|
|
|
|
আম্পায়ারের জন্যই বিভ্রান্তি: মর্গ্যান |
সংবাদসংস্থা • লন্ডন |
ট্রেন্টব্রিজ টেস্টে ইয়ান বেল-এর বিতর্কিত রান আউট এবং তাঁকে ধোনির ফিরিয়ে আনা নিয়ে মুখ খুললেন ওই সময় নন-স্ট্রাইকার প্রান্তে থাকা ইংল্যান্ড ব্যাটসম্যান ইয়ন মর্গ্যান। বলে দিলেন, “আম্পায়ার আসাদ রউফের গোলমেলে ইশারা থেকেই যাবতীয় বিভ্রান্তি তৈরি হয়।”
ওভারের শেষ বলে তাঁর মারা শটে বাউন্ডারি হয়েছে এবং আম্পায়ার চা-বিরতির ইশারা করেছেন ভেবে ক্রিজ ছেড়ে ড্রেসিংরুমের দিকে এগিয়ে যাচ্ছিলেন বেল। তখনই তাঁকে রান আউট করেন প্রবীণ কুমার। বেল-কে আউট ঘোষণা করে দেওয়া হলেও চা-বিরতির পর ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ফিরিয়ে আনেন ব্যাটসম্যানকে।
গোটা প্রসঙ্গটা নিয়ে এ দিন মর্গ্যান বলেছেন, “আমি আম্পায়ারকে জিজ্ঞেস করি বাউন্ডারি হয়েছে কি না। আসাদ শুধু মাথা নাড়লেন। তা-ও ঠিক ভাবে নয়। এক রকম ইশারা করলেন। তাই বলটা ‘ডেড’ হয়ে গিয়েছে ভেবে আমিও উল্টো দিকে ঘুরে ড্রেসিংরুমের দিকে হাঁটা শুরু করে দিই।” সঙ্গে মর্গ্যান যোগ করেন, “আসাদ সাধারণত ওভারের শেষে আওয়াজ করে ‘ওভার’ ডাকেন না। শুধু ইশারা করেন। বাউন্ডারিটা নিয়েও সে রকমই করেছিলেন।”
এর পর বাউন্ডারি লাইনের কাছে বেল এবং মর্গ্যানকে আটকে দেন রিজার্ভ আম্পায়ার টিম রবিনসন। “টিম আমাদের অপেক্ষা করতে বলল। বাউন্ডারি হয়েছে না, বেল রান আউট আলোচনা হচ্ছিল,” বলেছেন মর্গ্যান। সঙ্গে যোগ করেন, “বেল বা আমার ধারণাই ছিল না কী হচ্ছে। ড্রেসিংরুমেও সবাই বিভ্রান্ত ছিল। টিভি আম্পায়ার বিলি বাউডেন তিন বার এসে বলে যান যে, ভারত সিদ্ধান্ত পাল্টাবে না। চা-বিরতির পর ম্যাট (প্রায়র) আর আমি ব্যাট করতে নামার দু’মিনিট আগে জেনেছিলাম বেল আউট নয়। ও আর আমিই আবার ব্যাট করতে যাব।”
বেল-এর রান আউট নিয়ে এত বিতর্ক কেন হয়েছে বুঝতে পারছেন না মর্গ্যান। তিনি বলেছেন, “ভারতের জায়গায় আমরা থাকলে ক্রিকেটের স্পিরিটের প্রতি দায়িত্বের কথাটা মনে রাখতাম।” |
|
|
|
|
|