দ্রাবিড়ের ওয়ান-ডে প্রত্যাবর্তন নিয়ে দ্বিমত প্রাক্তন নির্বাচকেরা
ত দু’বছরে একটাও এক দিনের ম্যাচ খেলেননি তিনি। তবুও উনচল্লিশে পা দিতে চলা রাহুল দ্রাবিড়কে একদিনের দলে ফেরানো নিয়ে সব প্রাক্তন জাতীয় নির্বাচক খুশি নন। বোরডে-গায়কোয়াড়ের ভোট শ্রীকান্ত অ্যান্ড কোং পেলেও এই সিদ্ধান্তকে একহাত নিয়েছেন কিরণ মোরে।
“দ্রাবিড়কে ফেরানো একদম ঠিক সিদ্ধান্ত। ও প্রমাণ করে দিয়েছে যে, একদিনের ক্রিকেটে খেলার ক্ষমতা এখনও ওর আছে। না হলে নির্বাচকেরা ওকে বাছবে কেন? ওয়ান ডে-তে দশ হাজারের উপর রান আছে দ্রাবিড়ের,” বলেছেন জাতীয় নির্বাচক কমিটির প্রাক্তন চেয়ারম্যান অংশুমান গায়কোয়াড়।
২০০৯-এর সেপ্টেম্বরে শেষ ওয়ান ডে খেলেছিলেন দ্রাবিড়। তবে তাঁর ফিটনেস নিয়ে নিঃসংশয় চাঁদু বোরডে। প্রাক্তন মুখ্য নির্বাচক বলেছেন, “ওকে এখন বেশ ফিট দেখাচ্ছে। ইংল্যান্ডে এখনও পর্যন্ত দ্রাবিড়ই একমাত্র ভাল খেলেছে। মিডল অর্ডারে স্থিরতা আনার জন্য ভারতীয় দলে দ্রাবিড়ের অভিজ্ঞতা ভীষণ ভাবে দরকার। আমি নিশ্চিত যে একদিনের সিরিজেও ও ভাল খেলবে।”
গায়কোয়াড় আবার মনে করেন, টেস্ট সিরিজে ০-২ অবস্থায় দাঁড়িয়ে ওয়ান ডে সিরিজের জন্য তরুণদের উপর ভরসা না রেখে ভালই করেছেন নির্বাচকেরা। “টেস্ট সিরিজে আমরা পিছিয়ে আছি। এটা মোটেও পরীক্ষা করার সময় নয়। এই পরিস্থিতিতে কোনও তরুণ ক্রিকেটারের পক্ষে ভাল খেলাটাও খুব চাপের ব্যাপার,” বলেছেন তিনি। সঙ্গে যোগ করেছেন, “আমার কাছে দ্রাবিড় অনেকটা সচিনের মতো। যত দিন ফিট আছে, ছন্দে আছে, তত দিন দু’জনেই খেলে যেতে পারে। দ্রাবিড় খুব একটা প্রচারের মধ্যে না থাকলেও আমি লক্ষ্য করেছি, ফিটনেস নিয়ে ও খুব সতর্ক।” গায়কোয়াড়ের সঙ্গে একমত বোরডেও বলছেন, “বয়সটা কোনও ব্যাপার নয়। পারফরম্যান্স আর ফিটনেসই আসল।”
আর এক প্রাক্তন নির্বাচক প্রধান কিরণ মোরে কিন্তু দ্রাবিড়ের প্রত্যাবর্তন মেনে নিতে পারছেন না। “দু’বছরে একটাও ওয়ান ডে খেলেনি দ্রাবিড়। পিছনের দিকে পা না ফেলে নির্বাচকদের উচিত ছিল তরুণ কোনও ক্রিকেটারকে সুযোগ দেওয়া। ঘরোয়া ক্রিকেটে প্রচুর তরুণ ব্যাটসম্যান ভাল খেলছে,” বলেছেন মোরে। শ্রীকান্তদের একহাত নিয়ে তিনি আরও বলেছেন, “নির্বাচকেরা নতুন ক্রিকেটারদের সুযোগ দেওয়ার ব্যাপারে আগ্রহী নয়। একই ক্রিকেটারদের বারবার সুযোগ দেওয়া হচ্ছে। এ ভাবে চললে ভবিষ্যতের ধোনি বা রায়না কোথা থেকে আসবে?”
ওয়াসিম আক্রম অবশ্য দ্রাবিড়ের পাশে দাঁড়াচ্ছেন। “দ্রাবিড়ের টেকনিক খুব ভাল। কঠিন উইকেটে ও খুব ভাল খেলে। পঞ্চাশ ওভার খেলে দিতে পারে। প্রথম দুটো টেস্টে বিপর্যয়ের পর ভারতের এ রকম এক জনকেই দরকার,” বলে আক্রম যোগ করেছেন, “ভারতীয় দলের তরুণ ক্রিকেটারদের বেশির ভাগেরই সিমিং উইকেটে খেলার বিশেষ অভিজ্ঞতা নেই। কিন্তু এই পরিস্থিতিতে ভারতের সবচেয়ে বেশি দরকার অভিজ্ঞতা। আমার মনে হয় না এই ব্যাপারে ভারতীয় নির্বাচকদের কাছে অন্য কোনও রাস্তা ছিল।” তবে শ্রীসন্থের জায়গায় বিনয় কুমারের ওয়ান ডে দলে আসা নিয়ে অসন্তুষ্ট আক্রম। কিংবদন্তি পাক পেসার মনে করেন, ইংল্যান্ডেই ঐতিহাসিক শততম সেঞ্চুরি করবেন সচিন তেন্ডুলকর।
Previous Story Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.