|
|
|
|
বাবাকে খুনের অভিযোগ সুতিতে |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
বাবাকে বোমা মেরে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। শনিবার বিকেলে সুতির বালিয়াঘাট গ্রামে এই ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে ফিটু শেখ পলাতক। তাঁর বাবার নাম গোল মহম্মদ শেখ (৫৮)। বোমার আঘাতে গুরুতর জখম গোল মহম্মদকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে যাওয়ার পথেই মারা যান তিনি। গোল মহম্মদ পেশায় মাঝি। ওই গ্রামের ফিডার ক্যানেলে নৌকা দিয়ে যাত্রী পারাপার করাতেন। তিনি ফরাক্কা ব্যারেজের কর্মী।
পুলিশ জানায়, গোল মহম্মদের দু’টি বিয়ে। প্রথম স্ত্রী মারা গিয়েছেন বহু দিন আগে। সম্প্রতি তিনি দ্বিতীয়বার বিয়ে করেছেন। তাঁদের মাস পাঁচেকের একটি ছেলেও রয়েছে। কিন্তু বেশ কিছু দিন থেকেই প্রথম পক্ষের ছেলের সঙ্গে গোল মহম্মদের পরিবারের গোলমাল চলছিল। ফিটু বাবার দ্বিতীয়বার বিয়ে মেনে নিতে পারেননি বলেই প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানতে পেরেছে। শনিবার এই নিয়ে অশান্তি চরমে ওঠে। ছেলে প্রায়ই বাবাকে মেরে ফেলার হুমকিও দিত বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তবে বাবা সেই হুমকিকে গ্রাহ্য করেননি। ওই দিন বিকেলে সেই নিয়ে গণ্ডগোলের সময়েই বাবার দিকে একটি তাজা বোমা ছেলে ছুড়ে দেন বলে অভিযোগ। তা ফেটে ক্ষতবিক্ষত হয়ে যান গোল মহম্মদ। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। ছেলে অভিযুক্ত। তবে সে পলাতক।
গোল মহম্মদের ভাই নইম শেখ বলেন, “দাদার দ্বিতীয় পক্ষের একটি সন্তান হলে অশান্তি বাড়ে। সামান্য কিছু চাষের জমিও রয়েছে। তা দ্বিতীয় পক্ষের স্ত্রী ও সেই স্ত্রীর ছেলের নামেই দিয়ে যেতে চেয়েছিলেন দাদা। তাতে আপত্তি ছিল ফিটুর। ওই দিন দুপুরে বাড়িতে ছাগল মুরগি পোষাকে কেন্দ্র করে সৎ মা’র সঙ্গে গণ্ডগোল শুরু হয় ফিটুর। দাদা বাড়ি ফিরে তার প্রতিবাদ করলে ওই ঘটনা ঘটে।” |
|
|
|
|
|