খেলার টুকরো খবর


চ্যাম্পিয়ন ভলিবল ক্লাব
ইউনাইটেড কন্ট্রাক্টরস ওয়ার্কার্স ইউনিয়ন আয়োজিত নিমাই অধিকারী ও পরিতোষ ভট্টাচার্য স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন হল ভলিবল ক্লাব। ফাইনালে তারা সাডেন ডেথে ৪-৩ গোলে পলাশডিহা আদিবাসী স্পোর্টিং ক্লাবকে হারায়। নির্ধারিত সময়ে কোনও গোল হয়নি। ম্যাচের সেরা বিজিত দলের গোলরক্ষক বিট্টু কিস্কু। বিজয়ী দলের গোলরক্ষক শুভেন্দু ঘোষ প্রতিযোগিতার সেরা। ম্যাচটি পরিচালনা করেন অশোক মশান, মনসারাম সোরেন, রতন মাইতি এবং পি কে বন্দ্যোপাধ্যায়। এ দিন মহকুমা ক্রীড়া সংস্থার তরফে ১১ জন খেলোয়াড়কে সংবর্ধনা দেওয়া হয়।

চ্যাম্পিয়ন বৈজন্তীপুর
বাহিনী সঙ্ঘ ও সিহারশোল স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত ফুটবলে চ্যাম্পিয়ন হল বৈজন্তীপুর উড়নচণ্ডী ক্লাব। সিহারশোল লায়কা মাঠে তারা এসএসপি কালিপাহাড়িকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারায়। ফাইনালের সেরা বিজয়ী দলের সুখেন বাউরি। আয়োজকদের পক্ষে শশাঙ্কশেখর কাঞ্জিলাল জানান, ১৬টি দল যোগ দিয়েছিল।

জয়ী কোর্টরোড
হাড়ভাঙা অ্যাথলেটিক ক্লাব আয়োজিত এক দিনের ফুটবলে রবিবার চ্যাম্পিয়ন হল কোর্টরোড ফুটবল ক্লাব। কল্যাণপুরের এইচএলজি সংলগ্ন মাঠে তারা কল্যাণপুর হাউজিং ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাবকে টাইব্রেকারে ৩-২ গোলে হারায়। নির্ধারিত সময়ে কোনও দলই গোল করতে পারেনি। আয়োজক সংস্থার পক্ষে পার্থ মুখোপাধ্যায় জানান, প্রতিযোগিতায় মোট ১৬টি দল যোগ দেয়।

ফাইনালে সাই
মিঠানি ইউনাইটেড ক্লাব আয়োজিত ফুটবলের প্রথম সেমিফাইনালে জিতল তালিতের সাই ফুটবল অ্যাকাডেমি। রবিবার মিঠানি ফুটবল মাঠে তারা অরবিন্দ স্পোর্টিং ক্লাবকে ৪-০ গোলে হারায়। সর্বোচ্চ তিনটি গোল করেন ধনঞ্জয় মজুমদার।

গোল্ড কাপ
দেবু ঘটক ও রাজীব গাঁধী গোল্ড কাপ ফুটবলে রবিবার জয়ী হল ফাইভ স্টার আসানসোল। আপার চেলিডাঙা রাজীব গাঁধী মাঠের খেলায় তারা কল্যাণপুর সোসাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনকে ৫-০ গোলে হারায়। ৪টি গোল করে এ দিনের খেলার সেরা হন ইনামুল হক।

জয়ী বাবুপুর
জোনাল স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত লিগ কাম নক আউট ফুটবলের রবিবারের খেলায় জয়ী হল বাবুপুর এজিএস। এ দিন রবিন সেন স্টেডিয়ামের খেলায় তারা বক্তারনগর ফুটবল ক্লাবকে ২-০ গোলে হারায়। এ দিন ২টি গোল করে খেলার সেরা হন রবি হাঁসদা।

স্মৃতি ফুটবল
মিলন চক্র ক্লাব আয়োজিত ষড়ানন মুখোপাধ্যায় ও সুনীল আচার্য স্মৃতি ফুটবল প্রতিযোগিতার প্রথম দিনের খেলায় রবিবার বিজয়ী হল বীরভানপুর বিধান স্পোর্টিং ক্লাব। তারা ১-০ গোলে হারায় এএসপিএসএকে। গোলটি করেন তরুণ শেঠ।

ফুটবল লিগ
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগের শনিবারের খেলায় উখড়া ফুটবল অ্যাকাডেমি ২-০ গোলে হারায় ডায়মন্ড ক্লাবকে। গোল করেন পাপাই দত্ত ও দশরথ কোড়া।

অআকখ-র হার
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৪ ফুটবল লিগের শনিবার নবদিগন্ত স্পোর্টস অ্যাকাডেমি ২-০ গোলে হারায় অআকখ ক্লাবকে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.