|
|
|
|
০-২ পিছিয়েও অবিশ্বাস্য জয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের |
বিশ্বজিৎ ভট্টাচার্য |
ম্যাঞ্চেস্টার সিটি-২ (লেসকট, জেকো)
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-৩
(স্মলিং, নানি-২) |
অবিশ্বাস্য ভাবে কমিউনিটি শিল্ড জিতল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। টিভিতে দেখলাম, মরসুমের প্রথম ম্যাচে বিরতিতে তারা ০-২ পিছিয়ে। তখনও পুরোপুরি আস্থা হারাইনি রুনিদের উপর। কারণ, এর আগেও বহু বার ম্যাঞ্চেস্টার ইউনাইটেড পিছিয়ে পড়েও ফিরে এসেছে। ৫৮ মিনিটে ২-২ করার পর মনে হল, ম্যাচটা সত্যিই ঘুরছে। শেষ পর্যন্ত ইনজুরি টাইমেও জয়ের গোল নানির। |
|
কমিউনিটি শিল্ড নিয়ে ভিদিচ-রুনিরা। রবিবার ওয়েম্বলিতে। -এপি |
০-২ পিছিয়ে শেষ মিনিটে ম্যান ইউয়ের ম্যাচ জেতার পিছনে আমার মতে তিনটে কারণ। প্রথম কারণ, বল পজেশন এবং নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে রাখা। যার জন্য দ্বিতীয়ার্ধে দাঁড়াতেই পারল না ম্যাঞ্চেস্টার সিটি। দ্বিতীয়ত, দলে কমবয়সি এবং অভিজ্ঞ ফুটবলারদের ঠিক অনুপাত। ভিদিচ, রুনিদের সঙ্গে সমানে পাল্লা দিয়ে খেলল ড্যানি ওয়েলবেক, টম ক্লেভারলিরা। তিন নম্বর কারণ হল ম্যান ইউয়ের চির পরিচিত মরার আগে না মরা মনোভাব। এই কারণেই প্রচুর হারা ম্যাচ ওরা এ ভাবে জিতেছে বা ড্র করেছে।
হাফ-টাইমের পর তো ঝড় তুলে দিল ম্যান ইউ। এই সময়ে ফার্দিনান্দ, ভিদিচ, ক্যারিককে তুলে নিয়ে ফার্গুসন নামিয়ে দেন ফিল জোন্স, জনি ইভান্স আর টম ক্লেভারলিকে। এই ক্লেভারলি-রুনি-নানির ছোট ছোট দ্রুত পাসেই নানির গোল। তার কয়েক মিনিট আগেই একটা গোল অবশ্য শোধ করেছিল ক্রিস স্মলিং। নানির জয়ের গোলের জন্য কিন্তু পুরোপুরি দায়ী সিটির অধিনায়ক ও স্টপার কম্পানি। মাঝমাঠে বল ক্লিয়ার করতে গিয়ে টেনশনে নানিরই গায়ে মারে কম্পানি। সেখান থেকেই এগিয়ে গোলকিপারকে কাটিয়ে জালে ঢোকায় নানি।
অথচ প্রথমার্ধটা একেবারে অন্য রকম ছিল। ৩৮ মিনিটে খেলার গতির কিছুটা বিপরীতেই গোল পেল ম্যাঞ্চেস্টার সিটি। দাভিদ সিলভার ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে গোল করল লেসকট। সিটির লম্বা ফুটবলারদের সামলাতে যথেষ্ট তৈরি ছিল না ফার্দিনান্দ-ভিদিচরা। প্রথমার্ধের ইনজুরি টাইমে এডিন জেকোর দূরপাল্লার শটের গোলটা দেখতে ভাল লাগল। কিন্তু ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নতুন গোলকিপার ডেভিড দি জিয়ার বলটা আটকানো উচিত ছিল। সিটির দাভিদ সিলভা খুব ভাল খেলল। জেকোও নজর কাড়ল। কিন্তু শেষ মিনিটে তো নানিই নায়ক হয়ে গেল। জানি না, সিটি কোচ মানচিনি কেন আগুয়েরোকে বেঞ্চে রেখেও পরের দিকে নামালেন না! |
|
|
|
|
|