রাহুল ঠিক করেছে, বলছেন সৌরভ
রাহুল দ্রাবিড়ের ওয়ান ডে-তে প্রত্যাবর্তন ও তার কয়েক ঘণ্টার মধ্যে অবসরের দিনক্ষণ ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর সেই সঙ্গে নিজের ক্রিকেটজীবন ‘সময়ের আগে শেষ হওয়া’ নিয়ে মৃদু আফসোসও ঝরে পড়ল প্রাক্তন ভারত অধিনায়কের গলায়।
টিম ইন্ডিয়া-র বতর্মান অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির শহরে একটি বিজ্ঞাপনের অনুষ্ঠানে যোগ দিতে এসে সৌরভকে ফের তাঁর নিজের আন্তর্জাতিক ক্রিকেটে দাঁড়ি টানার সিদ্ধান্তকে কাটাছেঁড়া করতে হল। এবং একমাত্র সচিন তেণ্ডুলকর ছাড়া অন্য ক্রিকেটারেরা সকলেই যে আসলে ‘জাতীয় নির্বাচকদের হাতের পুতুল’ তা-ও কার্যত মেনে নিলেন সৌরভ। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজের পরই এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে রাহুলের অবসরের সিদ্ধান্তকে ‘একশো ভাগ সঠিক’ বলে সমর্থন করে তাঁর প্রাক্তন সতীথর্র্ বললেন, “একমাত্র সচিনেরই পরিস্থিতিটা আলাদা। ও কোন সিরিজ খেলবে, কোনটায় খেলবে না সেটা নিজে ঠিক করতে পারে। রাহুল ঠিক করেছে, নির্বাচকদের মর্জিমাফিক ওয়ান ডে-তে সুযোগের অপেক্ষায় না-থেকে। এর পরে ও টেস্টে আরও বেশি মন দিতে পারবে।”
রাঁচিতে এক অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার।
ছবি: হরদীপ সিংহ ছবি: পিটিআই
কিন্তু রাহুলের ওয়ান-ডে কামব্যাকের পটভূমিতে সৌরভ কি অবসরের আগে একটু ধৈর্য ধরতে পারতেন? জবাবে আনন্দবাজারকে সৌরভ বললেন, “আমার অবসরের সিদ্ধান্ত পরিস্থিতির চাপে ঘটেছিল। কিন্তু তার পরে অনেক কিছু পাল্টেছে। নির্বাচকেরা পাল্টান, তাঁদের ধ্যানধারণা পাল্টায়। কী হলে কী হতে পারত, বলা খুবই শক্ত।”
২০০৭ সালে ওয়ান-ডে টিম থেকে বাদ দিয়ে রাহুলের সঙ্গেও ‘অন্যায় করা হয়েছিল’ বলে অভিমত সৌরভের। আর সামগ্রিক ভাবে তাঁর ও অন্য ক্রিকেটারদের অসহায় অবস্থার ব্যাখ্যা করে সৌরভের মন্তব্য, “মাইকেল শুমাখার অবসর ভেঙে ইচ্ছে মত ফিরে আসতে পারেন। কিন্তু আমরা ক্রিকেটারেরা নিজের ইচ্ছায় খেলি না। নির্বাচকদের পছন্দ হলে খেলার সুযোগ পাই।”
ইয়ান বেল-কে ফিরিয়ে আনা প্রসঙ্গে ধোনিকে এ দিন সমর্থন করলেন সৌরভ। পাশাপাশি ইংল্যান্ড সফর থেকে জাহির খানের ছিটকে পড়া নিয়ে বললেন, “ভারতীয় দলের কাছে বিরাট ধাক্কা।” তা সত্ত্বেও ভারতীয় সমর্থকদের উদ্দেশে সৌরভের পরামর্শ, “ধোনি একবার হারলেই গেল-গেল করবেন না। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব অত্যন্ত কঠিন কাজ। ওকে একটু দম ফেলার ফুরসৎ দিন। দেখবেন, ধোনি আর তার ছেলেরা কী দুর্দান্ত ভাবে ফিরে আসে।”
Previous Story Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.