টুকরো খবর

দলীয় কর্মীদের হাতে আক্রান্ত তৃণমূল সদস্য
তৃণমূল এক পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তাঁর দলেরই কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। রবিবার সকালে নদিয়ার ধানতলা থানার নাথখুড়া গ্রামে দত্তফুলিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের ওই সদস্য অমল ঘোষের বৃদ্ধা মা-সহ পরিবারের মোট ৫ জন আহত হন। তাঁদের আড়ংঘাটা ব্লক হাসপাতালে ভর্তি করানো হয়। অমলবাবুকে অবশ্য প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে এলাকার কিছু তৃণমূল কর্মী অমলবাবুর বাড়িতে ‘হামলা’ চালায়। ওই পঞ্চায়েত সদস্যের মা-কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। মা-কে বাঁচাতে গিয়ে অমলবাবুর এক দিদি ও দুই দাদাও আহত হন। অমলবাবু ঘর থেকে বেরিয়ে এলে তাঁকে ঘিরে ‘মারধর’ করা হয়। ইতিমধ্যে গ্রামের লোকজন ছুটে আসেন। তারপরেই ‘হামলাকারী’রা পালায়। দত্তফুলিয়া পঞ্চায়েতের প্রধান তৃণমূলের তাপস তরফদার বলেন, “ইন্দিরা আবাস যোজনায় একটি ঘর দেওয়াকে কেন্দ্র করে অমলবাবুর সঙ্গে আমাদের দলের কয়েকজন কর্মীর মত বিরোধ চলছিল। আমরা চেয়েছিলাম, বিষয়টিকে আলোচনার মাধ্যমে মিটিয়ে নিতে। তার আগেই এই ঘটনা ঘটে গেল।” তবে অমলবাবুর বক্তব্য, “যারা এই কাজ করেছে, তারা এক সময় সিপিএম সমর্থক ছিল। কিছু দিন হল আমাদের সঙ্গে ঘোরাফেরা করছে। উন্নয়নের কাজে তারা সব সময়েই আমাকে বাধা দেয়।” তৃণমূলের স্থানীয় বিধায়ক সমীর পোদ্দার অবশ্য বলেন, “যত দূর শুনেছি, ওরা সবাই সিপিএমের লোক।” তবে সিপিএনের রানাঘাট পূর্ব জোনাল কমিটির সম্পাদক চিত্ত বিশ্বাস বলেন, “ওই ঘটনার আমাদের দলের কেউ যুক্ত নন।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ঘটনায় অভিযুক্তেরা পলাতক।

ভাগীরথী থেকে উদ্ধার যুবকের দেহ
বহরমপুরের ভৈরবতলা ঘাটের কাছে ভাগীরথী পাড় থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃত যুবকের নাম স্বরূপ কুণ্ডু (২৫)। রবিবার সকালে বাড়ির কাছেই ভৈরবতলা ঘাট লাগোয়া ভাগীরথীর পাড়ে ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। বহরমপুর থানার আইসি প্রমোদরঞ্জন বর্মণ বলেন, “ওই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত চলছে। মৃতদেহ ময়নাতদন্ত হয়েছে।” ওই যুবক বেসরকারি নিরাপত্তারক্ষী হিসেবে বহরমপুর সদর হাসপাতালে কর্মরত ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, তাঁকে শেষ দেখা গিয়েছে শনিবার সকালে। ওই রাতে স্বরূপ বাড়ি ফেরেনি। এদিন সকালে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় ভাগীরথীর পাড়ে। স্বরূপের বাবা অরূপ কুণ্ডুর অভিযোগ, “বিবাদের জেরেই বন্ধু-বান্ধবরাই ছেলেকে খুন করেছে। ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের পুলিশ তদন্ত করে গ্রেফতার করুক।”

আলোচনাসভা
শনিবার নদিয়ার চাকদহের রাউতাড়ি উচ্চ বিদ্যালয়ের বালক ও বালিকা বিভাগের পরিচালন সমিতির যৌথ উদ্যোগে ‘শিক্ষার অধিকারের আইন ও আমাদের কর্তব্য’ শীর্ষক এক আলোচনাসভা হয়ে গেল। উদ্বোধন করেন স্থানীয় চাকদহের তৃণমূল বিধায়ক নরেশচন্দ্র চাকী। আলোচনায় যোগ দিয়েছিলেন রাজ্য শিশু শিক্ষা মিশনের পরামর্শদাতা মেচ বাহার শেখ, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অর্চনা ঘোষ সরকার, হরিণঘাটার তৃণমূল বিধায়ক নীলিমা নাগ প্রমুখ।

মোটরবাইক চুরির পাণ্ডা গ্রেফতার
মোটরবাইক চুরির এক পাণ্ডাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে বহরমপুর বাসস্ট্যান্ড লাগোয়া প্রাঙ্গন মার্কেট চত্বর থেকে মোটরবাইক-সহ ওই পাণ্ডা গ্রেফতার হয়েছে। ধৃত ব্যক্তির নাম আজিরুল ইসলাম। বাড়ি ডোমকলের বর্তনাবাদ। পুলিশ জানায়, শনিবার বাসস্ট্যান্ড চত্বর থেকে একটি মোটরবাইক চুরি যাওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়। এর পরেই এদিন ওই ব্যক্তি বিক্রির জন্য মোটরবাইকটি নিয়ে এলে গোপন সূত্রে খবর পেয়ে মোটরবাইক চুরির ওই পাণ্ডাকে গ্রেফতার করা হয়।

তরুণীর দেহ উদ্ধার
নিজেদের বাড়ির পিছনে জাম গাছে গলায় ওড়না জড়ানো অবস্থায় সদ্য বিবাহিত এক তরুণীর দেহ মিলল। রঘুনাথগঞ্জ থানার উমরপুরে মৃত ওই মহিলার নামে সেরিফুন্নেসা বিবি (২২)। পুলিশ জানিয়েছে, মাস পাঁচেক আগে তাঁর বিয়ে হয়েছিল বীরভূমের বিশোর গ্রামে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.