ষের ৮-১০ জন জখম হন। সিপিএমের অভিযোগ, এর পরে তৃণমূলের লোকজন গ্রামে বেছে বেছে তাদের দলের সমর্থকদের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর, লুঠপাট ও মারধর করে। এমনকী বৃদ্ধ-বৃদ্ধা এবং শিশুরাও হামলাকারীদের হাত থেকে রেহাই পায়নি। হামলাকারীদের ভয়ে গ্রামের ১৩-১৪টি পরিবার গ্রাম ছেড়ে সপ্তমুখী নদী পেরিয়ে জঙ্গলে আশ্রয় নিয়ে কোনওমতে দিন কাটাচ্ছেন। রবিবার ফটিকপুর গ্রামে গিয়ে দেখা গেল, ১০-১২টি বাড়ির লন্ডভন্ড দশা। টালির চাল ভাঙা। ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জিনিসপত্র। পরিত্যক্ত ধানের গোলা। নদীর ওপারে ঘরছাড়া পরিবারগুলির সদস্যরা জানালেন, গ্রামে ফিরতে গেলেও তৃণমূলের লোকজন খবর পেয়ে এসে হামলা করছে। ভয়ে তাই গ্রামে ফিরতে পারছেন না তাঁরা। এই অবস্থায় ছেলেমেয়েয়েদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গিয়েছে। অনেকের স্বামী ভয়ে অন্যত্র পালিয়ে গিয়েছেন। ঘরছাড়া কয়েকটি পরিবারের সদস্য লক্ষ্মী ভুঁইয়া, সন্ধ্যা খাঁ, স্নেহলতা খাঁ, কাজল নাইয়ারা বলেন, “কী ভাবে যে এখানে জঙ্গলে পরিবার নিয়ে পড়ে আছি তা ঈশ্বর জানেন। পুলিশ সব জেনেও আমাদের বাড়ি ফেরানোর ব্যাপারে কোনও ব্যবস্থাই নিচ্ছে না।”
কাকদ্বীপ শহর সিপিএমের জোনাল কমিটির সম্পাদক রাম দাসের বক্তব্য, “আমাদের ঘরছাড়া সমর্থকদের ঘরে ফেরানার ব্যাপারে ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে। তারা কোনও ব্যবস্থা না নিলে আন্দোলনে নামব।” |