শিল্পশহরে সিইএসসি-র বিদ্যুৎ প্রকল্পে শ্রমিক নিয়োগের একচেটিয়া অধিকার কায়েম করা নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চলছেই। গণ্ডগোলটা মূলত তৃণমূল নেতা তথা প্রাক্তন কাউন্সিলর স্বপন নস্কর বনাম আইএনটিটিইউসি নেতা মিলন মণ্ডল গোষ্ঠীর মধ্যে। শনিবার রাত ১১টা নাগাদ হলদিয়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের শালুকখালিতে ফের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। বোমা-পিস্তল-ভোজালি নিয়ে দু’গোষ্ঠী হামলা চালায়। সব মিলিয়ে জনা কুড়ি জখম হয়েছেন। গোলমালের খবর পেয়ে রাতেই বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশকর্তারা। রাতভর এলাকায় তল্লাশি চালানোর পরে গ্রেফতার করা হয়েছে পাঁচ জনকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শালুকখালি-ঝিকুরখালি এলাকায় স্বপন ও মিলনদুই গোষ্ঠীরই লোকজন রাত পাহারা দেন। শালুকখালিতে শনিবার রাতে কুসুম মল্লিক নামে স্বপন-গোষ্ঠীর এক অনুগামীর বাড়িতে মিলন-গোষ্ঠীর লোকজন হামলা চালায় বলে অভিযোগ। এরপরেই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেধে যায়। তৃণমূল নেতা স্বপনবাবুর অভিযোগ, “দক্ষিণ ২৪ পরগনা থেকে দুষ্কৃতীদের এনে গ্রামের লোকেদের ভয় দেখাচ্ছিল মিলন মণ্ডল। আমাদের এক সমর্থকের বাড়িতে লুঠপাট ছাড়াও কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।” অভিযোগ উড়িয়ে দিয়ে মিলনবাবুর দাবি, “পারিবারিক দ্বন্দ্বকে রাজনৈতির রঙ দেওয়া হচ্ছে। ওই ঘটনার সঙ্গে আমরা যুক্ত নই।”
|
পশ্চিম মেদিনীপুরেও সংগঠন তৈরির কাজ শুরু করল ‘অল ইন্ডিয়া তৃণমূল যুবা’। যুবা’র জেলা সভাপতি হয়েছেন লোকেশ কর। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি লোকেশের উপরই জেলায় সংগঠন তৈরির দায়িত্ব তুলে দিয়েছেন যুবা’র রাজ্য নেতৃত্ব। শীঘ্রই সংগঠনের পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে। তৃণমূল যুবা’র উদ্যোগে শনিবার মেদিনীপুর শহরের লোধা স্মৃতি ভবনে এক সভা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি করণ শর্মা। করণবাবু জানান, দুর্নীতির বিরুদ্ধেই সংগঠনের সদস্যরা লড়াই করবেন। যুবদের সংগঠিত করে আন্দোলন হবে। নতুন সভাপতি। লালগড় ব্লক (বিনপুর-১ ব্লক) যুব তৃণমূলের সভাপতি হলেন তন্ময় রায়। নেতাই গ্রামের বাসিন্দা তন্ময় এত দিন ছিলেন তৃণমূলের সক্রিয় কর্মী। ঝাড়গ্রামে দলের দায়িত্বপ্রাপ্ত তথা পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুকুমার হাঁসদা জানিয়েছেন, দক্ষ সংগঠক ও স্বচ্ছ ভাবমূর্তির তন্ময়ের মতো কর্মীদের দল ও দলীয় সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে।
|
চোরাপালিয়া শ্রীশ্রী বাসন্তী বিদ্যাপীঠের পরিকাঠামো উন্নয়নে পঞ্চাশ হাজার টাকা দান করলেন এগরার মির্জাপুর গ্রামের বাসিন্দা কৃষ্ণারানি দে। স্কুলের প্রধান শিক্ষক দুলালচন্দ্র পয়ড়্যা ও পরিচালন সমিতির সম্পাদক দেবাশিস জানা বলেন, “এই দান এলাকাবাসীকে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।” ১৯৮২ সালে বিয়ের কিছু দিন পরেই কৃষ্ণাদেবীর চিকিৎসক স্বামী সুশীলকুমার দে প্রয়াত হন। নিঃসন্তান কৃষ্ণাদেবী বলেন, “এলাকার শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন করতে চেয়েছিলেন উনি। কিন্তু অকালমৃত্যু সে সুযোগ দেয়নি। তাই স্বামীর স্বপ্নপূরণে স্কুলের উন্নয়নে দান করেছি।”
|
শিক্ষার অধিকার আইন, বিপর্যয় মোকাবিলা, চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রীদের ইংরেজি পড়ানোর কৌশল-সহ বিভিন্ন বিষয়ে প্রাথমিক শিক্ষকদের নিয়ে চার দিনের প্রশিক্ষণ শিবির শেষ হল শুক্রবার। গত মঙ্গলবার ঘাটাল শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন রাধারানি প্রাথমিক বিদ্যালয়ে এই শিবির শুরু হয়েছিল। শিবিরের উদ্বোধন করেন ঘাটালের বিডিও দেবব্রত রায়। শুক্রবার,শেষ দিনে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান স্বপন মুর্মু, ঘাটাল চক্রের এসআই সুজিত সামন্ত,রাজ্য প্রশিক্ষক সিদ্ধার্থ বসু প্রমুখ। মহকুমার ১১টি চক্রের মোট ৭৭ জন প্রাথমিক স্কুল-শিক্ষকের জন্য প্রশিক্ষণ-শিবিরের আয়োজন হয়েছিল। প্রশিক্ষিতরা মহকুমার অন্য স্কুল শিক্ষকদের প্রশিক্ষণ দেবেন।
|
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭১তম প্রয়াণ দিবস স্মরণে তিন দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। সহ-সভাধিপতি মামুদ হোসেন জানান, সোমবার সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে রবীন্দ্রনাথের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শিশির অধিকারী। উপস্থিত থাকবেন রাজ্য জলসম্পদ উন্নয়ন ও অনুসন্ধান মন্ত্রী সৌমেন মহাপাত্র, জেলাশাসক শ্রীমতি অর্চনা, সভাধিপতি গান্ধী হাজরা, পুলিশ সুপার অশোকপ্রসাদ প্রমুখ। এ ছাড়াও দিঘা, রামনগর কাঁথি ও হলদিয়াতেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
|
কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার পুরনো মাঠের সার্বিক উন্নয়নে জেলা পরিষদ ‘পাইকা’ প্রকল্পে ২০ লক্ষ টাকা অনুমোদন করল। জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন জানান, অনুমোদিত টাকায় মাঠের অসমাপ্ত প্রাচীর তৈরি করা ছাড়াও অন্যান্য কাজ করা হবে। ক্রীড়া সংস্থার মাঠটির উন্নয়নের জন্য প্রাক্তন সাংসদ নীতীশ সেন গুপ্ত তাঁর সাংসদ তহবিল থেকে ৫ লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন আগে। সেই টাকায় প্রাচীরের কাজ শুরু হলেও অসমাপ্ত অবস্থায় পড়ে ছিল দীর্ঘ দিন। |