হুগলির শ্রীরামপুর কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের উদ্যোগে গত ৩১ জুলাই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক-সহ বিভিন্ন পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধিত করা হয়। ওই দিন সন্ধ্যায় সমিতির নিজস্ব ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের হাতে উপহার তুলে দেওয়া হয়। সংগঠকেরা জানান, শ্রীরামপুর পুর-এলাকার ১৭টি বিদ্যালয়ের ৪২ জন পড়ুয়াকে স্মারক উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর কলেজের দুই উপাধ্যক্ষ অমলকুমার দত্ত, প্রতাপচন্দ্র গায়েন সমিতির সভাপতি লোকনাথ মুখোপাধ্যায় প্রমুখ। জনাই অঞ্চল কংগ্রেস ও যুব কংগ্রেসের উদ্যোগে গত শনিবার চণ্ডীতলা ২ ব্লকের ২০টি স্কুলের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ কৃতী পড়ুয়াদের সম্বর্ধনা দেওয়া হয়। ওই উপলক্ষে জনাই ট্রেনিং হাইস্কুলে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য, দলের হুগলি জেলা সভাপতি দিলীপ নাথ প্রমুখ। আয়োজকেরা জানান, ৬৬ জন কৃতী পড়ুয়াকে সম্বর্ধনা দেওয়া হয়। বেশ কয়েক জন দুঃস্থ পড়ুয়ার হাতে বইখাতা তুলে দেওয়া হয়। এলাকার বাসিন্দা ১০ জন বিশিষ্ট মানুষকে সম্বর্ধনা দেওয়া হয়।
|
বিদ্যাসাগরের প্রয়াণ দিবস সম্প্রতি পালিত হল হিন্দমোটরের বিদ্যাসাগর মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে। দিনটিকে যথাযথ ভাবে উদ্যাপনের উদ্দেশে বিনামূল্যে ‘আইনি পরামর্শ ও সচেতনতা’ শিবিরেরও আয়োজন করা হয়। কোতরং ভূপেন্দ্র স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের হল ঘরে শিবিরটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন হাইকোর্টের বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত, বিশিষ্ট আইনজীবী শক্তিনাথ মুখোপাধ্যায়, অশোক বন্দ্যোপাধ্যায় প্রমুখ। তাঁরা সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন। সমস্যা অনুযায়ী আইনের মাধ্যমে সমাধানের পথ সম্পর্কে আলোচনা করেন এবং পরামর্শ দেন।
|
আরামবাগ আদালতের কম্পিউটার ঘরে রবিবার সকালে হঠাৎ আগুন লেগে যায়। আদালত ও দমকল সূত্রে খবর এ দিন সকাল সাড়ে ১০টা নাগাদ স্থানীয় বাসিন্দারা আদালতের জানলা দিয়ে ধোঁয়া বেরোতে দেখে থানায় ফোন করেন। দমকলেও খবর দেন। দমকলের দু’টি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে। দমকল আধিকারিকেরা জানান শর্ট-সার্কিট থেকেই আগুন লেগেছে। রবিবার আদালত বন্ধ থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
|
উত্তরপাড়া পঞ্চানন গ্রহরাজ মন্দিরের ৩৪ তম বার্ষিক শ্রাবণী উৎসব গত ৩০ জুলাই থেকে ৬ অগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হল। উৎসবের প্রথম দিন পঞ্চাননের বিশেষ পুজো হয়। বিভিন্ন ধর্মীয় বক্তব্যের পাশাপাশি সঙ্গীতানুষ্ঠান হয়। চতুর্থ দিন পুরাতনী বৈঠকী রামপ্রসাদী গান, প্রাচীন ভক্তিমূলক গান পরিবেশন করেন কাঞ্চন মুখোপাধ্যায়। সঙ্গে সহযোগী শিশুশিল্পী কঙ্কনা মুখোপাধ্যায়। তবলায় সঙ্গত করেন মৃণাল চক্রবর্তী। |