হাফ সেঞ্চুরিতে পুরনো মেজাজে বারাক ওবামা
ন্মদিনের উৎসবকে বদলে ফেললেন আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সূচনা হিসেবে। যে কোনও মঞ্চকেই নিজের রাজনৈতিক প্রচারের কাজে লাগানোর ব্যাপারে তাঁর জুড়ি মেলা ভার। যে কোনও জায়গায় নিজের উপস্থিতি ও বক্তব্যকে তুলে ধরায় তাঁর ‘স্টাইল’ অনবদ্য। তিনি, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ঋণনীতি নিয়ে রিপাবলিকানদের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর, বুধবার ফের তাঁকে দেখা গেল পুরনো মেজাজে।
মঙ্গলবারই কংগ্রেসে পাশ হয়েছে ঋণের উর্দ্ধসীমা বাড়ানো নিয়ে বিলটি। যে অফিসাররা সাহায্য করেছিলেন বিল তৈরিতে, বুধবার তাঁদের নিয়ে হঠাৎ তিনি বেরিয়ে পড়েন মধ্যাহ্নভোজে। ক্যাপিটল হিলের কাছেই এক বিখ্যাত রেস্তোরাঁয় বার্গার ও আলুভাজা দিয়ে খাওয়া সারেন। দুপুরবেলা রেস্তোরাঁয় খেতে এসে খোদ প্রেসিডেন্টের দেখা পেয়ে হতভম্ব উপস্থিত বাকি লোকজন। কিন্তু ওবামা যথারীতি নির্বিকার। নিশ্চিন্তে ঘণ্টাখানেক ধরে রেস্তোরাঁর দোতলায় আড্ডার মেজাজে কাটিয়ে দেন।
মধ্যাহ্নভোজে ব্যস্ত ওবামা।-এএফপি
এর পর রাতে ওয়াশিংটন থেকে চলে আসেন শিকাগোতে। সেখানে তাঁর জন্মদিনের উৎসবে জড়ো হন প্রায় ২৪০০ জন। পপ তারকা ও অভিনেত্রী জেনিফার হাডসন সেই অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানের মাঝেই ওবামা শুরু করে দেন ২০১২-র প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তহবিল সংগ্রহ। এর পর ধন্যবাদ জ্ঞাপক বক্তৃতা দিতে উঠে তিনি নিজেই হাসিমুখে জানান, শেষ আড়াই বছরে তাঁর মাথার চুলে ভাল রকম পাক ধরেছে। দুশ্চিন্তার ছাপ পড়েছে চোখেমুখে। তাতে অবশ্য তিনি এতটুকুও চিন্তিত নন। লাজুক ভাবে জানালেন, স্ত্রী মিশেল এখনও তাঁকে ‘মিষ্টি’ বলেই মনে করেন! আর তাতেই সন্তুষ্ট তিনি। তবে খুব দ্রুতই ‘বার্থ ডে বয়’ ইমেজ ঝেড়ে উপস্থিত সমর্থকদের বলতে শুরু করেন তাঁর আড়াই বছরের প্রশাসনিক সাফল্যের কথা।
তবে বৃহস্পতিবার, পঞ্চাশতম জন্মদিনে অবশ্য পাওয়া যাবে না আমেরিকার প্রেসিডেন্টকে। ওই দিনটি বারাক ওবামা কাটাবেন শুধু স্ত্রী ও কন্যাদের সঙ্গে। খবরটি জানিয়েছেন, স্বয়ং গৃহকর্ত্রী মিশেল!

আতঙ্কে বন্ধ ভার্জিনিয়া টেক
রিভলভার নিয়ে এক জনের ঢুকে পড়ার খবরকে কেন্দ্র করে এদিনের মতো বন্ধ হয়ে যায় আমেরিকার ‘ভার্জিনিয়া পলিটেকনিক ইন্সটিটিউট অ্যান্ড স্টেট ইউনিভার্সিটি’। চার বছর আগে এক ছাত্রের গুলিতে ওই বিশ্ববিদ্যালয়ে ৩২ জন নিহত হন আজ তিন যুবক বিশ্ববিদ্যালয় চত্বরে প্রায় ছ’ফুট লম্বা এক শ্বেতাঙ্গকে দেখতে পায়। ওই যুবকদের মনে হয় লোকটির হাতে একটি রিভলভার রয়েছে। এই খবর পাওয়ার পরে বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয়। জারি হয় সতর্কতা। অবশ্য পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি।
First Page Bidesh First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.