|
|
|
|
বিজেপি আজ সংসদে সরব হবে গেমস আর টু-জি নিয়ে |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
দুর্নীতির প্রশ্নে কংগ্রেস তথা সরকারকে কোণঠাসা করতে কাল থেকে সংসদে দু’টি রিপোর্টকে হাতিয়ার করতে চাইছেন বিজেপি নেতৃত্ব। একটি হল স্পেকট্রাম দুর্নীতি নিয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান মুরলীমনোহর জোশীর রিপোর্ট। আর দ্বিতীয়টি, কমনওয়েলথ গেমস দুর্নীতি নিয়ে সিএজি-র রিপোর্ট। এ ব্যাপারে কৌশল নির্ধারণে
লালকৃষ্ণ আডবাণীর বাসভবনে আজ বৈঠক করেছেন বিজেপি সংসদীয় দলের নেতারা। সরকার পক্ষ এ সব নিয়ে আলোচনায় রাজি না হলে বিজেপি ফের সংসদ অচল করার পথে হাঁটতেও পিছপা নয় বলে দলীয় সূত্রের খবর।
বিগত পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবেই মুরলীমনোহর জোশী এর আগেই স্পেকট্রাম কেলেঙ্কারি নিয়ে একটি রিপোর্ট পেশ করেছিলেন। কিন্তু কমিটিতে সপা ও বসপা সদস্যদের সমর্থন নিয়ে রিপোর্টটি খারিজ করে দেন কংগ্রেস তথা শাসক জোটের সাংসদরা। জোশী এর পরে লোকসভার স্পিকার মীরা কুমারের কাছে রিপোর্টটি পাঠালে তিনিও সেটি ফেরত পাঠিয়ে দেন। সেই রিপোর্টটিকেই মেজেঘষে এ বার নতুন ভাবে পেশ করতে সক্রিয় হয়ে উঠেছেন জোশী।
পিএসি সদস্যদের কাছে তিনি তা পাঠিয়েও দিয়েছেন।
এই রিপোর্টে স্পেকট্রাম বণ্টনে দুর্নীতির জন্য প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমকেও দায়ী করা হলেও জোশী তথা বিজেপি-র কৌশল এ বার অন্য। আগের বার কমিটিতে সংখ্যাগরিষ্ঠতার জন্য কংগ্রেস সপা এবং বসপা সদস্যদের সমর্থন নিয়েছিল। কিন্তু এখন উত্তরপ্রদেশের নির্বাচনের আগে এই দুই দলের সঙ্গেই প্রকাশ্যে সমদূরত্ব রেখে চলছে কংগ্রেস।
এই পরিস্থিতিতে নতুন করে টু-জি রিপোর্ট পেশ করে কংগ্রেসকে চাপে ফেলতে চায় বিজেপি। কারণ নতুন রিপোর্টটিও খারিজ করতে গেলে কংগ্রেসকে সপা-বসপার সমর্থন নিতে হবে। সে ক্ষেত্রে উত্তরপ্রদেশে ভোটের মুখে মায়াবতী-কংগ্রেস আঁতাত নিয়ে প্রচার করার অস্ত্র পাবে বিজেপি।
জোশীর এই কৌশল বুঝে কংগ্রেস আজই আক্রমণাত্মক হয়েছে। পিএসি-তে কংগ্রেস সদস্য সঞ্জয় নিরুপম আজ বলেন, “জোশীর রিপোর্ট আগেই এক বার খারিজ হয়েছে। নতুন রিপোর্টটিও আস্তাকুঁড়ে ফেলে দিতে হবে।” তাঁর কথায়, “সংসদীয় কমিটির চেয়ারম্যান পদে থেকে জোশী স্রেফ রাজনীতি করছেন। বিজেপি নেতৃত্বের উচিত দবে সংসদের মর্যাদা বাঁচাতে পিএসি-র চেয়ারম্যানের পদ থেকে জোশীকে সরিয়ে দিয়ে নতুন কাউকে নিয়োগ করা।”
এরই পাশাপাশি কমনওয়েলথ গেমস দুর্নীতি নিয়ে সিএজি-র রিপোর্ট নিয়েও কাল থেকে সংসদে সরব হতে চাইছে বিজেপি। যদিও গত কয়েক দিন সংসদে সংযত আচরণই করেছে বিজেপি, তেমন কোনও হৈ-হট্টগোল বাধায়নি। কিন্তু দলীয় সূত্রে বলা হচ্ছে, কাল কিছুটা হলেও কমনওয়েলথ দুর্নীতির বিষয় নিয়ে সোরগোল করবেন বিজেপি সাংসদরা। দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে শীলা দীক্ষিতের পদত্যাগ দাবি করবেন তাঁরা।
সেই সঙ্গে নিশানা করবেন প্রধানমন্ত্রীকেও। তবে দুর্নীতির অভিযোগে কর্নাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে ইয়েদুরাপ্পার ইস্তফার পর এখন শীলা দীক্ষিতকে সরাতে কংগ্রেসের ওপর চাপ বাড়ানোই বিজেপি-র প্রধান লক্ষ্য।
আজ সংসদীয় দলের নেতাদের বৈঠকের পর বিজেপি-র রাজ্যসভার সাংসদ সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া বলেন, কমনওয়েলথ গেমস দুর্নীতির বিষয়টি কাল বিজেপি সংসদে তো তুলবেই। সেই সঙ্গে জমি অধিগ্রহণ বিলটি দ্রুত সংসদে পেশ করারও দাবিও জানাবে। এ ব্যাপারে কাল সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে এনডিএ নেতৃত্বের বৈঠক হবে।
তবে হরিয়ানার জমি কেলেঙ্কারির বিষয়টি বিজেপি এখন তুলতে আগ্রহী নন। কারণ ওই ঘটনায় তাঁদের আক্রমণের লক্ষ্য গাঁধী পরিবার।
আর সনিয়া গাঁধী এখনও অসুস্থ। এ ব্যাপারে প্রশ্ন করা হলে, বিজেপি-র এক শীর্ষ নেতা বলেন, “আপাতত স্পেকট্রাম কেলেঙ্কারি নিয়ে পিএসি রিপোর্ট ও কমনওয়েলথ গেমস দুর্নীতির ব্যাপারে সরকারের কাছে কৈফিয়ত চাইবে বিজেপি। তা ছাড়া হরিয়ানার জমি কেলেঙ্কারি রাজ্যের বিষয়।” |
|
|
|
|
|