গরিবের সম্পদ জল, জঙ্গল, জমি কেন্দ্রীয় সরকার ধনীদের হাতে তুলে দিচ্ছে বলে অভিযোগ করলেন মানবাধিকার কর্মী তথা চিকিৎসক বিনায়ক সেন। রবিবার বর্ধমানের পৌর বালক বিদ্যালয়ে একটি অনুষ্ঠানে তিনি বলেন, “গরিব মানুষের উপরে রাষ্ট্রীয় সন্ত্রাস নেমে এসেছে। জঙ্গল, জল, জমি তাঁদের সম্পদ। তা ধনীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ, আদিবাসী, উপজাতিদের পুনর্বাসনের ব্যবস্থা না করেই সরকার তাঁদের উচ্ছেদ করছে। এই উচ্ছেদ ঠেকাতে প্রতিরোধই একমাত্র পথ। কিন্তু তা করলেই মেলে রাষ্ট্রদ্রোহী আখ্যা। হাজার হাজার মানুষকে কারাগারে পোরা হচ্ছে। আমাকেও বাদ দেওয়া হয়নি।” এর পরেই তাঁর কটাক্ষ, “এখন আবার আমাকেই সরকারি পদ দিতে চাইছে কেন্দ্র!” প্রসঙ্গত, কেন্দ্র তাঁকে যোজনা কমিশনের স্বাস্থ্য বিষয়ক পরিচালন কমিটির সদস্য হিসেবে মনোনীত করেছে। এ দিন রাষ্ট্রদ্রোহ আইন বাতিলের দাবিও জানান বিনায়কবাবু। তিনি বলেন, “সরকারকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হয়। কিন্তু ক্ষমতা যদি তাদের দমন-পীড়নমূলক রাষ্ট্রদ্রোহ আইন তৈরিতে মদত দেয়, তাহলে গণতন্ত্রের ঠাঁই কোথায়?”
|
প্রয়াত হলেন বর্ধমানের প্রাক্তন বিধায়ক তথা সিপিএমের বিশিষ্ট নেতা শ্যাম বসু। ৭৩ বছরের অকৃতদার এই নেতা ১৯৯১ ও ৯৬ সালে বর্ধমান দক্ষিণ কেন্দ্র থেকে নির্বাচিত হন। শ্যামবাবু টানা ১৯ বছর ধরে বর্ধমান শহর জোনাল কমিটির সম্পাদক ছিলেন। তিনি ছিলেন দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্যও। রবিবার সন্ধ্যায় তিনি বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে মারা যান। |