টুকরো খবর |
|
পরীক্ষায় টুকলি সরবরাহ, গ্রেফতার পাঁচ
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
পরীক্ষাকেন্দ্রে টুকলি সরবরাহ করার অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ। রবিবার ঘটনাটি ঘটে সিউড়ির রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে। এ দিন সেখানে মাধ্যমিকের ভূগোল পরীক্ষা হচ্ছিল। পরীক্ষা চলাকালীন রটে যায় প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে। স্কুলের বাইরে এ নিয়ে জটলা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্কুল চত্বর থেকে পাঁচ জনকে গ্রেফতার করে। সিউড়ি থানার আইসি অসিত ভট্টাচার্য বলেন, “টুকলি সরবরাহের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তবে ধৃতদের কাছ থেকে কোনও প্রশ্নপত্র পাওয়া যায়নি।’’ পরীক্ষার সেন্ট্রাল ইন চার্জ সুফিয়ার রহমান বলেন, “মোট ১৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ জন পরীক্ষা দিচ্ছে না। আমাদের কাছেও খবর আসে যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে। কিন্তু আমরা সমস্ত প্রশ্নপত্র মিলিয়ে দেখি ঠিক আছে।” পুলিশ জানায়, আজ সোমবার ধৃতদের আদালতে হাজির করানো হবে।
|
বৃদ্ধাবাসের শিলান্যাস
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
১০০ দিন কাজের প্রকল্পের স্বতন্ত্র কার্যালয় এবং একটি যাত্রী প্রতীক্ষালয়ের উদ্বোধন করলেন পঞ্চায়েত মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। একই দিনে তিনি শিলান্যাস করেন একটি বৃদ্ধাবাসেরও। রবিবার আমোদপুরের এই তিনটি অনুষ্ঠানেরই উদ্যোক্তা ছিল সাঁইথিয়া পঞ্চায়েত সমিতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক মনিরুল ইসলাম এবং সাঁইথিয়ার বিধায়ক ধীরেন বাগদি, জেলাশাসক সৌমিত্র মোহন, জেলা সভাধিপতি অন্নপূর্ণা মুখোপাধ্যায় প্রমুখ।
|
ব্যবসায়ী খুনে ধৃত আরও ২
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
রামপুরহাটের পাথর ব্যবসায়ী শিউকুমার ভকত (৪২) খুনে জড়িত সন্দেহে আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতেরা হাল সুদর্শন মণ্ডল ও রাজকুমার ভকত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার দুপুরে আশিস মণ্ডল ও সুরজ জয়সওয়ালকে আটক করেছিল। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে এই ঘটনায় আরও সাত জন জড়িত আছে। তল্লাশি চালিয়ে শনিবার রামপুরহাটের ছোড়া গ্রাম থেকে সুদর্শন এবং ঝাড়খণ্ডের বেলাগড়িয়া থেকে রাজকুমারকে ধরে পুলিশ। এই নিয়ে মোট চার জনকে গ্রেফতার করল পুলিশ।
|
পুড়ে মৃত্যু বালিকার
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
বাড়ির লোকেদের অনুপস্থিতিতে স্টোভে রান্না করতে গিয়ে পুড়ে মৃত্যু হল এক বালিকার। পুলিশ জানায়, মৃতার নাম কবিতা ধীবর (৮)। বাড়ি ময়ূরেশ্বর থানার দক্ষিণগ্রামে। শুক্রবার সন্ধ্যায় কবিতাকে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। শনিবার সকালে তার মৃত্যু হয়।
|
বাজ পড়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কাঁকরতলা |
বাজপড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম সুনীল মণ্ডল (৪৫)। বাড়ি কাঁকরতলা থানা এলাকার কদমডাঙা গ্রামে। রবিবার বিকেলে মাঠে ছাগল নিয়ে গিয়েছিলেন সুনীলবাবু। সেই সময় বাজ পড়লে তাঁর মৃত্যু হয়। |
|