পুকুরে মাছ চাষ করা নিয়ে রবিবার জামুড়িয়ার কেন্দা পঞ্চায়েত এলাকায় সিপিএম ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়। পরস্পরের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছে দুই দলই। এই ঘটনায় ৮ জন জখম হয়েছেন। পুলিশ এক জনকে আটক করেছে।
নিউ কেন্দা ২ নম্বর এলাকার একটি পুকুর অতীতে ইসিএল অধিগ্রহণ করে। তার পরে বহু দিন পুকুরে কোনও কাজ না হওয়ায় পঞ্চায়েত কর্তৃপক্ষ সাধারণ মানুষের ব্যবহারের জন্য বছর আটেক আগে পুকুরটি সংস্কার করেন। গ্রামবাসীরা জানান, দুই দলের স্থানীয় নেতৃত্বের হস্তক্ষেপে ঠিক হয় ওই পুকুরে উভয় দলের সমর্থকেরাই মাছ চাষ করবেন। তৃণমূল নেতা অলোক মুখোপাধ্যায় জানান, তিনি এ দিন সকাল ১০টা নাগাদ মাছের চারা ছাড়তে পুকুর পাড়ে যান। সেখানে পৌঁছতেই সান্ত্বনা বাউরি, বর্ণ ভুঁইয়া এবং আখল বাউরির নেতৃত্বে এক দল সিপিএম সমর্থক তাঁকে মারধর করে বলে অলোকবাবুর অভিযোগ। জামুড়িয়া ব্লক কমিটির কার্যকরী সভাপতি মুকুল বন্দ্যোপাধ্যায় জানান, খবর পেয়ে তৃণমূল কর্মীরা তাঁকে উদ্ধার করতে যান। তাঁর অভিযোগ, সেখানে গেলে সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের হাতে ৫ জন তৃণমূল কর্মী প্রহৃত হন বলে অভিযোগ। তবে সান্ত্বনাদেবীর পাল্টা অভিযোগ, বিনা প্ররোচনায় তৃণমূল কর্মীরা তাঁদের আক্রমণ করেন। অলোকবাবু এবং সান্ত্বনাদেবী উভয়েই বিষয়টি নিয়ে কেন্দা ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে। এক জনকে আটক করা হয়েছে।
|
স্থানীয়দের নিয়োগের দাবিতে রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পাণ্ডবেশ্বরের বেসরকারি নাকরাকোন্দা খোলামুখ খনিতে উৎপাদন বন্ধ রেখে তৃণমূলের নেতৃত্বে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তৃণমূলের দাবি, প্রতিশ্রুতি অনুসারে স্থানীয়দের নিয়োগ করা হয়নি। কর্তৃপক্ষের আশ্বাস, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।
|
বোমা বাঁধতে গিয়ে তা ফেটে জখম হয়েছে ২ জন দুষ্কৃতী। রবিবার ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার বীরকুলটি গ্রামে। আহতদের পুলিশ গ্রেফতার করেছে। তাদের আসানসোল মহকুমা হাসপাতালের পুলিশ সেলে ভর্তি করা হয়েছে। ধৃতদের নাম মঙ্গল রুইদাস ও অনাথ বাউরি। তাঁদের বাড়ি বীরকুলটি গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুর সাড়ে তিনটে নাগাদ তিন জন দুষ্কৃতী বোমা বাঁধতে গেলে আচমকা তা ফেটে গেলে ওই দু’জন জখম হন। অন্য জন পালিয়ে গিয়েছে বলে পুলিশ জানিয়েছে। জামুড়িয়ার ওসি মাধব মণ্ডল জানান, প্রথমিক তদন্তে জানা গিয়েছে ওই দুই দুষ্কৃতী অবৈধ কয়লা কারবারের সঙ্গে যুক্ত। পুলিশ জানায়, বীরভূমে ছিনতাই করার মতলবে বোমা তৈরি করছিল বলে ধৃতেরা স্বীকার করেছে।
|
ফের অভিনয়ে মুগ্ধ করলেন বন্দিরা। প্রেসিডেন্সি সংশোধনাগার ও আলিপুর মহিলা সংশোধনাগারের সাজাপ্রাপ্ত কয়েক জন বন্দি অভিনীত ‘বিসর্জন’ নাটকটি শনিবার মঞ্চস্থ হয় আসানসোলের রবীন্দ্র ভবনে। আসানসোল বিশেষ সংশোধনাগার ও পুরসভা আয়োজিত ওই অনুষ্ঠানে কয়েকশো দর্শকের সঙ্গে নাটক দেখতে হাজির ছিলেন রাজ্যের কারামন্ত্রী শঙ্কর চক্রবর্তী ও বিচারমন্ত্রী মলয় ঘটক। ছিলেন আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়-সহ জেলা ও মহকুমা প্রশাসনের কর্তাব্যক্তিরাও।
|
স্থানীয়দের নিয়োগের দাবিতে রবিবার সকাল ৭টা থেকে বিকেল ৪টে পর্যন্ত পাণ্ডবেশ্বরের বেসরকারি নাকরাকোন্দা খোলামুখ খনিতে উৎপাদন বন্ধ রেখে তৃণমূলের নেতৃত্বে বিক্ষোভ দেখান স্থানীয়রা। কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। |