|
|
|
|
টু-জি কাণ্ড |
মনমোহন দায়ী নন, দাবি মন্টেকের |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
টু-জি স্পেকট্রাম কাণ্ডে প্রধানমন্ত্রীর দফতরকে দায়ী করা যায় না বলে দাবি করলেন যোজনা কমিশনের ডেপুটি চেয়ারপার্সন মন্টেক সিংহ অহলুওয়ালিয়া। মন্টেকের বক্তব্য, প্রধানমন্ত্রী মনমোহন সিংহের পক্ষে প্রতিটি মন্ত্রকের কাজে নজরদারি করা সম্ভব নয়।
টু জি কাণ্ডে অভিযুক্ত প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজা আদালতে দাবি করেছেন, টু জি স্পেকট্রাম সংক্রান্ত নীতির কথা প্রধানমন্ত্রী ও তৎকালীন অর্থমন্ত্রী পি চিদম্বরম জানতেন। তার পরে এই বিষয়ে নতুন করে মনমোহন ও তাঁর দফতরকে আক্রমণ শুরু করে বিরোধী দলগুলি। মন্টেকের দাবি, দেশে প্রচলিত ব্যবস্থায় প্রতিটি মন্ত্রকের কাজকর্মে নজরদারি করা প্রধানমন্ত্রীর কাজ নয়। স্পেকট্রাম বন্টনে স্বচ্ছতা রাখার জন্য ২০০৭ সালে এ রাজাকে মনমোহন চিঠি লিখেছিলেন ঠিকই। কিন্তু রাজা জবাবে জানান, তিনি স্পেকট্রামের ক্ষেত্রে প্রচলিত নীতিই অনুসরণ করছেন। যে সামান্য পরিবর্তন হয়েছে তাও তৎকালীন সলিসিটর জেনারেল অনুমোদন করেছেন। নিলামের মাধ্যমে স্পেকট্রাম বন্টনের উপরে জোর দিয়েছিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। তা নিয়ে টেলিকম দফতরকে চিঠি লিখেছিল তারা। কিন্তু প্রধানমন্ত্রী অর্থ মন্ত্রক ও টেলিকম দফতরের মধ্যে চিঠি আদান প্রদানের কথা আদৌ জানতেন বলে মনে করেন না মন্টেক। স্পেকট্রাম বন্টনের বিষয়টি বিশেষ ক্ষমতা সম্পন্ন মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠানোর কথা বলেছিল আইন মন্ত্রক। রাজা সে কথাও মানেননি। মন্টেকের মতে, আইন মন্ত্রকের সঙ্গে স্পেকট্রাম বন্টনের কোনও যোগ নেই। তাই এই বিষয়ে রাজা মন্ত্রিসভার সঙ্গে আলোচনা করতে বাধ্য ছিলেন না। |
|
|
|
|
|