|
|
|
|
বাসকর্মীকে আটক, বাস বন্ধে দুর্ভোগ |
নিজস্ব সংবাদদাতা • রাজনগর |
এক বাস কর্মীকে পুলিশ ‘বিনা দোষে’ আটক করেছে। এর প্রতিবাদে শুক্রবার দুপুর থেকে শনিবার দিনভর বাস চালানো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল বাসমালিক সংগঠনগুলি। শেষ পর্যন্ত পুলিশ ও বাসমালিক সংগঠনগুলির মধ্যে আলোচনার পরে ওই বাস কর্মীকে ছেড়ে দেওয়ায় সমস্যা মিটে যায়। কিন্তু প্রায় দেড় দিন বাস বন্ধ থাকায় দুর্ভোগে পড়তে হয়েছে সাধারণমানুষকে। ঘটনাটি রাজনগরের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে। অফিসের কাজে রাজনগর থেকে সিউড়ি যাওয়ার জন্য জয়পুর-পালিত ভায়া সিউড়ি রুটের একটি বাসে উঠেছিলেন রাজানগর থানার এক মহিলা। অভিযোগ, ভাড়া দিতে না চাওয়ায় ওই বাসের কর্মী শেষ সাত্তারের সঙ্গে বাদানুবাদ হয়। বিষয়টি তখনকার মতো মিটে গিয়েছিল। শুক্রবার বিকেলে ওই বাসকর্মীকে পুলিশ আটক করে রাজনগর থানার নিয়ে যায়। তাঁকে মারধরও করা হয় বলে বাস মালিক সংগঠনগুলির অভিযোগ। এর পরেই বাস না চালানোর সিদ্ধান্ত নেয় সংগঠনগুলি। শেষ পর্যন্ত শনিবার দুপুরে সব পক্ষকে নিয়ে আলোচনায় সমস্যা মিটে যায়। ছাড়া পান ওই বাসকর্মী। সিটু বাসমালিক সংগঠনের রাজনগর ব্লক সম্পাদক মানিক সেন এবং আইএনটিইউসি প্রভাবিত সংগঠনের রাজনগরের সভাপতি শেখ ইয়াসিন বলেন, “এ ভাবে এক কর্মীকে হেনস্থা করার অধিকার পুলিশের নেই। তবে আমাদের দাবি পুলিশ মেনে নেওয়ায় সমস্যা মিটে গিয়েছে।” যদিও ওই মহিলা বাসভাড়া দিতে না চাওয়ায় অভিযোগ স্বীকার করেনি পুলিশ। তাঁর কাছ থেকে ভাড়া বেশি চাওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য ওই বাস কর্মীকে থানায় নিয়ে আসা হয়। মারধর করা হয়নি। রাজনগর থানার ওসি আস্তিক মুখোপাধ্যায় বলেন, “একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। সেটা মিটে গিয়েছে।” |
|
|
|
|
|