|
|
|
|
চলতি অর্থবর্ষে মারুতির গাড়ি বিক্রি
বৃদ্ধি নামতে পারে দশ শতাংশের নীচে |
সংবাদসংস্থা • উদয়পুর |
চলতি অর্থবর্ষে সংস্থার গাড়ি বিক্রি বৃদ্ধির হার নেমে আসতে পারে দশ শতাংশের নীচে। এমনই আশঙ্কা প্রকাশ করল দেশের বৃহত্তম গাড়ি নির্মাতা মারুতি সুজুকি ইন্ডিয়া। গত কয়েক মাসেই সুদ এবং তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে গাড়ি শিল্পের উপর। এই কারণেই মূলত এমন আশঙ্কার কথা জানিয়েছে সংস্থা।
৩০ জুন শেষ হওয়া প্রথম ত্রৈমাসিকে প্রত্যাশার তুলনায় ভাল ফল করেছে মারুতি। তবে সামনের কয়েক মাসে রাস্তাটা যে আরও কঠিন, মানছেন সংস্থার কর্তারাই। মারুতি সুজুকি ইন্ডিয়ার ম্যানেজিং এগ্জিকিউটিভ অফিসার ময়াঙ্ক পারেখ জানান, এই অর্থবর্ষে সংস্থার বিক্রি বৃদ্ধির হার খুবই কম। তবে, আগামী দিনে উৎসবের মরসুম কিছুটা হলেও বিক্রি বাড়াতে সাহায্য করবে বলে মনে করছেন তিনি। যদিও তা গত বছরের বৃদ্ধি ছুঁতে পারবে না বলেই জানিয়েছেন পারেখ। এপ্রিল থেকে জুলাইয়ে রফতানি-সহ সংস্থার মোট গাড়ি বিক্রি ৭.১% কমে হয়েছে ৩,৫৬,৮২৬টি। দেশেও বিক্রি কমেছে ৪.৭%। তবে, এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে সংস্থার নিট মুনাফা হয়েছে ৫৪৯.২৩ কোটি টাকা। যা আগের বছরের থেকে ১৮.০২% বেশি। ব্যবসা থেকে মোট আয়ও বেড়েছে ২.৬৫%।
এ সবের মধ্যেই উৎসবের মরসুমকে পাখির চোখ করে পরিকল্পনা তৈরি করছে মারুতি। বিভিন্ন মডেলে আরও বেশি পরিমাণ ছাড় দেওয়ার কথা জানিয়েছে তারা। পারেখ জানান, এই ছাড়ের পরিমাণ গত বছরের তুলনায় প্রায় ২২% বেশি। পাশাপাশি, পুরনো গাড়ির পরিবর্তে নতুন গাড়ি কিনতেও ক্রেতাদের উৎসাহ দিচ্ছে সংস্থা। পারেখের দাবি, পুরনো গাড়ির ক্রেতার সংখ্যা সব সময়েই নতুন গাড়ির ক্রেতার তুলনায় বেশি। এ বার সেই সব ক্রেতাকে টানার লক্ষ্যমাত্রা নিয়েছেন তাঁরা।
প্রতি মাসে প্রায় ৯০ হাজার ক্রেতা সংস্থায় গাড়ির সাভির্সিং করাতে আসেন। তাঁদের কাছেও নতুন গাড়ি কেনার জন্য বিশেষ প্রকল্প ঘোষণা করেছে সংস্থা। দেওয়া হচ্ছে আরও বেশি ছাড়ও। যদিও, চড়া সুদের ফলে এই পরিকল্পনা কিছুটা ধাক্কা খাবে, মানছেন পারেখ। গাড়ি ছাড়াও গৃহঋণ রয়েছে এমন ক্রেতার সংখ্যা প্রায় ২৬%। ফলে নতুন গাড়ি কেনার ক্ষেত্রে তাঁরা ভাবনাচিন্তা করছেন বলেও জানান তিনি। অনেকেই পিছিয়ে দিচ্ছেন নতুন গাড়ি কেনার পরিকল্পনাও। যার প্রভাবে কমছে মারুতির বিক্রি। |
|
|
|
|
|