টুকরো খবর
ইউরোপে ফের সোনা জিতলেন উষার ছাত্রী
দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামার আগে ইউরোপীয় সার্কিটে আরও একটি সোনা জিতলেন পিটি ঊষার ছাত্রী টিন্টু লুকা। বৃষ্টি-বিঘ্নিত আমস্টারডাম ওপেন মিটে কেরলের মেয়ে ৮০০ মিটারে সোনা জিতলেন ২ মিনিট ০৩.৬২ সেকেন্ড সময় করে। ইউরোপীয় সার্কিটে গত সাত দিনে এটা টিন্টুর দ্বিতীয় সোনা। এর আগে সুইডেনের কার্লস্তাদ-এও ৮০০ মিটারে টিন্টু সোনা জিতেছিলেন। কিন্তু দু’টি রেসেই নিজের ১ মিনিট ৫৯.১৭ সেকেন্ডের জাতীয় রেকডের্র ধারেকাছে পৌঁছতে পারেননি। লন্ডন অলিম্পিকের যোগ্যতামান ২ মিনিট ০১.৩০ সেকেন্ডও পার করতে পারেননি এখনও। তবে ২৭ তারিখ থেকে দক্ষিণ কোরিয়ার দেগুতে অনুষ্ঠেয় বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামার আগে ইউরোপীয় সার্কিটের আরও দু’টি মিটে নামার কথা তাঁর। সেখানে অলিম্পিকের যোগ্যতা অর্জনের সুযোগ থাকছে টিন্টুর সামনে, বিশ্ব চ্যাম্পিয়নশিপ তো আছেই। অন্য দিকে, আমস্টারডামে পুরুষদের আটশো মিটারে রুপো জিতে নিলেন ভারতের ঘামান্ডা রাম। সময় করলেন ১ মিনিট ৪৮.৬৯ সেকেন্ড। অলিম্পিকের যোগ্যতামান ১ মিনিট ৪৬.৩০ সেকেন্ড। ওই ইভেন্টে সোনা জিতলেন ত্রিনিদাদের জামাল জেমস।

জেলা ক্রিকেটে দলবদল শুরু
ফুটবল মরশুম শেষ হতে না হতেই গত সোমবার থেকে মুর্শিদাবাদ জেলা ক্রিকেটের দলবদল শুরু হয়ে গিয়েছে। শুরুর দিনই হিন্দ ক্লাব তাদের পুরনো সব ক্রিকেটারকে ধরে রাখার পাশাপাশি নতুন বেশ কিছু নামী ক্রিকেটারকেও তাদের দলে সই করিয়ে দল গুছিয়ে নিয়েছে। তার মধ্যে গতবারের মুর্শিদাবাদ জেলা ক্রিকেট লিগ চ্যাম্পিয়ান ওয়াইএমএ-র অলরাউন্ডার তারক দাস, উইকেটকিপার দেবপ্রিয় ঘোষ ছাড়াও ব্যাটসম্যান রবিউল আনোয়ারকে ক্লাবের হয়ে সই করিয়েছে তারা। একই ভাবে ওয়াইএমএ-র চার জন ক্রিকেটারকে তুলে নিয়েছে চিত্তরঞ্জন ক্লাব। তার মধ্যে অলরাউন্ডার সোহম ঘোষ, কৃষ্ণেন্দু গোস্বামী ও ব্যাটসম্যান সৌম্য গুপ্ত বুধবার সই করেছে। দলবদলের শুরুর দিনই চিত্তরঞ্জনের পক্ষে সই করেন অন্য এক অলরাউন্ডার পরিমল মোদক। এদিকে দলবদলের শুরুতেই এক ঝাঁক ক্রিকেটার অন্য দলে নাম লেখানোর ফলে কিছুটা হলেও দুর্বল হয়ে পড়ল ওয়াইএমএ ক্লাব। ক্লাবের সহকারি সম্পাদক বিকাশ দাম বলেন, “ক্রিকেটারদের চাহিদা মত অর্থ দিতে না পারার ফলেই তারা অন্য দলে নাম লিখিয়েছে। এতে কিছুটা হলেও আমাদের দল দুর্বল হয়ে পড়ল। তবে অনূর্ধ্ব ১৯ বছর বয়সী বেশ কিছু ভাল ক্রিকেটারকে আমরা সই করাতে পেরেছি।” ওই ক্লাব কর্তার কথায়, “আগামী দিনের ক্রিকেটার তৈরির জন্য জুুনিয়র ও সাব জুনিয়র পর্যায়ে ক্যাম্প করতে গিয়ে আমাদের মোটা অঙ্কের টাকা ব্যয় হয়। সেই সঙ্গে কয়েক বছর ধরে প্রথম শ্রেণির পিচ তৈরি করে তার রক্ষণাবেক্ষণ করতে গিয়েও বেশ কিছু অর্থ খরচ হয় এবং তা করতে গিয়ে অন্য দলগুলোর সঙ্গে এঁটে উঠতে না পারায় বেশ কিছু ক্রিকেটার ক্লাব ছেড়ে চলে গিয়েছে।”

