কলমের পর এ বার চলচ্চিত্র প্রযোজনা। নতুন ব্যবসাতেও সেই একই ব্র্যান্ড-নাম হাতিয়ার করছে লিঙ্ক গোষ্ঠী। আপাতত বছরে দু’তিনটি কম বাজেটের চলচ্চিত্র প্রয়োজনা করবে ‘লিঙ্ক এন্টারটেনমেন্ট’। লিঙ্ক রাইটিং এডস-এর অধীনে ‘লিঙ্ক এন্টারটেনমেন্ট’ একটি ব্র্যান্ড হিসেবেই পরিচিতি পাবে।
লিঙ্ক পেনের এমডি দীপক জালান জানান, নতুন ব্যবসা শুরুর পরিকল্পনার সূত্রেই চলচ্চিত্র প্রয়োজনায় নামার এই সিদ্ধান্ত। ‘আইপিক্স মুভি’র সঙ্গে লিঙ্ক এন্টারটেনমেন্ট-এর প্রথম ছবি ‘শকল পে মাত যা’ ২৩ সেপ্টেম্বর মুক্তি পাবে। নির্মাণে খরচ হয়েছে ৭-৮ কোটির মতো।
জালান বলেন, “কলম তৈরি আর চলচ্চিত্র নির্মাণ এক নয়। কিন্তু কিন্তু দুটির ক্ষেত্রেই বিপণন কৌশলে বিশেষ ফারাক নেই।” দুটি ব্যবসাই ব্র্যান্ড পরিচিতি বাড়াতে একে অপরের পরিপূরক হবে বলেই তাঁর দাবি।
আগামী দিনে ব্যবসার লক্ষ্যমাত্রা নিয়ে এখনই মন্তব্য করতে নারাজ তিনি। তবে আপাতত ৭-৮ কোটি টাকার মধ্যে কম বাজেটের ছবি তৈরিই তাঁদের লক্ষ্য। তাঁর দাবি, “১০ কোটি টাকার কম বাজেটের ছবি তৈরির ঝুঁকি অনেক কম। এই ব্যবসায় লগ্নি থেকে আয়ের হারও অন্য ব্যবসার তুলনায় অনেক বেশি।”
|
কেয়ার্ন এনার্জি তাদের হাতে থাকা কেয়ার্ন ইন্ডিয়ার শেয়ার বেদান্তকে বিক্রির ব্যাপারে কেন্দ্রের শর্ত মানতে রাজি। শর্ত ছিল, কেয়ার্ন ইন্ডিয়ার রাজস্থান তেল ক্ষেত্রের লভ্যাংশ থেকে ‘রয়্যালটি’ ও ‘সেস’ বাবদ অর্থ সরকারকে দেওয়ার নিশ্চয়তা দিলে, তবেই শেয়ার হস্তান্তরে সায় দেবে কেন্দ্র। এতেই রাজি কেয়ার্ন এনার্জি ও বেদান্ত। তবে মুনাফা কমার যুক্তি দেখিয়ে তা মানতে নারাজ কেয়ার্ন ইন্ডিয়া। এই অবস্থায় কেন্দ্রীয় তেল সচিব জি সি চতুর্বেদীকে এক চিঠিতে ব্রিটেনের ওই সংস্থাটি জানিয়েছে, বেদান্তের সঙ্গে মিলে কেয়ার্ন ইন্ডিয়ার ৮০% শেয়ারের মালিকানাই তাদের হাতে। কাজেই ভোট হলে তারাই জিতবে। |