সমর্থকের দিকে তেড়ে গেলেন প্রবীণ
সমর্থকদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে নতুন বিতর্ক আমদানি করলেন ভারতীয় পেসার প্রবীণ কুমার। অভিযোগ উঠেছে, গত কাল নর্দাম্পটনের বিরুদ্ধে প্র্যাক্টিস ম্যাচের শেষে টিম বাসকে ঘিরে দাঁড়িয়ে থাকা সমর্থকদের মধ্যে এক জনের মন্তব্যে রেগে গিয়ে প্রবীণ বাস থেকে ব্যাট হাতে নেমে এসে তাঁর দিকে তেড়ে যান। ইংল্যান্ডের একটি ওয়েবসাইটের খবর অনুযায়ী, সুরেশ রায়না ছুটে এসে তাঁকে থামান। সমর্থকদের আচরণে মুনাফ পটেলও নাকি উত্তেজিত হয়ে ওঠেন। শেষে ভারতের নিরাপত্তা ম্যানেজার এবং নিরাপত্তার দায়িত্বে থাকা অন্যান্য কর্মীরা আসরে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ওয়েবসাইটে লেখা হয়েছে, টিম বাস ঘিরে থাকা ভারতীয় সমর্থকদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের হাল্কা মেজাজে কথাবার্তা চলছিল। তার মধ্যে আচমকা এক জন এমন কিছু বলেন যাতে প্রবীণ মেজাজ হারিয়ে ব্যাট হাতে সেই ব্যক্তির দিকে তেড়ে যান। রায়না তাঁকে থামিয়ে ফিরিয়ে আনলেও ততক্ষণে উত্তেজিত হয়ে উঠেছেন বাসের ভেতর বসে থাকা প্রবীণের সতীর্থ পেসার মুনাফ। নিরাপত্তা কর্মীদের গিয়ে বলেন, আপনারা ব্যবস্থা নিন। মুনাফ নিজের সিটে ফিরে গিয়ে বসার মধ্যেই প্রবীণ আবার তেড়েফুঁড়ে বাস থেকে নেমে আসেন এবং ওই সমর্থককে উদ্দেশ্য করে কিছু বলতে থাকেন। রায়না আবার ছুটে এসে তাঁকে সামলান। এর পরেই ভারতের নিরাপত্তা ম্যানেজার এসে ওই ব্যক্তিকে সরিয়ে নিয়ে যান। ওয়েবসাইটটি লিখেছে, “ওই সমর্থক সম্ভবত মদ্যপ অবস্থায় ছিলেন। কিন্তু তা সত্ত্বেও প্রবীণের আচরণ সমর্থন করা যায় না।”

প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক রবিনের
মরসুমের প্রথম প্রস্তুতি ম্যাচে সিসিএফসি-র বিরুদ্ধে ৫-০ জিতল ইস্টবেঙ্গল। প্রথমার্ধে তিনটি গোল করলেন রবিন সিংহ। দ্বিতীয়ার্ধে দু’টি গোল পেন ওরজির। উগা ওপারা ছাড়াই মাঠে নেমেছিল লাল-হলুদ শিবির। কোচ ট্রেভর মর্গ্যান প্রথমার্ধে খেলান কমবয়সি ফুটবলারদের। রবিন সিংহই একমাত্র ফুটবলার যিনি পুরো ম্যাচ খেললেন। দ্বিতীয়ার্ধে ফরোয়ার্ডে রবিনের সঙ্গী হন টোলগে। বাকি পুরো দলটাই পাল্টে ফেলেন মর্গ্যান। গত বার আই লিগে খেলা দলটির বেশির ভাগ ফুটবলারই শেষ পঁয়তাল্লিশ মিনিট মাঠে ছিলেন। এ বছরের নতুন ফুটবলারদের মধ্যে পাইতে ছিলেন এই দলের মাঝমাঠে। আর গোলকিপার ছিলেন ইন্ডিয়ান অ্যারোজ থেকে আসা গুরপ্রীত। পেন, ভাসুম, সুশান্তদের পাশে ভালই খেললেন পাইতে। মেহতাব-সন্দীপরা ছুটিতে। গুরবিন্দরও আসেননি। নওবা, সৌমিক, সুনীলদের টপকে গোল করতে পারেননি সিসিএফসি ফুটবলাররা।

বুচিবাবুতে নেতা শুভময়
বুচিবাবু ট্রফি দিয়ে এ বার শুরু হচ্ছে বাংলার ক্রিকেট মরসুম এবং সিএবি একাদশের নেতৃত্বে শুভময় দাস। ১৫ জনের দল: শুভময় দাস (অধিনায়ক), পার্থসারথি ভট্টাচার্য, রোহন বন্দ্যোপাধ্যায়, অরিন্দম ঘোষ, অর্ণব ঘোষ অর্জুন দাস, সন্দীপন দাস, সায়নশেখর মন্ডল, অর্ণব নন্দী, অনির্বাণ গুপ্ত, মহম্মদ সামি, রবিকান্ত সিংহ, অরুণলাল যাদব, কৌশিক ঘোষ ও উদ্দীপন মুখোপাধ্যায়। চেন্নাইয়ে প্রথম ম্যাচ ১৭-১৮ অগস্ট, প্রতিপক্ষ কেরল।

বাগানে দুই অতিথি
রবিবার দমদম বিমানবন্দরে অস্ট্রেলিয়ান স্টপার সাইমন স্টোরে
এবং সপরিবার ওডাফা ওকোলি। -শঙ্কর নাগ দাস
Previous Story First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.